কিছু কিছু ভালোবাসা দিনের শেষে,
মূল্যের কাছে মূল্যহীন হয়ে পরে...।
-
বুঝলে প্রিয়;
আজ আর কোন অভিযোগের সীমারেখা নেই,
যেটুকু রয়েছে সেটুকু অভিমান,
যেটা তোমায় আর কখনই বলার নয়।
-
Parisaan karta tha na
Mera bolna tumhe...???
Aab batao; pasand ageya,
Meri khamoshi...
-
প্রথম দিনের ক্লাসরুম,ঘড়িতে ঠিক বারোটা।ক্লাস শুরু হতেই দেখেছিলাম তোমায়।খোলা চুল আর ব্ল্যাক টপে।তারপর ক্লাস পালিয়ে গঙ্গার ঘাট হাতে হাত দিয়ে সুর্য ডোবার অপেক্ষা...।তুমি তখন সেকেন্ড ইয়ার আর আমার কলেজের শেষ দিন।তারপর থেকে শুরু চাকরির খোঁজ।প্রতিদিনের ব্যাস্ত সময়ে বারলো তোমার আমার দুরত্ব।ব্যার্থ প্রেমিকের মতো যখন তোমার সামনে এসে দাঁড়াতাম কাঁধে মাথা রেখে বলতে আর একবার নীল।ভয় হত খুব।তোমায় হারানোর ভয়।বুঝিনি সেদিন,বুঝতেও দাওনি হয়তো তুমি ফিরতে চাইছো,হারিয়ে যেতে চাইছো ভীষণ ভাবে...।হারিয়ে যাওয়া এতোই সহজ তাই না...!!তোমার পরে যখনই কেও মনের ওপর ভালবাসার চাদর জড়াতে এসেছে তখনি ভালবাসার ঘরে জমেছে মেঘ...।আর আবেগ গুলো ঝরে পড়েছে দুচোখ বেয়ে।চলে যাওয়া এতটাই সহজ তাই না...??
তুমি যাওয়ার পর নিকোটিনটাই আমার মন খারাপের সঙ্গী।বলেছিলাম তো তুমি চলে গেলে বড্ড এলো মেলো হয়ে যাবো। তুমি যাওয়ার পর নিজেকে ঠিক আগের মতো গুছিয়ে উঠতে পারিনি। বেলা শেষে বলেছিলে"ইউ ডিজার্ভ বেটার"।
হয়তো এমন ভাবেই সম্পর্ক গুলো ইতি টানে এই একটা কথা দিয়েই।তারপরে হয়তো বাড়তে থাকে দূরত্ব,সময়,দিন...
হয়তো এমন ভাবেই ডাইরির শেষটা জুড়ে পরে থাকে স্মৃতি...
-
নগ্ন শরীর যখন ছুঁয়েছিল বুক
আলিঙ্গনে বেঁধেছিল তোমায়,
চিৎকার করে বলেছিলে ভালবাসি
সেই ভালবাসা নাকি আজ অভিনয়...!!
-
মনে পরে শেষ বিকেলের কথা! গঙ্গাপাড়ে জলে পা ডুবিয়ে কাঁধে মাথা রেখে যখন সন্ধে নামার গন্ধ নিচ্ছিলে প্রাণ ভরে,ঠিক তখনই আঁচ পেয়েছি তোমার ফিরতে চাওয়ার ব্যাকুলতার।আর শব্দমেলার সাথে যেন বন্ধুত্ব পাতিয়েছি নিজেরই অজান্তে।তবুও হার না মানা লড়াই করেছি নিজের সাথেই।কখনও হয়তোবা ভেবে ওঠা হয়নি আমাদের স্বাপ্নের মহল ভেঙে যাবে একদিন।
সম্পর্ক ভাঙে অজান্তেই,তবু কোন এক বুক চিন-চিন থেকেই যায় অবকাশে।ভীষণ ভাবে বলতে ইচ্ছে হয় কেনো করলে এরকম...?নিকোটিনের আগুনে নিজের অবকাশে যেন শাস্তি দিচ্ছিলাম তোমায় ছোঁয়ার অপরাধে।তোমার সমস্ত স্মৃতিগুলো বার বার চেয়েছি শেষ করে দিতে,তবু কই পারলাম না তো...!তারা হয়তো আমার কাছে যত্নেই আছে।বীজগনিতের সূত্র ধরে এসে এতগুলো দিন পরে উত্তরটা অমিলই রয়ে গেল...
তাই হয়তো কোন ঘুম না হওয়া রাতে কি়ংবা একলা দুপুরে বার বার নেমে আসো তুমি,রক্তাক্ত করে দাও আমায়।ভুলতে চাইলেই কি আর ভোলা যায়!চেস্টাও করেছিলাম তোমায় ভুলে যাওয়ার,কিন্তু প্রতিটা ক্ষণে এক তুমি নামের শূন্যতা জরিয়ে ধরেছে আমায়।নেশার ঘোরে কতো কি বলেছি তোমায়।তারপর নেশা বাড়লে নিজেকে শপে দিয়েছি তুমি নামের শূন্যতায়...
-