QUOTES ON #চুপকথা

#চুপকথা quotes

Trending | Latest
6 SEP 2019 AT 19:10

-


22 NOV 2019 AT 11:48

মশকারা করে;
প্রতিশ্রুতিরা রোজ মরে,
দুরশায়
তবে প্রত্যহ।

-


6 NOV 2022 AT 16:09

-


9 AUG 2018 AT 2:20

চুপ থাকে বালিয়াড়ি, চুপ থাকে সহচর ;
চুপ থাকে আজীবন বসন্তের কারিগর।।

-


28 SEP 2021 AT 10:25


কথা রাখো যদি __
তবেই না
কথা না রাখার
সুখ পাবে!
যদি
শেষ হয়ে যায়
কথার প্রচলন
তবেই না
মৌন ব্রতের
মন পাবে!

-


9 AUG 2021 AT 9:05

রুদ্ধশ্বাসে খেই হারানো দুনিয়ায়
রূপকথাদের সম্ভ্রব নাকি অপচয়!
স্বপ্নপুরীতেই বন্দী মনের আর্জি
মাঝে মাঝে চুপকথাদের গল্পই দিলে না হয়!?!

-


7 JUL 2020 AT 21:09

মনকেমনের চুপকথাতে নীরবতা চালায় অকপট রাজত্ব,
অনুভূতিগুলোকে ব্যাকস্পেসে রেখে জ্বলতে থাকে কষ্ট অনবরত।।

-


5 JUL 2021 AT 21:27

তাকে ছেড়ে দেওয়াটা
স্বভাবে আসেনি,
আর তাকে আগলে রাখাটা
ভাগ্যে জোটে নি ।

-



চুপকথার গান হোক আজি
কায়াহীন হৃদয় জুড়ে
প্রান প্রত্যাশায়,
একান্ত ছুঁয়ে নিবিড় সুরে।

-