আসুক না ফিরে আবার একটা শুভ দিন,
যেদিন এর অপেক্ষায়, কেটে যায় বছরের প্রতিটা মুহূর্তের ঋণ।
সেই শুভ লগ্ন, দীর্ঘায়ু হোক অনন্ত মিলনের পথে,
ভবিষ্যতের বার্তা নিয়ে, আসুক খুশির মহরতে।
-চৈতালী মুখার্জী ©-
শরতের ঠিকানায় লিখলাম চিঠি,
মনের কোণে উমা আসার প্রহর গুনি।
শিউলি ঝরা উঠোন, দেয় যে জানান তারই,
এলোরে শরৎ, আগমনীর, ঢাকের বাদ্যি শুনি।
কাশের বনে, শরৎ এলো, হাওয়াই দোলায় মাথা,
শীতের আমেজ সঙ্গে নিয়ে, উমার ঘরে ফেরা।
ঘরে ঘরে আনন্দের সুর, ঘরে ফেরার গান,
এবার পুজোয়, আসছে উমা, সেই প্রীতির টান।
-চৈতালী মুখার্জী©-
গহন মেঘে বৃষ্টি এলো,
যা কোনদিনও ভাবি নি, তাই হলো।
অন্ধকার কেটে গিয়ে, ছুঁয়ে দিল বৃষ্টির জল,
মনের যত গ্লানিগুলো, কান্না হয়ে বেরিয়ে এলো।
গহন মেঘে বৃষ্টি এলো,
এলোমেলো বৃষ্টিগুলো, আজকে যেন আমায় ছুঁলো।
মান অভিমানের গল্পগুলো,
গহন মেঘে বৃষ্টি এলো।
-চৈতালী মুখার্জী©-
'মনের ভাষা বোঝা কি অতই সোজা,
যে বুঝে যায়, সেইতো জিতের নেয় ভালবাসা।
চোখের ভাষা বোঝে না অনেকেই,
মুখে তবুও তাদের ভালোবাসার গল্প জয়ের।
হৃদয় নিয়ে বোঝাপড়া,
যে বুঝে যায়, সেইতো আসল মানুষ চেনা।
-চৈতালী মুখার্জী ©-
গল্প বলি তোমায়,
একটা ছিল মেয়ে, অবাধ্য তার মন।
ইচ্ছে ছিল মন যুগিয়ে, রইবে সকলকে নিয়ে,
ভালোবাসায় ভরিয়ে দেবে, সুখের পৃথিবী গড়ে।
হায়রে তার অদৃষ্ট, হয়নি সফল কিছু।
ভালোবাসার প্রতিদানে,
পেয়েছিল মিথ্যে ভণিতা শুধু।
সেই মেয়েটা একলা কাঁদে,
একলা ঘরে, একলা থেকে,
গল্প বলার ভাষাগুলো,
আজ তার লেখায় প্রকাশ পেলো।
-চৈতালী মুখার্জী©-
প্রয়োজনটা দরকারের,
ফুরিয়ে গেলেই সব শেষ।
কখন যেন ভালোলাগা,
বলেছিল কানে কানে।
ভালোবাসি তাকে শুধু,
প্রয়োজনের শেষ মানে।
-চৈতালী মুখার্জী©-
অপলক চেয়ে রইবো একদিন ওই দৃষ্টিতে,
ফেলবো না চোখের পাতা, যতই ঝরুক বৃষ্টিতে।
রইবে পড়ে অগোছালো, জীবন চলার পথ,
পূর্ণ হবে সেদিন মোর, স্বর্ণ মোড়া রথ।
-চৈতালী মুখার্জী-
প্রিয় অধ্যায় কবেই ফেলে এসেছি জীবনের,
আজ শুধু সম্পর্কের বোঝাপড়া গুলো, ভীষন ভার বহনের।
-চৈতালী মুখার্জী-
ফিরতে গেলে, সেই চেনা ঠিকানায় ফেরো,
যেখানে পথের বাঁকে, বাকি রেখেছিলে কথা কিছু আরো।
সেই স্মৃতিমাখা পথখানা, কত অতীত আছে তাতে মায়া জড়ানো,
ফিরতে গেলে, সে পথেই ফেরো,ফিরতে গেলেই সে পথেই ফেরো।
বাস্তব আর অতীতের মুখোমুখি,
আজ তুমি আর আমি, করি শুধু চোখাচোখি।
-চৈতালী মুখার্জী ©-
এগিয়ে চলো, এগিয়ে চলাই তো জীবন,
পিছে যারা পড়ে থাকে, তা যে মৃত্যু সমান।
আসুক যত বাধা, বিপত্তি, তুচ্ছ করো ভয়,
এগিয়ে চলো, একটাই মন্ত্র জীবনের শপথ।
-চৈতালী মুখার্জী ©-