ডুবছে শোক নদীর জলে পচা লাশের ভিড়ে,
চোখের জলের লবণ মেশে বোবা কান্নার স্বরে।-
অভিশাপ
কোন অভিশাপের গন্ডি কেটে এমন রাত্রি এলো,
দিকে দিকে মৃত্যুভয়,আগন্তুক ভায়াল কালো।
বিভীষিকার করাল গ্রাসে ত্রস্থ হুংকার,
পৃথিবী শান্ত হও,শাপমোচন করো আরও একবার।
--নন্দিতা ✍️---
মৃত্যু শহর
মৃত্যু শহরে,মৃত্যু মিছিল হাহাকার দিকে দিকে,
গণ চিতায় পুড়ছে দেহ,স্বজন হারা
ব্যথায় মূহ্যমান শোকে।
তবুও দোষারোপ,তবুও হানাহানি ক্ষমতার অপচয়।
একজোট না হয়ে এখনো কেন মুখোশের অভিনয়।
--নন্দিতা ✍️---
মৃত্যু শহর
ইচ্ছে করছে যাই চলে যাই কোনো এক মৃত্যু শহরে
যেখানে নাই যে কোনো কষ্ট মানুষ সৃষ্ট যেটা
মৃত্যু হয়ে যাক সব চেষ্টার কষ্ট দেওয়ার ভ্রষ্ট শহরে।
যেখানে নাই যে কোনো ন্যায়ের বিচার,নাই কোনো সাহারা
সমস্ত ক্ষণ দুঃখ সেখানে
দেয় কেবল পাহারা।
নিয়ে চলো আমায় সেইখানেতে
নাই রে জীবন যেইখানে তে
প্রিয় মৃত্যু শহরে।
জ্বালাতন সহিছে না আর,
লাগছে জীবন অসহায়
যেতে চাই চলে সেই শহরে
যেখানে দুঃখ আসবে না আর।-
নিঃস্ব
-------
কোনমতে ঝড় থামল,
শান্ত এলোমেলো চোখে দেখি,
আমার ঘরদোর, জানলা,উঠোন,নিরিবিলিতে ,হাসি,
কান্নাকাটিতে নিঃস্ব তার চিহ্ন,
তোমার সুগন্ধির ঠিকানা তখন অন্যত্র।
--নন্দিতা ✍️--
-
ভূমিকম্প, ঝড়, ও অদৃশ্য অনুজীব দীর্ঘ সময় ধরে চললে, মানুষকে নিঃস্ব করে ফেলে ও বিষণ্ন করে তোলে।
-
ডুবছে শোক
সীমান্তের নিবিড় অন্ধকারে,
অতীতের বেড়াজাল টপকে
ঝিমধরা অবসন্ন সভ্যতা
বসে আছে চাতক চেয়ে
না জানি কিসের অপেক্ষায়।-
অন্তঃসারশূন্য এই জীবনে,
নিঃস্ব আমি তোমাতেই....
.............................
রয়েছি যে আবর্তে প্রগাঢ় নিঃস্ব !তবে কি সূচনা অন্তর্নিহিত?-
ডুবছে শোক বিজ্ঞাপনের আড়ালে,
ভাবি নি মৃত্যু ও কখনো পণ্য হতে পারে।
সেরা হওয়ার ইঁদুর দৌড়ে কার খবর সেরা,
অসহায়তার সোপান ধরে শুধুই কাটাছেঁড়া।
--নন্দিতা ✍️---
ডুবছে শোক ওই রাজপথ,
আজ সব শূন্য,
অবশিষ্ট রয়েছে শুধু রাজসিক আড়ম্বর।
শূল হয়ে বিঁধছে ওই মর্মান্তিক মহামারী,
যাদের যাবার ছিল না কথা, তারা ও আজ নিরুদ্দেশ।
অশুভ সংকেত দিচ্ছে ডাক, জরাজীর্ণ এই সমাজ,
ডুবছে শোকে সবাই আজ,
স্তূপের ন্যায় পরে আছে লাশ।
আর হবে না দেখা হয়তো উদিত সূর্য,
সেও যাবে শোকে ডুবে।
চৈতালী মুখার্জি ©-