Bijoya Saha   (Bijoya Saha)
104 Followers · 3 Following

যে হারিয়ে যেতে চায় তাকে হারিয়ে যেতে দাও
Joined 26 December 2019


যে হারিয়ে যেতে চায় তাকে হারিয়ে যেতে দাও
Joined 26 December 2019
20 JUL 2024 AT 16:44

রাজাকার

৭১,৭২ লাশের সংখ্যা আজ ৭৪।
ওই ব্যাটারা যারা আজ নাম দিল রাজাকার,
সেই ব্যাটারে প্রশ্ন করি তুমি কার আমি কার?
দেশদ্রোহের নাম দিয়ে আজ যারে পড়াইলি হাতকড়া ,
সেই হাতেতেই এসেছিল তোদের এই দেশ গড়া।
দেশের জন্য দশের জন্য দেশটারে করলি দ্বেষে,
আবু সাঈদ কে থামাতে আজ গুলি করলি শেষে।

হায়রে স্বৈরাচার! কারে কয় রাজাকার?
হায়রে স্বৈরাচার! কারে কয় রাজাকার?

অধিকারের নামে আজ যাদের হইলো নিপাত,
কোটাপ্রথার সংস্কারে, পড়লো তাদের - লাশের পর লাশ।
রাজপথে আজ রাইফেলের ধোঁয়া, বুক চিতিয়ে আমার ভাই,
সমানে সমানে টক্কর হোক এটাই চাই এটাই চাই।
পুলিশ নামায়, সেনা নামায় ,raft নামায় তোমার সরকার ,
শিক্ষা নিয়ে রাজপথে আজ দাঁড়িয়ে আছে রাজাকার।
চুপ করে বইসা আজ, আওয়াজ তুলতে ডরাস?- তোর শিক্ষা কইরে?
লাল সবুজ পতাকা আজ পুরোটাই দেখি লাল রে।
“কোটা না মেধা” -লড়াইয়ে আমার ভাই বোন মরে রাস্তায় ,
ঝরঝরে প্রাণ গুলোকে আজ কুপায়া ফেললি সস্তায়।
‘সেজানের’ গানে ওঠে “জোর যার মুলুক তার” ,
তার আগেই প্রশ্ন করে বলো ভায়া মুল্লুক কার?
তাইতো ডাক উঠেছে রাজপথে আজ তোমার নাম আমার নাম রাজাকার রাজাকার।।

-


8 FEB 2024 AT 13:39

অনেকটা পাহাড় অনেকটা ফুল
অনেক জোনাকি আর কিছু ঘাসফুল,
পুরনো গল্পের ....পাতা ওল্টায়
তুমি কাছে আসোনি, আর পাহাড়টা আজ অনেক দূর.....
আমি কি হায় একলা পথে দাঁড়িয়ে.,..
এ শহরের বুক চিরে দিগন্তে দিই ছুট ,
পিছু ডাকের মায়া নেই ....মায়া নেই

-


6 FEB 2024 AT 23:38

তোমার আমার গল্প বাকি আছে,
এক কাপ চায় তোমাকে বাকি আছে ,
ঘুম উড়ে উড়ে যায়....
নীল সাদা ঐ মেঘের দুনিয়ায় ,
আমার কাছে এক ছোট্ট পাহাড় আছে।
জানালা খুলে আমি পাহাড় দেখতে পাই ,
পাহাড় পাহাড় আমার পাহাড় চাই।।

-


5 DEC 2023 AT 19:45

Hurt
Very hurt
Old chat

-


25 AUG 2023 AT 21:51

আমরা কিছুই জানি না কিন্তু সব কিছু জানি
মজার ব্যাপার
ঠিক যেমন রাকেশ শর্মা 🌝
কতজন জানত ? Trolling হওয়ার আগে 🌝

-


30 JUL 2023 AT 23:06

পরিবর্তন
পরিবর্তন ! তা তো স্বাভাবিক..... আজ স্বাভাবিক অস্বাভাবিক লাগে
আগে কোনটা ছেড়ে কোনটা করবো যেখানে ঠিক করতে পারতাম না,আজ কি করবো সেটাই বড় প্রশ্ন।internal, assesment,exam এর অত্যাচারে কলেজ ইউনিভার্সিটির যে ভাবে শ্রাদ্ধ দিতাম, আজ সেই চাপ টাই মিস হয়। ঘন্টার পর ঘন্টা ph এ বন্ধুদের সাথে সময় কে অনভুব হতো না , আজ প্রত্যেকটা সেকেন্ড এর শব্ধ শোনা যায়। কথার উপর কথা সিলিং ছুতো , আজ তা থমকে দাড়িয়েছে "কি রে কেমন আছিস"।
পরিবর্তন তো স্বাভাবিক?
তাই অনুভূতি টা হটাৎ করে reel এ থমকে দাড়িয়েছে, তাই দেখা হওয়াটাই অস্বাভাবিক হয়ে গেছে, তাই তো শেষ সম্বল ph gallery.... আরো কতো কি... আসলে আমরা সবাই চেষ্টা করছি কিন্তু পরিস্থিতি টাই আলাদা শুধু পরিস্থিতির চাপে হারিয়ে ফেলছি কতো কি.......

আজ স্বাভাবিক পরিবর্তনও অস্বাভাবিক

এগিয়ে যেতে হবে আমাদের ,তবে কি সব কিছু ভুলে?

-


25 JUN 2023 AT 22:31

সময় যত ফুরোতে থাকে
সম্পর্কের স্বাদ ততো গাঢ় হয়।।

-


16 MAY 2023 AT 23:48

দিনের শেষে সূর্য অনেক দূরে,
চেনা অচেনার ভিড়ে হারিয়ে যাবো।
বাসের ভিড়ে ওই অট্টহাসি এখন ক্ষীণ,
সকালের ফোনটা আর বেজে ওঠে না,
আধ ভাঙ্গা পেলায়া টা পড়েই আছে।
চারা গাছটা আর বেড়ে উঠছে না,
দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে,
ঘড়ির টিক টিক শব্দ শোনা যায় ।
শব্দ গুলো এলোমেলো ভাবে চলে আসে,
মানুষ গুলো চেনা ছিলো- এখন তো চেনা অচেনা এক
যেতে হবে অনেক দূরে......

-


6 OCT 2022 AT 2:15

লেডিস ব্যাগ

পুজোতে রাস্তায় জেন্ডার চেঞ্জ করে ফেলে
🌝

-


30 JUN 2022 AT 4:26

I just want to------
Travel the world
Meet New people
Ate lots of food
Taking care of mom and dad
Be happy

-


Fetching Bijoya Saha Quotes