আকাশ হতে বৃষ্টি হচ্ছে অবিরাম 🌧️
গরম থেকে সবাই পেলো কিছুটা আরাম💙
আষাঢ় মাস পেরিয়ে আসছে শ্রাবণ 🍀
সব সময় প্রফুল্লিত থাকুক সকলের মন।❤️-
চেষ্টা করি কিছু লিখতে✍️
সামান্য ত্রুটি হলে চেষ্টাতে°ω°
ক্ষমা করবেন আমাক... read more
চারিদিকের সুন্দরতা
সবুজ পাতায় পাতায় 🍀
পাখিদের কথায় কথায় 🐦
গ্রামের ছোট পুকুর পারে
একটি বালক মাছ ধরে। 🐟
ফুলের বাগানে খেলা করে প্রজাপতি 🦋
নানান রঙিন ফুলে সেজে ওঠে প্রকৃতি 🌺
গাছ পালা সহ এই পরিবেশ সুন্দর ও শান্ত 🌴
এই অপরুপ পরিবেশই দূর করে দেয় সব ক্লান্ত। ❤️
পাখিদের কিচরমিচির সেই মধুর ডাক 🕊️
গুনগুনে করে আসে মৌমাছির ঝাঁক।🐝
-
প্রিয় দিদিভাই
বলো তো কি বা দেই তোমায় এই শুভ দিনে
এটাই প্রার্থনা করি সুখে থেকো প্রতিটি ক্ষণে
ভালোবাসা কাছে এসে দূরে সরে যাক সকল অবহেলা
তোমার জীবনে থাকুক কেবল মাত্র শান্তির মেলা
এই ছোট কবিতা ছাড়া কি আর দেবো তোমায়
YQ এ প্রথম থেকে তুমি তো অনেক কিছু দিয়েছো আমায়
আজকের দিনে কামনা শুধু একটাই
সব সময় ভালো থাকুক আমাদের দিদিভাই-
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো
ফিরে আসে বারে বারে
সময়ের ঘড়ির কাটা ধরে
স্মৃতির চাকায় আসে ঘুরে
সব দুঃখ এই মনের দুয়ারে।-
প্রিয় মানুষের জন্মদিন
২০০০ সালের ভোরের বর্ষায় জুন মাসে
পৃথিবীর প্রথম আলো দেখেছিল সে
আজ ২৪ টি বছর পূর্ণ হলো তার এই ধরণীর বুকে
কামনা করি প্রতিটা মুহূর্তে সে যেন থাকে সুখে।
৩০ শে জুন বঙ্গাব্দের ১৪০৭ সালের ১৫ ই আষাঢ়
তোমার জীবনে শান্তি ফিরে আসুক বারে বার
ঈশ্বর প্রদান করুক শক্তি কঠিন সময়ে
কখনও হয়ো না ভীত কোনো ভয়ে
অন্ধকার দূর হয়ে আসুক আলো
প্রার্থনা করি তুমি সব সময় থেকো ভালো।।-
মেঘেদের মুখ হয়ে রয়েছে ভার
সত্যিই তাদেরও তো হয় মন খারাপ
আমি চেয়ে থাকি কালো মেঘের পানে
আমার সকল মন খারাপের দিনে
আকাশ সঙ্গ দেয় আমায় তখন
আমার এই মন খারাপ থাকে যখন
মেঘ বলে জীবনের উপর করো না রাগ
আমি তোমার সব কষ্টে বসাবো ভাগ
মেঘ ফেটে অবিরত পড়ছে জল
তা দেখে আমার চোখও করছে ছলছল
-
হৃদয় উজাড় করে ভালোবাসা পাঠালাম তোর ঠিকানায়
দূর থেকে ভালোবেসেও অনেক শান্তি পাওয়া যায়
-
মাঝ রাতের সব টুকরো কথায়
অভিমান জমে পাতায় পাতায়
স্তব্ধ থাকে কান্নার আওয়াজ
কষ্ট হলেও হাসিই করে রাজ ।
-
চোখ জুড়ে নেই ঘুম
রাত হয়েছে নিঝুম
ঘুমের ঘোরের নেই কোনো স্বপ্ন
নিদ্রা কেবল জেগে থাকায় মগ্ন-