না বলা কথাদের ভিড়ে
কত কিছু যেন কতদিন হারিয়ে গেছে ,
আবার কত নিরব প্রতিধ্বনি
এ শুন্য বুকে বারবার ধ্বনিত হয়েছে ।
মনের গভীরে ডুব দিতে দিতে
সেই হারানো কথার খোঁজ পেলে ,
তবেই তো সার্থক তোমার বন্ধুতা,
তবেই পূর্ণ তোমার আত্মীয়তা।
-
আবার কি সব আগের মত হবেনা.....
সুখ থাকবে একহাতে আর
দুঃখ থাকুক আরেক হাতে,
সুখ দুঃখের দোলনা দোলায়
দুলব মোরা একসাথে।
হাসব যখন একই সাথে,
কাঁদবো ও মোরা একসাথে।
তোর খুশিতে আমার এ মন
হয়ে উঠবে আপ্লুত,
আমার দুখে তুইও হবি
সমান সমান দুঃখিত।
বন্ধুত্বের নৌকা বেয়ে
জীবন নদী করব পার,
যতই আসুক ঝড় ও তুফান,
আমাদের কাছে মানবে হার।
-
অনুতাপ
আজ সবার আঙ্গুল আমার দিকেই
আমিই কি তবে ভুল ?
আজ ঘুর্ণীঝড়ে ভাঙল কি সব
গেল কি দুকূল ?
আজ ক্রোধই আমার কাল হল
বুঝল না কেউ মনের কথা
আজ হৃদয় জুড়ে পাথর চাপা
বিদীর্ণ এক তীব্র ব্যাথা।
আজ হাতের থেকে সরে গেছে
প্রীয় বন্ধুর অনুভূতির ছোঁয়া,
মায়ের আদরের শীতলপাটি
স্নেহাশ্রূতে ধোয়া।-
ভালোবাসি ভালোবাসা পরতে পরতে উষ্ণতায়,
প্রতিক্ষণই উপভোগ্য, আবেগিক হৃদয়তায়।-
তুমি হাসলে সূর্য ওঠে আমার মনের গভীরে,
তোমার পরশে আনমনা হয় চঞ্চল মন অচিরেই।
তোমার পলকে হিন্দোল দোলে প্রেমের উচ্ছাসে,
অনেক শুভেচ্ছা তোমায় আজ প্রেম দিবসে।
-
এই অঙ্গীকার রেখো,
তোমার অস্তিত্বের প্রতিকৃতি
যেন থাকে চির অম্লান,
তোমার বন্ধুতার স্পর্শ
যেন থাকে সদাই বিরাজমান।-
আজ হঠাৎ জানিনা কেন মনটা বড়ই উদাস
আত্মগ্লানি সমালোচনা মন করে তোলে নিরাশ।
কি চেয়ে আজ পেয়েছি টা কি বেইমান দুনিয়ায়
কি করে আজ প্রাপ্যের ঝুলি ভরেছে হতাশায়।
এই বিচিত্র বিশ্ব মাঝে বেঁধেছি মজার খেলাঘর
কত পর হল আপন,কত আপন হয়েছে পর।
বেদনায় ভরা স্মৃতির ছবিটা মনের মনিকোঠায়
ক্ষণে ক্ষণে শুধু দুলে ওঠে,আর আমায় কাঁদায়।-
আদুরে ভালোবাসা
রূপোলী চাদরে ঢেকে রেখেছি ভালোবাসা
আদরে আদরে তোমায় ভরিয়ে দেব।
তোমার সুগন্ধের পরতে পরতে
প্রতিপল প্রতিক্ষণে তোমাকেই পাব।
-
অভিমান লেখে আকাশ
সেই অভিমানী মন
দিগন্তে বিলীন হতে চায়
তোমার অপেক্ষায় ।
ভারাক্রান্ত মন
সদাই ছোটে আকাশ পানে।
মনের ঠিকানা এলোমেলো হয়ে
শুন্য এ বুকে ফেরে ব্যর্থ প্রেমিক।-
তুই এলি তাই হঠাৎ কখন
বাঁচার স্বপ্ন দেখেছি,
তুই এলি তাই জীবনের মানে
সত্যিই খুঁজে পেয়েছি।
শত দুঃখের,বিষাদ ব্যাথা
তোকে দেখেই ভুলেছি,
আমার মনের অন্তরে তোকে
অতি সযত্নে রেখেছি।
আমার ভাগ্যের ভাগ্যশ্রী তুই
দুই নয়নের মণি,
তুই ছাড়া আমি অসম্পূর্ণ
এটুকুই শুধু জানি।
তুই সাহস আমার, প্রেরণা আমার
আমার দুঃখ সুখ।
হাতে হাত আর চোখে চোখ থাক
আর তোর হাসিমুখ।
-