আমাদের একসাথে পাহাড়ে দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় দেখার কথা ছিল,
সমুদ্রতীরে বসে গোধূলির সূর্যাস্ত দেখার কথা ছিল,
বর্ষা রাতে বাইক নিয়ে গোটা শহর ঘুরে বেড়ানোর কথা ছিল,
কফি হাতে ব্যালকনিতে বসে আড্ডা দেওয়ার কথা ছিল,
সব সুখ দুঃখগুলো ভাগ করে নেওয়ার কথা ছিল,
আমাদের একশো বছর একসাথে থাকার কথা ছিল,
একটি সুন্দর জীবন একসাথে কাটানোর কথা ছিল।
ভালো থেকো প্রিয়.... তোমার জায়গা অন্য কারো নয়...
-
I don't have much time. So, I want to express all my feelings through writ... read more
জীবনে কিছু মানুষ কোনোদিন ফিরে আসে না।
তারা বিদায় নেয় শান্তভাবে, নিরবে, চিরতরে...
তবুও তাদের ফিরে আসার অপেক্ষায় কেউ রয়ে যায়-
শুধুমাত্র একটা আশায়... ভরসায় -
হয়তো একদিন...
-
Travel to the most beautiful and wonderful places in the world
And I would continue travelling every time...-
খুব বেশি প্রেম না থাকুক তবে যেটুকু থাকুক সবটা যেন সত্যি হয়।
খুব অল্প ভালোবাসা থাকুক তবে সেটা যেন চিরস্থায়ী হয়।
হঠাৎ করে জীবনে এসে
অনেক বেশি ভালোবেসে হঠাৎ করে যেন হারিয়ে না যায়।
মানুষটা আসুক ধীরে ধীরে কিংবা অনেকটা দেরীতে,
তবে থেকে যাক শেষ অবধি।
রোজ একটু একটু করে ভালোবাসুক....-
তুই হয়তো আমার থেকে অনেকটা দূরে,
কথা বলা তো দূর তোকে একবার স্পর্শ করাও সম্ভব নয়...
তবু আজও অভ্যাসবসত কপালে ছোট্ট কালো টিপটা পরি,
আজও খোলা চুলে তোর হাতের ছোঁয়া অনুভব করি,
তুই তো আমার স্মৃতি না রে...
তুই যে আমার অভ্যাস, আমার সঙ্গী,
আমার ভালো থাকার একটা রসদ...
-
গোলাপের কাঁটার আঁচর হৃদয়ে লুকিয়ে রেখে
কোমল পাপড়ী গুলি না হয় তোমায় উপহার দেবো,
ভালোবাসার লাল তোমার হোক
আর রক্তের লাল আমার....-
বছরের শেষ দিন আজ...দেখতে দেখতে শেষ হয়ে গেলো ২০২৪...আজ অনেকগুলো হিসেব মেলানোর দিন...গোটা বছর জুড়ে অজস্র চাওয়া পাওয়া আর তার সাথে হারানো। দাঁড়িপাল্লায় ওজন করলে বোধহয় পাওয়ার থেকে হারানোর পাল্লা টায় বেশি ভারি। নতুন করে অনেক কিছু শিখিয়ে গেলো এই বছরটা। একরাশ দুঃখ হতাশাকে সরিয়ে দিয়ে ছোটো ছোটো সপ্ন সাজিয়ে নিয়ে একা বাঁচাতে শিখিয়ে গেলো বছরটা.. হার মেনে নিতে শেখালো আবার জিততে শেখালো...লড়াই আন্দোলন থেকে প্রতিবাদের মঞ্চে নেতৃত্ব দিতে শিখিয়ে গেলো বছরটা... কিছু মুখোশধারী মানুষকে চিনিয়ে দিয়ে গেলো এই বছরটা... কিছু নতুন বন্ধু তৈরি করে দিয়ে গেলো... ভালোবাসা কেড়ে নিলো... ছোটো ছোটো আনন্দগুলো ভাগ করে নিতে শেখালো... একাকীত্বটা মেনে নিতে শেখালো... জীবনের চড়াই উতরাই গুলো মেনে নিতে শেখালো। যারা রয়ে গেলো তাদের অনেক ধন্যবাদ...আর যারা চলে গেল তাদের জন্য তাদের জায়গাটা থাকলো... ভালোবাসাটা থাকলো।তবুও বছর শেষে আবার নতুনভাবে বেঁচে উঠতে চায় নতুন স্বপ্ন নিয়ে। ভালো থাকুক এই পৃথিবীর সব জীব....
-
অপেক্ষা.....!!!
অপেক্ষা সুন্দর....!!!!
অপেক্ষা দুচোখে মোড়া নিষ্পাপ কিছু চাওয়া..!!
অপেক্ষা ঘুম না আসা রাতের অন্ধকার খেলা...!!
অপেক্ষা রাতে কষে যাওয়া এক বিশাল অঙ্ক....!! যে অঙ্কের উত্তর হয়তো বিষণ্ণতা..!
অপেক্ষার আকাশের সূর্য ওঠার নিয়ম ভিন্ন..!!
অপেক্ষা যার আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় জানা নাই....!!
অপেক্ষা যার উপসংহার হয়তো কিছুই না...!!
হয়তো বা উপসংহারে শেষ লাইনটা আমারই..!!
হয় তো কোনো একদিন সূর্যি উদিত হবে,নতুন নিয়মে..!!
নতুন এক রচনা রচিত হবে স্পষ্ট আমার নামে...!!
যার শুরু থেকে শেষ আমার, আমারই...!!
সেই আশায় অধীর আগ্রহে বসে অপেক্ষা...!!
তবুও অপেক্ষা সুন্দর, অসম্ভব সুন্দর....!!!
-
মনে পড়ে কয়েক বছর আগের সেই প্রথম আলাপ,
আমার কাছে আজও বড্ড প্রিয় তুমি আর লাল গোলাপ।-