QUOTES ON #কার্তিক

#কার্তিক quotes

Trending | Latest
5 NOV 2023 AT 6:31

কার্তিকের প্রভাতে
শিশির ভেজা ঘাসে🍀
প্রভাকরের চাওয়াতে🌞
দুয়ারে রৌদ্র আসে।

হেমন্তের দ্বিপ্রহরে
দিবাকরের কিরণ রূর্যে 🌄
তাঁরা সকলে ব্যস্ত রে
জমিতে ধান কাটার কার্যে ।।🌾


-


18 JUN 2021 AT 22:26

যাচ্ছিলাম পথে একা হল জৈষ্ঠের সাথে দেখা
বলল সে আমিও যাব পথের সঙ্গী হব।
ঘুরে বেড়াব কাশ্মীর ,পশ্চিমঘাট
সে পথে জুটল আরেক আষাঢ় নাম তার
না নিলে কেঁদে ভাসাবে নিতে হল হঠাৎ।
সে পথে শ্রাবণ এল ঘন মেঘের বর্ষা নিয়ে
নিতে হবে আমাকেও হয় সিমলা নয়ত বিহার
এদের নিয়ে রক্ষে নেই ভাদ্র আবার জোটে
কিগো! সবাই ভুলে গেছো আমায়?
আমার বাপু বায়না নেই কি কলকাতা কি কালিঘাট!
আশ্বিন বলে যাচ্ছ কোথায় দলবেঁধে?
নকশিকাঁথা নাকি তেপান্তরের মাঠে?
ভুলে গেলে ক্ষতি কি? আমি নিজেই এসেছি।
বাকিটা ক্যাপশনে..

-


17 NOV 2022 AT 9:51

'কার্তিক'

দেবতা শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিকেয় বা কার্তিক। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। প্রাচীন যুগ থেকে অতি আধুনিক যুগে আজও একইভাবে কার্তিক পুজোর চল আছে।

প্রতিটি পিতামাতাই আকাঙ্খা প্রকাশ করে কার্তিকের মতো সুন্দর সন্তান লাভ করার। কারণ সুন্দর জগতকে মোহিত করে। অন্তরের সৌন্দর্য্য জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞার সাথে মিশে মানুষকে আরও বেশি সুন্দর করে তোলে।

আমরা বাইরের সুন্দরেই এতটা চমকিত হই যে, চিন্তা করে দেখিনা অন্তরটা কতটা সুন্দর হলে বাইরেটা সকলকে মোহিত করার মতো সুন্দর হতে পারে! তাছাড়া আজ সামাজিক গণমাধ্যমের কারণে চিত্তবিক্ষেপের জন্য আমরা অনেকেই তো চিন্তা করতেই ভুলে গিয়েছি।

পরিশেষে একথা স্বীকার করতেই হবে যে সমস্ত গুণই একেবারেই অর্থহীন, অধ্যাত্ম্য ছাড়া। তাই সকলে আজ 'কার্তিক' হতে পারেনা।

-


22 OCT 2022 AT 12:53

কার্তিকের এই আকাশ ও বাতাস তোমাকেও কী ডাকে?
আকাশ জেমনি ডাকে ফিরতে থাকা অজস্র পাখিদের আস্তানার খোঁজে,
মাটির তল জেমনি ডাকে ঢুকতে থাকা অজস্র সবুজদের ঘুম পাড়াবার জন্য,
বাতাস জেমনি ডাকে ঠান্ডা নিঃশ্বাস ফেলে কাউকে ঘর ফেরার জন্য,
ডাকে কী তোমাকেও এমন ভাবে জেমন ডাকে আমাকে?
এক দিন সাড়া দেবো এই ডাকে আমি, কাশ হয়ে যাবো আকাশের বুকে,
তুমি দেখো দু চোখ ভরে আমি চুপিচুপি বাসা বেঁধে নেবো তোমার মনে ঢুকে।।

-


17 NOV 2021 AT 23:55

ধর্মের বাণে শুদ্ধত্ব লাভ করুক সব মন-প্রাণ-ধন,
তোমার সন্তানরা যেন থাকে দুধে-ভাতে, হে ষড়ানন।

-


17 NOV 2021 AT 16:08

অনুরোধ রাখতে সবার
এসেছি তোমার ঘরে,
দিও না গো ফিরিয়ে তোমরা
অভিমানী মন করে,
অল্পেতেই খুশি আমি
থাকবো তোমাদের ঘরে,
হাসি মুখ যেন থাকে সবার
আমার আগমনে,
আপন হতে চাই না আমি
রেখো হৃদয় জুড়ে,
দেখবে তোমরা থাকবে সুখে
পারিবারিক বন্ধনে।

-


17 NOV 2021 AT 9:48

সুহৃদরা অপারেশন করেছে সন্ধ্যে-রাত-সকাল।
আজ দেবসেনাপতিকে পেয়েছে অনেক কপাল।
কেউ কোলে নিয়ে ঢুকেছেন ঘরে,
কেউ দরজা খুলেই দেখেন তিনি বসে ময়ূরের ওপরে।
কার্তিক মানেই ছেলের আকাঙ্খা তা তো নয়...;
সুস্থ শিশুই যেন পিতা মাতার কাম্য হয়।
যতনে পুজো তারে,
আদরে রেখো কার্তিক লক্ষী যেই আসুক ঘরে।
©রূপম ভৌমিক🌿

-