Anuska Ghosh   (মেঘবালিকা)
132 Followers · 7 Following

read more
Joined 11 July 2020


read more
Joined 11 July 2020
7 FEB AT 21:15

গোলাপের কাঁটার আঁচর হৃদয়ে লুকিয়ে রেখে
কোমল পাপড়ী গুলি না হয় তোমায় উপহার দেবো,
ভালোবাসার লাল তোমার হোক
আর রক্তের লাল আমার....

-


31 DEC 2024 AT 13:48

বছরের শেষ দিন আজ...দেখতে দেখতে শেষ হয়ে গেলো ২০২৪...আজ অনেকগুলো হিসেব মেলানোর দিন...গোটা বছর জুড়ে অজস্র চাওয়া পাওয়া আর তার সাথে হারানো। দাঁড়িপাল্লায় ওজন করলে বোধহয় পাওয়ার থেকে হারানোর পাল্লা টায় বেশি ভারি। নতুন করে অনেক কিছু শিখিয়ে গেলো এই বছরটা। একরাশ দুঃখ হতাশাকে সরিয়ে দিয়ে ছোটো ছোটো সপ্ন সাজিয়ে নিয়ে একা বাঁচাতে শিখিয়ে গেলো বছরটা.. হার মেনে নিতে শেখালো আবার জিততে শেখালো...লড়াই আন্দোলন থেকে প্রতিবাদের মঞ্চে নেতৃত্ব দিতে শিখিয়ে গেলো বছরটা... কিছু মুখোশধারী মানুষকে চিনিয়ে দিয়ে গেলো এই বছরটা... কিছু নতুন বন্ধু তৈরি করে দিয়ে গেলো... ভালোবাসা কেড়ে নিলো... ছোটো ছোটো আনন্দগুলো ভাগ করে নিতে শেখালো... একাকীত্বটা মেনে নিতে শেখালো... জীবনের চড়াই উতরাই গুলো মেনে নিতে শেখালো। যারা রয়ে গেলো তাদের অনেক ধন্যবাদ...আর যারা চলে গেল তাদের জন্য তাদের জায়গাটা থাকলো... ভালোবাসাটা থাকলো।তবুও বছর শেষে আবার নতুনভাবে বেঁচে উঠতে চায় নতুন স্বপ্ন নিয়ে। ভালো থাকুক এই পৃথিবীর সব জীব....

-


26 AUG 2022 AT 23:18

অপেক্ষা.....!!!
অপেক্ষা সুন্দর....!!!!
অপেক্ষা দুচোখে মোড়া নিষ্পাপ কিছু চাওয়া..!!
অপেক্ষা ঘুম না আসা রাতের অন্ধকার খেলা...!!
অপেক্ষা রাতে কষে যাওয়া এক বিশাল অঙ্ক....!! যে অঙ্কের উত্তর হয়তো বিষণ্ণতা..!

অপেক্ষার আকাশের সূর্য ওঠার নিয়ম ভিন্ন..!!
অপেক্ষা যার আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় জানা নাই....!!

অপেক্ষা যার উপসংহার হয়তো কিছুই না...!!
হয়তো বা উপসংহারে শেষ লাইনটা আমারই..!!

হয় তো কোনো একদিন সূর্যি উদিত হবে,নতুন নিয়মে..!!
নতুন এক রচনা রচিত হবে স্পষ্ট আমার নামে...!!
যার শুরু থেকে শেষ আমার, আমারই...!!
সেই আশায় অধীর আগ্রহে বসে অপেক্ষা...!!
তবুও অপেক্ষা সুন্দর, অসম্ভব সুন্দর....!!!

-


30 JUL 2022 AT 16:09

মনে পড়ে কয়েক বছর আগের সেই প্রথম আলাপ,
আমার কাছে আজও বড্ড প্রিয় তুমি আর লাল গোলাপ।

-


9 JUL 2022 AT 23:29

মন ছুঁয়ে যায় কন্ঠ যার,
মুচকি হেসে জানিয়ে দেয়,
স্বভাব কবি নয় সে শুধু
প্রেমিকসত্ত্বাও প্রকাশ পায়।

-


15 APR 2022 AT 9:48

শান্ত স্নিগ্ধ প্রকৃতি
পলাশ শিমুলের মন ভার,
বসন্তের অন্তিম লগ্নে
বৃক্ষের কচিপাতা পেল নতুন করে প্রাণ।
সোনালী রোদের আলোয়
ভরপুর চারপাশ,
নববর্ষের প্রথম ঊষায়
দুঃখ হোক স্লান।
কাটুক দুর্যোগ,
হানাহানির কবল থেকে মুক্ত হোক বিশ্ব।
সকলের জীবন হয়ে উঠুক
উজ্জ্বল ও প্রাণবন্ত।
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

-


13 APR 2022 AT 18:17

কোনো এক স্বর্ণালী সন্ধ্যায় নদীর পাড়ে
বসবো তুমি আর আমি হাতে হাত ধরে,
গুনবো বসে আকাশের হাজার হাজার তারা
জ্যোৎস্না রাতে মিষ্টি চাঁদের আলোর মাঝে।।

-


10 APR 2022 AT 9:34

We feel very relaxed
And ready for a new week.

-


17 MAR 2022 AT 19:33

এক গোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম,
চললাম, আমি চললাম
বেশ কিছু সময় তো থাকলাম,
ডাকনাম, মন রাখলাম। 😊❤

-


3 MAR 2021 AT 9:06

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য,
হঠাৎ মিছিলে এই বিদ্রোহিণী যেন অগ্নিশিখা,
অশান্ত সুনামী মাঝে
চিরায়ত বনলতা সেন।

-


Fetching Anuska Ghosh Quotes