নীহারিকা 🍁   (নীহারিকা)
77 Followers · 127 Following

Joined 7 July 2019


Joined 7 July 2019

কৃত্তিকা নক্ষত্রে জন্ম হল
জ্যোতিষেরা দিল সাড়া
একদিন ছেলে বড় হবে ,
হবে জগৎ সেরা।।

সেরার সেরা হতে হলে
শিক্ষকই হবে সেরা
বাবা মা দেখাল তাঁকে
মানুষ গড়ার পন্থা।।

বিপদ শত পার করে
যোগ্য হলো খোকা।
মানুষ গড়া ভাবতে গিয়ে
হবু শিক্ষক হল বোকা।

দুর্নীতির চাপাকলে
বন্দী হল খোকা।
ঘুচে গেল স্বপ্ন,
নিভে গেল আশা।

পেটের দায়ে ছুটল খোকা ,
রুটি অন্নের খোঁজে,
ভিন রাজ্যে দিচ্ছে লঙ্গর
ওখানেই যেতে হবে।

ভিনরাজ্যেও অনেক ভীড়
লঙ্গরখানায় পড়ছে টান
একটা রুটি পেতেই হবে
খোকার জীবনের এটাই অভিযান....


-


10 JUN 2024 AT 17:31

জল থৈ থৈ চোখের পাতা
স্বপ্ন ব্যথা , মনের কথা
সত্যি হতে পারে না।
হায়! সত্যি হতে পারে না।
‌ ‌
প্রতিদিন কত নীরবের সুর ..
যায় ভেসে যায় দূর দূর,
তারা কাছে আসতে পারে না
তারা কাছে আসতে পারে না।

প্রতিদিন কত ভালবাসার রং
ফিকে হয়ে যায় এক লহমায়,
হারিয়ে যাওয়ার সেই সুরে
নতুন বাঁশি আর বাজে না।

প্রতিদিন কত,কত স্বপ্ন
আকার পেয়ে রয় দিবারাত্র ।
হয়ত কারো কপাল মন্দ
বেদনা জুড়ে রয় দিবারাত্র ।

প্রতিক্ষণ শুধু নিত্য নতুন,
কালের কাছে সবাই নতুন ।
চিরকাল রবে নতুন ভাষা
বদলে যাবে সময়ের পরিভাষা...
( নীহারিকা)



-


10 APR 2024 AT 6:36

সুখের সন্ধানে ঘুরে ঘুরে,
অবশেষে পথিক ঘরে ফেরে ।
বুঝতে পারে সত্য ,
সুখের খেলা বড় খেলা,
সারা বিশ্ব ধূলিকণা,
সুখ জীবনের পরপারে
তাকে কে অনুসন্ধান করে....

-


15 JAN 2022 AT 6:29

কালের গতি বোঝা দায়! অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে জীবন হলেও বলা যায় সময় কেবল বর্তমানই।বর্তমান-ই জীবন।বস্তুর স্থায়িত্ব যতই বর্তমানে থাকুক না কেন,তবুও মানুষ অতীত আর ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত ।একটা উদাহরণ দিয়েই বিষয়টা বলি , ধরুন আপনি একটি বস্তু পাওয়ার জন্য দিবারাত্র চেষ্টা করেছেন তারপর একটা সময় সেটা পেয়েও গিয়েছেন , কিন্তু তাতে কি আপনার জীবনে বর্তমানে আর ভবিষ্যতে আর কিছু চাওয়ার নেই? অবশ্যই আছে সত্তার অস্তিত্ব খুবই সাময়িক ,এখন যে বর্তমান হয়ত একটু পরেই সে অতীত আর ভবিষ্যৎ ,সেটা তো অনেক দূরের পথ। মানুষ একসময়ের বর্তমান ,যা এখন অতীত তাই নিয়ে এত ভাবে , ভবিষ্যৎ যেন মুখ থুবড়ে পড়ে।

সত্যি কথা বলতে জীবনে বর্তমানই সব,তবে বলবো না যে অতীতের কোনো মূল্য নেই ,অতীতই মানুষকে বর্তমান গড়তে শেখায় , একজন শক্তিশালী যোদ্ধা তৈরী করে।যে অতীত কিছু শেখায় নি,সেটা অতীত ই না।

-


1 OCT 2021 AT 22:18

ছন্দের রাজ্যে ঘটেছে বদল
দিন ফুরোতেই রঙ বদল..
প্রতিপদির অন্ধকারে ঢেকেছে মাঠ,
চিৎকার করে জানাচ্ছে -
বেঁচে থাকার আর্তনাদ।

দিনের কথা শোনেনি যারা
রাতের আঁধারে ঘুমাইনি তারা।
একদিন ভেসে গেছে অন্ধকারের সমুদ্রে,
তবুও বাঁধ ভাঙেনি,
স্মৃতির পাতায় একটুও জল যায়নি,

অবশেষে,
এক জীবন্ত লাশ ভেসে উঠেছে
চারদিকে কেবল গন্ধ ,বিষের গন্ধ।
বিষের গরিমায় ছেয়েছিল যে বুক
সব হারিয়ে এখন সে খুঁজে বেড়ায়
একটু শান্তির সুখ ....

-


3 JUL 2021 AT 11:28

অনেকদিন পর আজ বাড়ি ফিরলাম।মায়ের কাছে এক গ্লাস জল চাইলাম। মায়ের মনটা ছিল অদ্ভুত রকম,যেন লিখে বোঝাতে পারবো না।যাই হোক কিছু বুঝতে পারলাম না । দাদার ছেলে মেয়ে রু আর পুঁটি বড্ড বেশি খুশি, আমাকে বলল জানো তো পিসিমনি! পাশের বাড়িতে একটা বুনু হয়েছে ,মায়ের কাছে গিয়ে আস্তে করে বললাম-মা!পাশের বাড়িতে একটা শিশু এসেছে ,এ তো আনন্দের খবর ,তবে তোমার মনটা খারাপ কেন ?মা বললেন গতকাল তোর মিষ্টি দাদু মারা গেছেন , তুই তো বাড়ি থাকিস না ,তাই শুধু শুধু কষ্ট দেবার জন্য তোকে জানাই নি ।শুনে মনে বড্ড খারাপ লেগেছিল ,কাছের মানুষগুলো কি করে চলে যায় ,আর ফিরে আসে না ।তবে চোখ মুছে ভাবলাম এই তো পৃথিবীর নির্মম সত্য , প্রতিদিনই নতুন প্রাণের সঞ্চার হবে ,সেদিনও শিশুটি কাঁদতে কাঁদতে পৃথিবীর আলো দেখবে ,আর যে পৃথিবী ছেড়ে চলে যাবে , তাঁর পরিজনেরাও তাঁকে কেঁদেই বিদায় জানাবে।মধ্যবর্তী পথগুলোতে থেকে যাবে অনেক স্মৃতি ,যার কখনো মৃত্যুও হয় না ।ন হন্যতে,ন হন্যতে...

-


29 JUN 2021 AT 23:31

একি শোভা তার!
উজ্জ্বল আলো , চঞ্চল ঢেউ
সোনালী পোশাকে আচ্ছাদিত
যেন এক মূর্তিমান পুরুষ,
যেন আকাশ বুকে অবতীর্ণ।
নিয়ত হাওয়ায় দুলছে
চুপিসারে কি যেন বলছে,
এত রূপ তার এত যৌবন
আগে তা দেখিনি ।
ছুটে গেলাম ঘর ছেড়ে,
দাঁড়ালাম ওই শিশু গাছের পাশে
গাছের দোলায় সেও দোলে
মনে মনে যেন আমাকেও বলে-
ওগো ! শুনছো এ সাজ তোমারই জন্য।
প্রতিদিন তুমি আমায় দেখো
কি যেন ছবি আঁকো,
তবুও আমায় বলো না
আমিও তো বড় উৎসুক
আজ আর ছাড়ব না।
বলতেই হবে তোমাকে,বলতেই হবে..
বলেই দিলাম শেষে -
আমি তোমাকে ভালোবাসি..
কিন্তু কিই বা করার আছে,
তুমি তো জড় ,কেমনে পাবো তোমারে
দূর থেকে তোমাকে দেখতে আসা
চুপটি করে দাঁড়িয়ে থাকা,
একটু বৃষ্টির অপেক্ষা
সবই যে নিরর্থকই বটে।
অবশেষে আমি, উত্তর দিলাম তাকে
বোকা মেয়ে! এমন করে ভাবছো কেন
দেহ পাওয়াই কি পাওয়া হয় ?
তোমার আমার মনের মিল
এটা কি পাওয়া নয় ।
দুঃখ হলে চিঠি দিও
বৃষ্টি হয়ে উত্তর দেব তোমায়।
(বাকিটা ক্যাপশনে)

-


29 JUN 2021 AT 22:34

নদী কখনো সাগর হয়ে এসো আমার গ্ৰামে
আমিও তখন ভেলা হয়ে ছুটব তোমার টানে...

-


27 JUN 2021 AT 18:40

মনে আছে তোমার
আমার ওই ছোট্ট ঘরে
সেদিন তুমি এসেছিলে
চোখের পাতায় কত রং
কত স্বপ্ন দেখিয়েছিলে।
আমি তখন আবেগের ভেলায়
দিয়েছি পাড়ি বঙ্গোপসাগর।
ভাবিনি আমি ,এ তোমার অভিনয়
আর অভিনয়ের প্রধান নটী আমি।
কি করে বুঝতাম এক বুক ভালোবাসায়
আমিও হয়েছিলাম অন্ধ ,হয়ত শকুন্তলার মতো
কত সহজে বিশ্বাস করে
হারিয়ে ফেলেছি নিজেকে।
বিশ্বাস না হয় নাই বা করলে
সন্মান না হয় একটু দিতে
আমি যে মেয়ে
এটুকুও ভুলে গেলে।
ভেবে দেখো একবার
তোমারও তো বোন আছে
তাদের সাথেও যদি কেউ করে খেলা
মানতে পারবে তুমি
তুমি তো মহান দাদা।
চিন্তা করোনা তুমি,
হয়ত ঠকেছি আমি,
তবে গুছিয়ে নিয়েছি নিজেকে,
আগের চেয়ে অনেক বেশি করে ।
আজ আর বৃষ্টি আসে না চোখে।
ঝোড়ো হাওয়া বয়না মনে,
আমি তো দিব্যি আছি
তুমিও ভালো থেকো
খেয়াল রেখো নিজের ..

-


27 JUN 2021 AT 18:21

এক আগুনে জন্ম হল
এক আগুনে শেষ‌।
মাঝের ওই দিনগুলিতে
কত স্মৃতি ,কত রেষ...

-


Fetching নীহারিকা 🍁 Quotes