তোর কথাতেই হাঁটতে পারি,
দুর্গম রাস্তা যত,,,,,👍👍
তোর হাসিতেই ভুলতে পারি,
আমার মনের ক্ষত,,,,।।😕😕
তোর নেশাতে,নেশাগ্রস্ত,
আমার হৃদয়পুর,,,,💔💔
শুধু;তোর-আমার দূরত্বটা,
একটু বেশি দুর।।😢😢
পারলে তুই সময় করে
আসিস একটু ফিরে,,🗣🗣
অন্ধকারে গ্রাস করেছে
আমার ছোট্ট নীড়ে।।😔😔-
~ঃ একুশের প্রথম দিনঃ~
বিষটি বসন্ত পেরিয়েছি,অভিনয়ে গিয়েছে দিন,
স্বপ্ন দেখেছি তৃপ্তিদায়ক,জীবন কেটেছে বেরঙিন।
বর্ষার কালো মেঘে উড়িয়ে দিয়েছি
মোর আবেগী উষ্ম আঁখিজল।
গুমরে কেঁদেছি একাকী,তবুও
ভালোবাসা বিলিয়েছি সবার,
বুঝতে দিই নি কারো,কষ্টে পেতেছি বুক।
সামনে হেঁসেছি,বলেছি সকলের,
জীবনে মোর অনেক সুখ ।।
একুশের আজ প্রথম লগ্নে স্বপ্ন গুলি জাগিয়ে নেবো,
আশা কিছু নেই মনে,আছে একটাই-শুধু,মানুষের মতো মানুষ হবো।।-
মন খারাপী ইচ্ছে গুলো একলা ঘরে বন্ধ থাক
নিজের সাথে দ্বন্দ্ব হোক আবদার-রা দূরে যাক।
-
ইচ্ছেরা তো শুধুই ওড়ে..
পাখির মতো আকাশ জুড়ে!
মনটাতো কেবলই ভোগে..
অপূর্ণতা আর অবসাদে!!-
বিকেলের চিঠি
---------------------
তুমি যদি হও ঘুম স্বপ্ন হয়ে
পাহাড়া দেব তোমার স্বপ্নপুরীর দেশে,
তুমি যদি হও রাতের চন্দ্রিমা
আমি তোমার সাথেই থাকব নিশির তারকা হয়ে।
আমার মনের গহনে যদি বসন্ত হয়ে থাকো
রঙিন হয়ে থাকব তোমার অন্তরের মাঝে,
তুমি যদি হও প্রেমের মেঘমালা, সেই মালাই
পড়ব আমি ভালোবাসার বৃষ্টি হয়ে।
যদি হতে পারো রৌদ্রের ঠিকানা
বিকেলের চিঠি হয়ে আসব বারেবারে,
তুমি যদি হও আমার কবিতার ছন্দ
গানের সুরে থাকব আমি
তোমারই কবিতার মধ্যে দিয়ে।।-
ঘুড়ির সুতোয় চলতে থাকে,
লাগাম ছাড়া টান।
তুমি আমার,
এই জীবনের সুখেরই সম্মান ।।-
ইচ্ছেরা বেঁচে থাক দেওয়াল ঘড়ির কাঁটায়
যেখানে অপেক্ষা এক পাহাড় সমান হয়,
তবু ইচ্ছেদের ফিরতে হয় বাড়ি একটা সময়ের পরে -
যেখানে মনকে বুঝিয়ে রাখা অত সহজ নয়..
ইচ্ছেগুলো উড়ে যেতে চায়, হাওয়ায় হাওয়ায় খুনসুটি লাগে -
ইচ্ছেরা সেখানে যায় মনখারাপেও শান্ত থাকে যে নদী,
সব ইচ্ছেদের মনেই একটা মেঘের মতো অভিমানী জানালা থাকে -
উড়তে চাওয়া ইচ্ছেরা ভাবে বেঁচে যেতাম, একটা ডানা থাকতো যদি..
-