QUOTES ON #কন্যাসন্তান

#কন্যাসন্তান quotes

Trending | Latest
10 NOV 2020 AT 19:36

যখন জন্ম নিলাম কন্যা সন্তান হয়ে
পেলাম বাবা মার অনেক যত্ন ,
আমি হলাম বাবা মায়ের কাছে তাদের
বড়ো আদরের এক সোনার রত্ন ।
বাবা মার কাছ থেকে পেতে পারি জানি
মোরা একটা ভরসার কাঁধ ,
তাদের কাঁধে রাখলে মাথা দুনিয়ায় দেখি
ভাঙ্গে সকল আনন্দের বাঁধ ।
মোদের কাছে বাবা মায়ের কাঁধই হলো
জগতে ভরসার শক্ত একটা কাঁধ ,
পৃথিবীতে সকল মা বাবাই চায় মেটাতে
সন্তানের তাদের মনের সাধ ।

-


8 OCT 2020 AT 18:37

আমি সেই রজনীগন্ধাদের চিৎকার শুনেছি,
যারা পরিস্ফুটিত হওয়ার আগেই
নাড়ি ছিন্ন হয়েছে।

-


27 SEP 2020 AT 18:36

Thanks for inviting me..but I don't know this language..but I understood that it's something abt daughter n mother's luv..💖💖

-


22 AUG 2018 AT 20:16

কন্যাদেরকে হত্যা করে,
গড়ছিস নাকি পুরুষতান্ত্রিক সমাজ??
ভুলে যাস না নারীই তোকে
গর্ভে ধারণ করে দশ দিন দশ মাস।
যেদিন তোরা বুঝতে শিখবি,
অনেক দেরি হবে।
দেখবো তখন পুরুষ সমাজ
কেমনে জনম লবে।
ছেলেবলায় মায়ের অঙ্গের স্পর্শে
পেয়েছিস তুই বৃদ্ধি,
তবে নারীর মেয়েবেলা কেন কেড়ে
মেটাস মনের সিদ্ধি।
এখনো অনেক সময় আছে
শুধরে নে নিজেকে
নাহলে একদিন খোয়াবি তুই
তোর কোলের মেয়েকে......

-



As a future Dad,

নিজের মেয়ের নাম রাখবো "মা"
প্রত্যেকটা দিনই হবে আমার কাছে মাতৃদিবস

-



যেই সব পিতার কন্যা সন্তান
সেই সব পিতাই রাজা🙂
হোক না সেই পিতা গরীব
কুঁড়ে ঘরটাও হয় অট্টালিকা

-



As a future dad ;
মেয়ের নাম রাখবো না হয় "মা"

-



ভয় হয় জানিস তোকে নিয়ে,
খুব চিন্তা হয় তোর জন্য তুই যে কন্যা সন্তান

পণ ধর্ষন ডিভোর্স acid এ ক্ষত বিক্ষত
যখন চারাধার,তখন রাতের তোর কান্নায়
কেপে ওঠে আমার বুক,
আজ না হয় তুই সদ্যজাত
কালতো হবি বড়ো
মানুষের মুখোসের আড়ালের পশুগুলো
ছিলো আছে থাকবে তখনো

-


18 FEB 2020 AT 16:39

প্রতিটি কুড়ি ফুল হয়ে ফুটুক ।
প্রতিটা কন্যা ভ্রুন মা হয়ে উঠুক ।
ভ্রুণ হত্যা করে যেইজন ।
মাতৃজঠরে তারে ঠাঁই দিল কোন জন।
সমাজে এরা কি করে থাকে
হিংস্র পশুর থেকেও বিপদজনক এতে ।
ঘৃন্য ,জঘন্য ,অত্যাচারীর দল
মৃত্যুদণ্ডই এদের একমাত্র সম্বল ।

-



কন্যা সন্তান বোঝা হয়
dustbin এ তার জায়গা হয়,
কুকুর চিলে খাক ছিঁড়ে
তাতে তোদের কি!

মেয়ে নয় ছেলে চাই
তবেই সমাজে হবে ঠাই
মিথ্যের মুখোসে আপস করিস
তাতে তোদের কি!

বস্তা বন্দী নিষ্পাপ দেহটা
চিৎকার করে জানান দেয়
ওর কি দোষ.. শুধু কন্যা সন্তান তাই
চুপ সমাজ কুসংস্কারে, অশিক্ষিতদের অন্ধকারে
তাতে কার কি....

-