'ত্যাগ'
আমরা ত্যাগকে যতটা সহজ ভাবি সেটা একেবারেই নয়। ভোগের বাসনা নিবৃত্ত নাহলে, সহজ কথায় ভোগ সম্পূর্ণ নাহলে ত্যাগ হয় না। সুখ যেখানে আছে তার ছায়ার মতো বিপরীত প্রান্তে অসুখও আছে। মানুষ যখন অসুখের হাত থেকে বাঁচতে সুখকে বেছে নেয়, অর্থাৎ চরম ভোগবাদী জীবন বেছে নেয়, সে তখন বদ্ধ হয়ে পড়ে। সেই মানুষ সুখ লাভ করছে মানে তাকে আবারও দুঃখ ভোগ করতেই হবে। এই সুখ-দুঃখের চক্র ভেঙ্গে গেলেই ত্যাগ আসে, মুক্তির পথ উন্মোচিত হয়।-
'ব্যর্থতার গল্প'
"Don't read success stories, you will only get a message. Read failure stories, you will get some ideas to get success".— APJ Abdul Kalam
আমরা যখন তথাকথিত 'মোটিভেশন' চাই তখন একটা সেল্ফ-হেল্প বই খুলে বসে পড়ি অথবা সফল মানুষের লেখা কিছু কথা নিয়ে। কিন্তু আমরা একেবারের জন্যও তাকাই না সেই ব্যর্থ মানুষদের দিকে যারা অনেক, অনেক চেষ্টা করেছিলেন, ভাগ্য তাদের অনেকভাবে উপহাস করেছিল, তবুও তারা কাঙ্খিত সাফল্য পাননি। পরিবর্তে প্রায় সমস্ত ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। সেই সমস্ত মানুষকে দেখে অনেকের করুণা হয় তবুও.... একটা ছেদ পড়ে যায়।
জীবনে অথবা ভালোবাসায় যখনই ছেদ পড়ে তখনই আবার নতুনভাবে শুরু করতে হয়। নতুনভাবে শুরু করতে না পারলে মানুষ সেইখানেই যন্ত্রণা ছটফট করে। তাই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির সেই কথাটিকে মেনে নিলে, সাফল্যের থেকে ব্যর্থতাই সবচেয়ে বেশি শিক্ষা দিয়ে থাকে।-
'অতিক্রম'
বর্তমানের এক অন্যতম ট্রেন্ড হল অপরকে 'অতিক্রম' করে যাওয়া। সংবাদপত্রের শিরোনামে একটু চিত্তাকর্ষক হয় 'ছাপিয়ে যাওয়া' শব্দটি। কিন্তু যারা সত্যিই অতিক্রম করে যায় তারা কিন্তু বাগাড়ম্বরে ছাপিয়ে যায় না।
সূক্ষ্মভাবে দেখলে প্রকৃত ছাপিয়ে যাওয়ার ভিত্তি হল চিন্তা। মানুষ নিজের লক্ষ্যকে যদি স্পষ্ট করতে পারে তাহলে সেই মানুষ ঐকান্তিক চেষ্টা করলে লক্ষ্যপূরণের পন্থাও লাভ করে। সেই পথে দীর্ঘকাল টিকে থাকাই কাঙ্খিত সাফল্য এনে দেয়।-
'অগ্নি'
অগ্নির এক প্রমত্ত রূপ হল 'অগ্নিকান্ড'। পরিবেশে এক ব্যাপক অগ্নিকান্ড মুহুর্তে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। একইরূপে অগ্নি মনের মধ্যেও সমস্ত কিছু ঝলসে দিতে পারে। অগ্নি শুদ্ধ করে। দুই পরিস্থিতিতেই সৃষ্টিকর্তার আশীর্বাদে আবার নতুনভাবে আরম্ভ হয়। হৃদয়ের মধ্যে সামান্য হলেও বহ্নিশিখা থাকা প্রয়োজন। অসময়ে সেই শিখা হয়ত নিজেকে অথবা অন্য কাউকে পুড়িয়ে দেয়, তবে সেই শিখাই একজন মানুষকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করে। কারণ সে নিজেও তো ধিকধিক করে হলেও সবসময় জ্বলতে থাকে..... সে থামা জানে না!-
'সুস্থায়ী উন্নয়ন' (Sustainable Development)
সন্মিলিত জাতিপুঞ্জের কারণেই জনপ্রিয় হয়েছে এই 'সুস্থায়ী উন্নয়ন' শব্দটি। যদিও তার অর্থ ও বিস্তার পরিবেশ থেকে অনেক ব্যাপক। পরিবেশের সীমানা অতিক্রম করে সুস্থায়ী উন্নয়নকে আমরা যদি ব্যক্তিগত জীবনেও মানতে পারি তাহলে কেবলমাত্র "অর্থ আছে, শান্তি নেই" অথবা "শান্তি আছে, অর্থ নেই" এই বৈপরীত্য থাকবে না। এই বিষয়টা এতটাই সরল যে কেবলমাত্র খুব সহজ-সরল চিন্তাভাবনার মানুষ ছাড়া কেউ তা' বুঝতে পারে না। জীবনের বৈশিষ্ট্যই হল জীবনের সবচেয়ে বড় ধাঁধা।-
অণুগল্প:- 'জট'
এক বৃষ্টিস্নাত মেঘলা দিনে লেখকের মনে পড়ে যায় সেই ছোটবেলার ঘুড়ি ওড়ানোর কথা। অপরের একটা ঘুড়ি কাটার আনন্দ আর নিজের ঘুড়িটা কেটে যাওয়ার দুঃখটাই পৃথিবীর সবচেয়ে বড়ো মনে হত! লাটাইয়ের অনেক সুতো মাটিতে পড়ে থাকার পরে একবার জট পাকিয়ে গেলে মনে হত পৃথিবীটা সূর্যের উপরে ভীষণ অভিমানে যেন তাকে প্রদক্ষিণ করা থামিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেও সেটা খুলতে না পারার পরে হঠাৎই যখন নিজের থেকেই একটা ফাঁস খুলে যেতেই জটটা খুলে যেত তখন মনে হত "ভগবান কী ভালো!" আজও,,, সবকিছু,,,, শুধু এক ছাড়া!-
'স্মৃতি'
স্মৃতি বড়ো বেয়াদপ। সে মনিবেরও শাসন শুনতে চায় না। স্মৃতি সম্পর্কে ছোট্ট মূল্যবান কথাটা হল স্মৃতি কোনো বাছ-বিচার করে না। অর্থাৎ কোনো মানুষ কেবলমাত্র একটি বা দুটি দিকে নিজের স্মৃতিকে কাজে লাগালো অথচ স্মৃতি সেই মানুষের অন্য কোনো দিকে প্রবেশ করবে না– তা' সম্ভব নয়।
যে মানুষ মানসিকভাবে খুব দৃঢ়, অবাঞ্ছিত স্মৃতি সেই মানুষকেও মুহুর্তে ঘেঁটে দিতে পারে। সেরূপ স্মৃতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিবিড় অনুশীলন প্রয়োজন। স্মৃতি তোমার কাছে যতবার পরাজিত হবে, মনে রাখবে তুমি ততটাই তোমার পুরনো 'তুমি'-কে ফেলে অনেক দূরে এগিয়ে চলেছ..... জীবনের আরেকটা মজার কথা হল সকলের সাথে মিশতে হবে কিন্তু তাদের মাঝে নিজেকে হারিয়ে ফেললে চলবে না।-
'সৌভাগ্য'
এই পৃথিবীতে 'সৌভাগ্য' বলতে আমরা প্রথমেই যেটা বুঝি সেটা হল অর্থ, সম্পদ ও খ্যাতি। তবে এই সৌভাগ্যের পূর্বে একটা 'প্রকৃত অর্থে' যদি যোগ করা হয় তাহলে আপাতভাবে অনেকের কাছেই 'কেমন একটা' লাগে। কিন্তু সেই প্রকৃত অর্থে 'সৌভাগ্য' হল শুভ। সেই শুভ কেবলমাত্র একটি অথবা দুটি ক্ষেত্রে শুভ নয়, যেদিকে সেই মানুষ দৃষ্টি ফেলে সেদিকেই শুভ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কেবলমাত্র তাকেই 'সৌভাগ্য' বলা যায়, পার্থিব সৌভাগ্য তো ক্ষণস্থায়ী মাত্র!-
'শয্যাসঙ্গী'
'শয্যাসঙ্গী' শব্দটির অর্থ শয়নকালে সঙ্গদানকারী। এই শব্দটি হঠাৎ করে শুনলেই অধিকাংশ মানুষের বুকটা কেমন যেন একটা করে ওঠে। তবে এই শব্দটির অর্থ গভীর। এই শব্দটির অর্থও দ্বিবিধ। আইবুড়ো ছেলে বা মেয়েদের কাছে তার এক অর্থ আবার বিবাহিত ছেলে-মেয়েদের কাছে তার অন্য অর্থ।
তবে সঠিক শয্যাসঙ্গী নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। খুব কম সময়ের জন্যও কেউ যদি ভুল শয্যাসঙ্গী পেয়ে থাকে তাহলে সে বুঝতে পারে যে একটি রাত্রি আর আর একটি পূর্ণ জীবন কত দীর্ঘ হতে পারে! তখন আর খুব বেশি সুন্দর-সুন্দরী, চাকুরীজীবি-ব্যবসায়ী, বয়স কম-বেশি ইত্যাদি নিয়ে আর ভাবনা আসে না। তখন মনে যে বাস্তববাদী চিন্তা আসে তা' হল— আমার চিন্তার সাথে আমার পাশের মানুষটার চিন্তা মিলছে তো, তার হৃদয়ের গভীরতার কাছাকাছিও আমার মনটা যেতে পারছে তো ইত্যাদি!-
'অস্থিরতা' (Volatility)
জীবন থেকে অর্থের বাজার কোনো স্থানেই আমরা অস্থিরতা চাই না, বরং বলা ভালো আমরা ভয় পাই। আমরা কল্পনা করি সুন্দর, স্থির এবং বর্ধনশীল জীবন। কিন্তু স্থির এবং বর্ধনশীল জীবন একত্রে সম্ভব নয়। বৃদ্ধির (গ্রোথ) জন্য সামান্য হলেও অস্থিরতার প্রয়োজন, জীবন নাহলে নিস্তেজ হয়ে পড়ে।
অতীতের থেকে বর্তমানের দূরত্ব যতটা বৃদ্ধি পেতে থাকে জীবনের অভ্যন্তরে ততটাই গতির সঞ্চার হয়েছে বলে মনে করা হয়। যদি সেই গতি ইতিবাচক হয় তখন তাকে বৃদ্ধি (growth) এবং নেতিবাচক হলে তাকে হ্রাস (decline) বলে।-