দু এক মুঠো গোলাপ বিছানো,
ভালোবাসার মানে -
দ্রাঘিমা জুড়ে কবিতা ছড়াতে,
কবিরাই শুধু জানে ৷— % &-
যেখানে মিছিল মানুষ ব্যর্থ হয়নি, তারা আবার ফিরেছে ক্ষমতায় ৷
ধর্ম নয়, রাজনীতি নয়, জিতে গেছে বাংলার সাধারণ জনতায় ৷— % &-
রুক্মিণীতে প্রাপ্তি, রাধাকে অসমাপ্তিতেই চিনি-
আমায় অন্ধকারে ঠেলে দিল যারা - তারা আলোতেই আছে জানি ৷ ৷-
মনে করিয়ে যায়-
শুষ্ক ছাদে ঘন আম পাতার ছায়া,
টবে প্রিয় ক্যাকটাসের লাল ফুল;
চুনখসা দেওয়ালে খোদাই করা নাম,
হাতে বইয়ের ফাঁকে
উঁকি দেয় বিচ্ছেদ পত্রের ধূসর খাম;
হাসিমুখ সেই কবেকার কথা,
তবু সুর তোলে মলীন নূপূর-
সময়কে ঠেলা দেয় সেকেন্ডের কাঁটা
একলা কাটে আমার দুঃস্বপ্নের দুপুর ৷ ৷-
আজ উদাত্ত কন্ঠে,
গাইব জয়গান ৷
আজ রক্তে উঠেছে জোয়ার
পরাধীনতায় জর্জরিত সমাজ,
পুষছি ক্ষোভ ক্ষত বিক্ষোভ
টিয়ার বুলেট সেলে,
রানীও হবে রাজ্যচ্যুত
তুমিও রেখো জেনে ৷
শিকলে মোড়া এই সমাজ
আবার মুক্ত হতে চায়,
ভীষণ হঠাৎ যুদ্ধ হবে
ব্যারিকেড যাবে ধুলোয় মিশে!
রানী তুমি তৈরী থেকো
লাল আবেগের ভীড়ে,
ভাবছো তুমি শূন্য এরা
কি আর হবে এতো ভেবে?
ফিনিশ নয় ফিনিক্সের জাত আমরা!
একটা লেনিন মরলে জেনো
হাজার লেনিন হবে ৷ ৷
-
রাত জাগার কারণ ছিল যে
মনখারাপি ভোলাতো নিমেষে,
একদিন সেই তুলে দিল ঠোঁটে সায়ানাইড
চোখ বুজে আলতো হেসে ৷৷-
I remember...
Never settle for someone's second anything, when you are worthy of being someone's everything.-
চাইলে আমি এতটা সহজ হয়ে
তোমার রোজকার ডাল ভাতে মেখে যাবো,
মুছতে চাইলেও মন থেকে
পারবেনা কিছুতেই-
আমি ইলিশের কাঁটা হয়ে বিঁধে যাবো ৷ ৷-
কৃষ্ণচূড়া তোমায় মানায়-
তোমার বসন্ত উজ্জীবন,
তোমার নামের উল্কী পোড়ে
আমার আম কাঠেতেই মরণ ৷-