কিছুটা অপূর্ণতা থাকা ভালো!!
সব পেয়ে গেলে তো ইচ্ছেও ফুরিয়ে গেল,
আর ইচ্ছে ফুরানো মানে জীবনের সব স্বাদই ফুরিয়ে যাওয়া!! থাকুক না কিছুটা অপূর্ণতা..... আর এই পূর্ণতা - অপূর্ণতার সাথেই তো জীবনের পথচলা।-
“বিশ্বের সেরা এবং সবচেয়ে
সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না – সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হবে।”
-
সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন, কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন, আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে, তাইতো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে।
-
মনের মানুষ সবসময় দূরে থেকেও ভীষন কাছে তাই তো তোমায় ভালোবাসার একশটা কারণ আছে তোমার চোখের ভাষা জাগায় আশা আমার প্রাণে আমি কেবল জানি তোমার নামের হাজার মানে
-
নলহাটী শহরে প্রচুর অভাব !
কারো শিক্ষা,
কারো ভালোবাসা,
কারো আবার ভাতের!
কারো মানুষ্যত্বের ,-
স্বাধীনতা
দিনটা সেদিন 1947এর 15ই আগাষ্ট পরাধীনতার গ্লানি থেকে বেরিয়ে আসল সমাজ!!
স্বাধীন রবি উঠল সেদিন ভারত মাতার বুকে প্রকৃতি তখন ভীষন খুশি স্বাধীনতার সুখে!
এত বীরের বলিদান হল যখন সফল পিছন ফিরে তাকিয়ে দেখি তারাই নেই তখন রক্তে ঋনী করল মোদের দিয়ে ভারত মা কে দুধের দাম!! হে ভারত মাতার বীর সন্তান লহ্ প্রনাম!
শুভ সকাল
*Happy Independent Day-
বাবা ,
তুমি কোথায় আছো ,
কোন যে অজানায়
চোখ যে আমার ,
খুজে খুজে ক্লান্ত হয়ে যায় । হঠাৎ করেই মনে হয় ,
তুমি রয়েছো আমার পাশে , আমার মাথায় হাত বুলিয়ে বলছো যেন , কাদিঁসনে বাবা চেয়ে দেখ – এইতো আমি তোর কাছে ৷ -
চোখের তারায় তুমি যেন হাজার দীপের আলো ।
কেন বাবা , হারিয়ে গেলে তোমায় ছাড়া , লাগেনা আর ভালো ॥
পৃথিবীতে জন্ম আমার , ছিল কি ভূল
স্বার্থপর এই দুনিয়ায় , দিচ্ছি তার মাশূল ।
তুমি যদি থাকতে বাবা , দুঃখ হতো না
স্বপ্নগুলো রঙ্গিন হয়ে , মেলে দিতো ডানা ॥-
তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথে করো! কারণ এতে তুমি জিততে না পারলেও কিছু শিখতে পারবে! মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ পরিণত করা। মূর্খের ভুল শুধরাতে গেলে, সে তোমায় ঘৃণা করবে।
-
যখন লক্ষীর ভান্ডার ৫০০টাকা
তখন আলুর দাম ১৪ টাকা।
যখন লক্ষীর ভান্ডার ১০০০টাকা
তখন আলুর দাম ২৮ টাকা।
লক্ষীর ভান্ডারে ১০০০ টাকা দিয়ে কারেন্ট বিলে ৩০০০ টাকা
এটাই কি বাংলার উন্নয়ন??-
আমি এক তৃণমূল নেতাকে বলেছিলাম আপনার মেয়েটাকে আমাদের বাড়ির বৌ করতে চাই, দেবেন? স্বভাবতই প্রথম প্রশ্ন আমি কি করি? ওনার মেয়েকে খাওয়ানোর জন্য আমি কত টাকা ইনকাম করি ইত্যাদি। উত্তরটা দিয়েছিলাম এমন :- ফ্রিতে রেশন পাচ্ছি, স্বাস্থ্যসাথি কার্ড আছে, যুবশ্রীর টাকা পাই, 100দিনের কাজ করি, আপনার মেয়ের কন্যাশ্রী, রুপশ্রীর টাকায় বাকি জীবনটা ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো, তাছাড়া মাথার উপর দিদি আছেন, বাপের একমাত্র ছেলে, বাড়িঘর সব আছে, আর কি চাই? মাথা নিচু করে চলে গেলো, আমাকে আর মেয়েটাকে দিলো না, দিদির দলের লোকের কাছেই দলের প্রশংসা করলাম, তাও মেয়ে দিলো না, দেখা হলে আর কথা বলেনা, আমি কি ভুল করলাম বুঝতে পারছি না
-