তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা নীরবে বদলে গেছে ,
গল্পের শেষ পাতাটায় সময় থমকে রয়েছে।-
“
মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না।
মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ
ও
“ ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি। ”
-
কিছু কিছু গল্প আছে যার শেষ দেখার থেকে,শেষ প্লটটা নিজের মতো করে কল্পনাতেই সুন্দর লাগে।
-
"গল্পের শেষ পাতা"
সবার জীবনের গল্পগুলোই একটা বৃত্তে আবৃত থাকে, যার ভীতর ভালোলাগা, খারাপলাগা, আনন্দ, কষ্ট, রাগ, অভিমান ইত্যাদি সব থাকে, তবে সব থেকে বেশি যা প্রতি মুহূর্তে সাথে নিয়ে চলতে হয় তা হলো "লড়াই", সে যে কোনো প্রসঙ্গেই হোক না কেনো প্রতিটা মুহূর্ত লড়াই ছাড়া অচল, তবে প্রতিনিয়ত লড়াই গুলো বড্ড একঘেয়ে হয়ে ওঠে, সময়ের অন্তিম সংস্করণে তা দিকভ্রান্ত হয়, জীবনের অস্তিত্বহীনতা বড্ড কঠিন, হয়তো সাথে নিয়ে চলতে অনেক একাগ্রতা দরকার যা সবার সাধ্যমতো প্রবাহিত না,আর যখন নিজের সাথে প্রতিনিয়ত লড়াই গুলো বৃত্তের সব হিসাবের ভুল সমীকরণ বাখ্যা করে তখন "মন" নামক অনুভূতিরাও ক্লান্ত পথের শেষ প্রান্তের হদিশ খোঁজে,এভাবেই বোধহয় গল্প গুলোর শেষ পাতা তৈরি হয় তবে, লড়াই এর শেষ প্রান্তে এতো কঠিন ভাষার বিশ্লেষিত ব্যাখ্যা না থাকলেও এটুকু প্রকাশিত যে শেষ পাতাটা বোধহয় লিখতেই হয় যখন ক্লান্তিকর পথটার শেষ বাকের শ্রোতাও মুখফিরিয়ে বিশ্রামরত হয়, হয়তো আবার গল্প লেখা হবে তবে ছন্দের না,তবে আরও একটা লাইন ক্লান্তিতেও তার জন্য আবশ্যক,
"ভালো থেকো"-
মানুষ টা যদি সঠিক হয় তবে সব অনুভূতি সুন্দর হয়। জীবনে যেমনি পরিস্থিতিত আসুক না কেন ,
পাশে যদি একজন সঠিক মানুষ থাকে তবে আবারও উঠে দাঁড়ানো যায়, শুধুমাত্র নিজের উপর এবং পাশের মানুষটার উপর একটু বিশ্বাস রাখতে হয়।-
সব গল্পের শেষ টা যে ভালো হবে
এমন কোনো কথা নেই।
কিছু কিছু গল্পের শেষ পাতা টাই থাকে না।।
😫😫-