উড়েগেছে চৌকাঠ পেরিয়ে সুখপাখি...
লক্ষ্মীছাড়া তকমার চেয়ে
ছন্নছাড়া জীবনও নিষ্কৃতি !— % &-
জানলেও সে কাউকে বলবে না 🤫
অভিমানী ❤️
ভালোবাসা - লেখালেখি , নীরবতা
... read more
শিলালিপির শিরায় স্রোত , শতাব্দী জুড়ে শত আহত কবিতার চাষ...
আমার মন-ভাঙা পোর্সেলিনের গুঁড়োয় সাজিও তোমার অস্থির দেরির উপন্যাস !!!— % &-
ঘরে ফিরে যাওয়া অপ্রেমিকের মিথ্যে কথার শহরে...
পারলে নাহয় সপ্তমী হয়ে এসো ইনসোমানিক সফরে !!— % &-
সূর্য সেদিনও অন্যকোনো পৃথিবীর
সাঁঝবাতিদের কালশিটে মাখা অস্তরাগ...
জীবন ছিলো বোহেমিয়ান সুখপাখিরও
তবু ক্লাইম্যাক্সে দিনবদলের অনুরাগ !— % &-
হেঁটে যাওয়া একশো রংমিছিল
কোনো এক সমান্তরাল বিশ্বে...
যেখানে বৃষ্টি নামে অতর্কিতে
নেহাতই অশ্রুত অভিমানের সংস্পর্শে !!
ভোকাট্টায় ছেঁড়া ঘুড়ির আবহে
বালিশে জমা কান্নায় কত পরিযায়ী পাখি..
প্রশ্ন রেখো নিয়নবাতির শিলালিপিতে
কত অবেলার প্রতিশ্রুতিদের আজও ফিরে-দেখা বাকি?— % &-
ধ্রুবক কোনো সন্ধ্যাতারার মতো ভাসিয়ে দিয়ে মিথ্যে নালিশ , অভিযোগের ঘর...
তুমি গুনতে থেকো অপেক্ষাদের ; আমি রাত শেষে সাজাবো কৃষ্ণাচূড়ার ভোর !— % &-
আলটুসি রোদ,মিথ্যে নালিশ,পরিপাটিদের পর্দা সরুক;
বৃষ্টির খুব হিসেবনিকেশ ! নয় তোমার আদলে মেঘই করুক...— % &-
তার ভিজতে চাওয়া আকস্মিক আর আর্দ্রতায় কত ব্যস্ত সিম্ফনির সফর ;
মনের গড়নে টেকটোনিকের ধাত , তবু চোখের পলকে আস্ত মেঘের শহর !— % &-
মিলিয়ে যায় রং-মিলান্তির ছাঁচে
চক-ডাস্টার,এক্কা-দোক্কায় বৃষ্টিভেজা দুপুরগুলো...
নৌকার মতো সাম্যে চলা একটুকরো জীবনটায়
আড়ি-ভাবের আসর জমায় মন-ভাঙা কাঁচের গুঁড়ো !
বদলায়না সংজ্ঞারা শুধু বৈচিত্র্যের ভীড়ে আব্বুলিশ ছেলেবেলাটা...— % &-
নিভৃতি খুঁজি ছন্দবিহীন এসরাজে...
সুরগুলো জড়িয়ে যায় মেহগানির সারির মতো ।
ঠিক যেমন আমার বিষন্নতার সন্ধ্যেরা
উঠোনের অটোফিলিক কাঠগোলাপের আদলে
আলগোছে জমায় সহস্র শ্রাবণের ক্ষত ...!— % &-