স্রোতের টানে শত জোয়ার পেরিয়ে চলে একলা মাঝি,
অনন্তের উদ্ভাসিত আলোকে নতুন কোন তটে ;
যেখানে মুক্ত প্রান্ত শত কোকিলের কুহুতানে,
সময়ের গোচরে কোন এক ভাটার টানে......
-
মস্তিষ্কের বেড়াজালে স্বপ্নের বুননে;
শত বিনিদ্ররাতে 'ঘুম'হীন আঁখি পাতে,
যন্ত্রণার চাদর বুনে চলেছি কোন পথে ?
তুমিই আছো হৃদয়ে , মুক্ত প্রাতে মননে.
-
রিক্ত জীবনে মরিচা ধরা.....
ক্ষতবিক্ষত হৃদয়ে সেলে;
মননের অস্থিমজ্জায়: শুধুই মস্তিষ্কে.
দোলাচলের অব্যক্ত খেলায়,
প্রাপ্তি অপ্রাপ্তির সূক্ষ্ম সীমাবদ্ধতায়....
সখা তুমি, এলে নতুন রূপে নতুন চব্বিশে.
রইবে তুমি আমরণ আমার হৃদয়ে স্থলে.
জীবনের আঙ্গিকে ওঠা পড়ায় নবীন রূপ লাজে.-
পুরানো স্মৃতি
হেমন্তের ভোরে
রুঢ় বিবর্তনের
হৃদয় মাঝারে
সুপ্ত মায়ায়
তোমারই বিরহে-
জন্ম তব তোমারই জঠরে,
অন্তহীন নিশা হতে প্রজ্জ্বলীত আলোকে,
তুমি 'মা'জীবনের ধারক সর্বব্যাপিনী...
তোমার হতেই তো পথ চলা , শিক্ষার পাঠ পড়া,
ভালো-মন্দ সুখ দুঃখ আঁচল বয়ে চলা ,
প্রণাম তব চরণে আশীষ দিও মা:
-
হৃদয় নিভৃতে,
পূর্ণিমা আবেশে...
নিখাদ রূপকথা.
অবুঝ মননে,
কাহিনী রূপায়ণে;
প্রেমের-ই চুপকথা.-
সময়ের রূপান্তরে,
কলমের টানে....
'ছড়ার' মেলায়:
পাড়ি দেব আজি,
মুক্ত হৃদয় প্রাঙ্গণে.-
মনের মণিকোঠায় পুঞ্জীভূত সঞচয়নে
সময়ের মন্থনে চক্রাকার আবর্তনে
কথা বলে স্মৃতি রাশি তোমারই পরশে.-
আগুন ফুলে সেজো ওই মল্লিকা মালতি,
ভগ্ন প্রাচীর ঈশান কোনে স্মৃতি হয়েই থেকো.
দিবা রাত্রি স্নেহের পরশে কতইনা সুবাসে.....
আজও ভাস্বর নতুন প্রভাতে নব পল্লব সাজে.-