Sayani   (বেনামী)
67 Followers · 22 Following

read more
Joined 21 February 2018


read more
Joined 21 February 2018
22 APR 2021 AT 14:30

বিভীষিকাময় ভবিষ্যতের প্রারম্ভেও
তোমার ঐ মায়া জড়ানো চোখটা দেখতে চাই,
যে চোখে আমার দশটা বসন্ত জড়ানো
যে চোখে আমি শুধু আমাকে খুঁজে পাই!

-


28 APR 2020 AT 20:05

কথা বাড়িয়ে সেটুকু আর শেষ করতে চাইনা।

-


28 APR 2020 AT 19:55

অসমাপ্ত গল্প (শেষ)

জানোতো একটা ঈচ্ছে আছে জড়িয়ে ধরে রাখবো একটু কিন্ত তোমায় জড়িয়ে ধরলে তোমায় ফেলে আর যেতে পারবো না, পিছুটান বড় অসহায় করে দেয় মানুষকে,....শুধু তোমাকে ভালো দেখবো বলেই তোমার থেকে দূরে যাচ্ছি....তাকে বলে দিও আমার সব থেকে দামি জিনিসটা তাকে উপহার দিলাম যত্ন করে রাখতে বলবে কেমন.....আর পারলে কোনো এক জন্মে আমাকেও একটু তার মতো করে ভালোবেসোত....ভালো থেকো..আসি তবে....।

-


28 APR 2020 AT 19:49

অসমাপ্ত গল্প (৪)

সত্যি বলছি তোর সাথে কথা বললেই খুব রাগ হয়...অন্য কাউকে নিয়ে এতো jealousy আসলে ভালোবেসেছিলাম আগলে রেখেছিলাম কিন্ত আটকে রাখতে পারবোনা....আমার পাগলামো গুলো যা আজ তোর খুব খারাপলাগে দেখবি আমি চলে গেলে অনেকদিন পর হলেও সেটা মনে করে ভালো লাগবে। সম্পর্ক ছিল, অভিমান ছিল, ফিরে আসার ইচ্ছে ছিল, ফিরিয়ে নেওয়ার অপেক্ষা ছিল তাই করেছিলাম, এখন আর কিছুই বাকি নেই।

-


28 APR 2020 AT 7:52

অসমাপ্ত গল্প(৩)

তবে এতোটাও খারাপ না আমি..একদিন না বলেই কথা শেষ হবে আমাদের...সেদিন তোর আর আমার ভুল গুলো নিয়ে কোনো অভিযোগ থাকবে না...তোর পছন্দের পারফেক্ট মানুষটার সাথে থাকলেও কোনো এক রাতে "কিরে আর একটু কথা বল না?এখুনি রেখে দিবি"এই কথাটা হাসাবে ভাববি একটা পাগলকে চিনতাম...

-


28 APR 2020 AT 2:12

অসমাপ্ত গল্প(২)

তুই ভাবিস হয়তো আমি কিছুই বুঝিনা...যদি সবই বুঝছি বলে দিতাম তাহলে তো ছেড়ে যাওয়ার আগে এই কটাদিন ও তুই আমাকে আর বোঝাতিস না....ছোটো থাকতে তো সবার ভালোলাগে আমার তো শুধু তুই ছিলি হারিয়ে ফেললে যে বড্ড একা লাগতো তাই এটুকু মিথ্যে বলে রেখে দিয়েছি তোকে।

-


28 APR 2020 AT 2:10

অশমাপ্ত গল্প(১)

এখন আর আমি অভিমান করিনা....এখন জেদি বদমেজাজি মেয়েটা তোকে তার সব থেকে অপছন্দের মানুষটার সাথে দেখেও রাগ করেনা,তবে কোথাও এমন একটা কষ্ট হয় যেটা মেনে নিয়ে হাসতে হয়,যা বারন করা আমার অধিকারের বাইরে।
এতদিন তবু ফিরে পাওয়ার কথা ভাবতাম এখন তোকে বড্ড ভাল দেখি ওখানে...তাই আমি চলে এলে তোর একটা অসুবিধা মিটবে।

-


27 APR 2020 AT 2:51

সবাই বলে ভালো না বাসতে.. আচ্ছা একটা কারন বলোতো?
-কারন নিজের ভালোবাসার মানুষটাকে সব টুকু দিয়ে ভালোবাসার পরেও তার কথায় তার চোখে তার কোনো অন্য কাছের মানুষের জন্য সবটুকু ভালোবাসা ভালোথাকা দেখতে অনেক মনের জোড় দরকার হয়,সবার থাকেনা।তবে একটা হাস্যকর জিনিস কি জানো ভালোবাসা খুব ব্যাক্তিগত বলে দিলে বড্ড সস্তা হয়ে যায়।🙂

-


11 MAR 2020 AT 1:34

You Don't and still i love you most🙂🙂

-


2 APR 2019 AT 22:44

"স্মৃতি"
সারাদিনের ক্লান্ত শরীরটা যখন বাড়ি আসার সময় ট্রেনের জানলার ধারের জায়গাটা পায় তখন তথাকথিত অনেক ভাবনায় ঐ এক দু ঘন্টা মন থেকে দূরে চলে যায়, সেরকমই সুমি ও রোজকার অভ্যাস মতো হেডফোনটা বার করছে হঠাৎ পাশে বসা মেয়েটির কথা কানে এলো,সে তার বন্ধু বা হয়তো মনের মানুষকে বলছিল "আচ্ছা আমি কি তোর এতই পর হয়ে গেছি যে অভিমান টুকু বুঝিস না আর মানাস ও না, have you remember our last meet..,আগে তো দেখার জন্য কতো বলতিস এখন কি একবারও ইচ্ছে করে না,u completely change neel" বাস এইটুকুই শুনেছিল একদিন এই কারনগুলোই কতবার না বুঝিয়েছে রাহুলকে কিন্তু তখন সে গুরুত্ব দেয়নি কে জানে আজও রাহুল বুঝেছে কিনা সুমির মন খারাপের কারনগুলো, সময় চলে যায় আর অনেকদিনের সম্পর্কে এভাবেই অবহেলার ছাপ লাগে,কিন্তু এখন আর ভাবার সময় নেই অনেক তাড়াতাড়ি ভালো সময় গুলো চলে যায় ।

-


Fetching Sayani Quotes