লড়াইয়ের বদলে লড়াই নয়, মৃত্যুর বদলে মৃত্যু নয়,
আমরা কমরেড- অন্যায়ের বদলে বিচার চাই, আমরা কমরেড তাই পরিশ্রমের বদলে পারিশ্রমিক চাই, আমরা কমরেড তাই প্রকল্পের বদলে উন্নয়ন চাই , আমরাই কমরেড তাই তো লড়াইয়ের বদলে বিপ্লব চাই। হ্যাঁ আমি কমরেড তাই পার্টির বদলে আদর্শ করি , হ্যাঁ আমি কমরেড তাই আমার কোনো রং নেই, হ্যাঁ আমি কমরেড তাই আমার কোনো জাত নেই, হ্যাঁ আমি কমরেড তাই আমার দেশের পতাকা ছাড়া আর কোনো প্রতীকী পতাকা নেই, হ্যাঁ আমি কমরেড তাই মনুষত্বের বিপ্লব করি, দুনিয়ার মজদুয়ের পাশে দাড়াই কারণ আমি কমরেড।-
একদিন
একদল কিশোর সমাজচ্যুত হয়েছিল।
স্বপ্ন দেখেছিল নতুন এক সমাজের।
তারা যৌবন পায়নি, পেয়েছিল পিতলের দানা।
লাল সালাম।-
আজ উদাত্ত কন্ঠে,
গাইব জয়গান ৷
আজ রক্তে উঠেছে জোয়ার
পরাধীনতায় জর্জরিত সমাজ,
পুষছি ক্ষোভ ক্ষত বিক্ষোভ
টিয়ার বুলেট সেলে,
রানীও হবে রাজ্যচ্যুত
তুমিও রেখো জেনে ৷
শিকলে মোড়া এই সমাজ
আবার মুক্ত হতে চায়,
ভীষণ হঠাৎ যুদ্ধ হবে
ব্যারিকেড যাবে ধুলোয় মিশে!
রানী তুমি তৈরী থেকো
লাল আবেগের ভীড়ে,
ভাবছো তুমি শূন্য এরা
কি আর হবে এতো ভেবে?
ফিনিশ নয় ফিনিক্সের জাত আমরা!
একটা লেনিন মরলে জেনো
হাজার লেনিন হবে ৷ ৷
-
একটু একটু করে মারছিস তবুও মরেও না মরছি
পাগল,আমারা ফিনক্স পাখির জাত -
ষ্পর্ধা দেখ তবুও
লাল নিশানটাকে হাতছাড়া না করছি..-
আজ অনেকদিন পর আবার হারলাম। আজ অনেকগুলো মানুষের হার হলো। কিন্তু আজ লড়াইটা আবার শূন্য থেকে শুরু হলো। কমরেডরা হেরে ভেঙে পড়তে জানে না। তারা তাদের মতাদর্শ নীতি নিয়ে এগিয়ে চলতে জানে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করি আর সেই লড়াইটা চলবে। কোভিড মোকাবিলাতে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি সেইভাবেই চালিয়ে যাবো। নতুন ভোরের আলো আবার ফুটবে।
লাল সেলাম ✊✊❤-
"যতবার হত্যা করো জন্মাবো আবার
দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস"
-
ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার নাম লেনিন,
রাষ্ট্র মেরামতের স্বপ্ন দেখায় লেনিন-
চোখে চোখ রেখে কথা বলার সাহস জোগায় লেনিন
-
বারুদের ডাক, বসন্ত ছুঁয়ে যাক।
হবে দেখা আবার মিছিলে,
আহত ডানাটাকে পুষে রাখো ইকরাস,
লাল আবেগের যতনে।
গিটার কর্ড পরিচিতর ডাক,
ফিনিক্সের স্পর্শ হৃদয়ে।
কোনও এক বাঁকে, দেখা হবে কমরেড
ইনকিলাবের স্লোগানে✊-
দাদা কিছু লোক
এখনো আবালের জায়াগায় পৌঁছাতে পারেনি
তাদের মধ্যে তুমি ও আমার মতো কিছু আছে
যাদের নামের আগে কমরেডটা না বললে
নামের সৌন্দর্যটা ঠিক আসেই না-