অল্প অল্প ভাঙন লিখি রিক্তকরন পরাজয়
জমাট কথার অর্থ খোঁজে মনে কাব্য সঞ্চয়।-
বৃষ্টিস্নাত.... 🗯
317 Followers · 25 Following
Joined 4 April 2020
5 JAN 2024 AT 18:41
29 DEC 2023 AT 11:48
ইতস্তত ভাগ্যরেখা, গহন মনের রুদ্ধ দ্বার
স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙে,হাতের তালু নির্বিকার।-
26 DEC 2023 AT 16:32
টুকরো টুকরো যত তারা এ আকাশে জেগে থাক
ভাঙা ভাঙা স্বপ্ন সারা রাত একাকী সুখ পাক।-
18 DEC 2023 AT 18:14
হারিয়ে যাওয়া সময় আজ, নিয়ম ভাঙা ছন্দ
এক মুঠো সুখের খোঁজে, স্মৃতির সাথে দ্বন্দ্ব।-
13 DEC 2023 AT 16:40
নীরবে থাকুক চোখের ভাষা, কথার আড়ালে
মৃদু হাসিতে কষ্ট লুকিয়ে মনের অন্তরালে।-
11 DEC 2023 AT 21:19
চাঁদের আলোর জোৎস্না মাখা বাহারি স্নিগ্ধতা
নির্ঘুম চোখের শূন্যতা আঁকা রাতের নীরবতা।-
11 DEC 2023 AT 19:49
প্রশ্ন জমে টুকরো মনে, ক্লান্ত চোখে রাত ঘেঁষে
সদ্য ক্ষতে প্রলেপ দিতে, কলম শোনে কান পেতে।
-
19 NOV 2023 AT 20:22
উপেক্ষিত অপেক্ষায় চাপা অভিমানের ঋণ
নির্বাক রাত্রি পেরিয়ে আরেকটা নতুন দিন।-
17 NOV 2023 AT 19:33
স্মৃতির ক্ষত চিহ্ন রূপে অনুভুতির সমবেত
তুমি তুমি গন্ধ এখন অবহেলার ভাব-আ-বেগ।-
3 OCT 2023 AT 13:12
মেঘলা আকাশ অলস বিকাল নির্জনে আনমনে
কল্পনাতে কান পেতে যায় স্বস্তির নিরবতায় দুজনে।
-