আত্মার কাছে থাকে যেজন সেই তো আপন,
সব আত্মীয় নয় তো স্বজন।।-
এপার ওপার দুই পাড়েতে দুটি হৃদয় কান্দে,
ভালোবাসা আজ গুমরে মরে কাঁটা তারের ফান্দে।-
হেৰুৱাই পেলালো চিনাকি বাট
যি বাট আছিল মোৰ আপোনতকৈও আপোন
আজি অচিনাক্ত হʼল সেই বাট
সময়েও উপলুঙা কৰি গʼল
বাট হেৰুৱাই মই নিজেই হেৰালোঁ
চিনাকি চহৰৰ মাজ মজিয়াত
ভয়ৰ সংক্ৰমণত বিপৰ্য্যস্ত খোজ
গিৰিল বগাই পাৰ হৈছোঁ হয়
পিছে সৰি পৰিলোঁ নাম নজনা কʼলীয়া পানীৰ অচিনাকী ধাৰাত
অচিন মানুহৰ সমাগমত আচৰ্য্যৰ পয়োভৰ
আত্মীয়ই বহাই থৈ যোৱা তীক্ষ্ণ আচোঁৰৰ ঘাঁবোৰ
পুনৰ সেমেকি উঠিল ৰক্তাভ হৈ
শেষত
পুৰণি অনুভৱ এটি সাৱটি
নিৰৱে খোজ দিওঁ অকলেই
জানোচা সপোনতে হʼলেও
হেৰুৱা বাটৰ চিনাকি ঘাটতোৰ ঠিকনা পাওঁৱেই বা !
(আত্মীয়)
_গায়ত্ৰী কৃষ্ণাত্ৰেয়
-
একটা সিদ্ধান্ত.. একটা রাত.. একটা কাঁটা তারের বেড়া...
আত্মীয় থেকে অতিথি বানিয়ে দিয়েছে অনেক ক'টা প্রাণকে........-
আর্থিক পরিস্থিতিকে মাপকাঠি করে যেসব বিত্তবান আত্মীয়-স্বজনরা অপেক্ষাকৃত আর্থিক দুরাবস্থাসম্পন্ন আত্মীয়-পরিজনদের মধ্যে দূরত্ব বা চিক রেখে সম্পর্কটা টিকিয়ে রাখেন, সেইসব নিম্নমানসিকতাসম্পন্ন ব্যক্তিবর্গ হতে সজ্ঞানে দূরত্ব বজায় রেখে চলাই আত্মসম্মান সম্পন্ন মানুষদের অধিকতর কাম্য বা শ্রেয়।
-
কিছু কিছু আত্মীয় বাড়িতে অতিথির আতিথেয়তা করা হয় আর্থিক অবস্থার মাপকাঠিতে। যার আর্থিক অবস্থা ভালো তাকে টেবিল-চেয়ারে বসিয়ে পরমাদরে না খেতে পারলেও জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। আর যার আর্থিক অবস্থা খারাপ তাকে কোনোরকমে অযত্নের সহিত দায়সারা আপ্যায়ন করা হয়। যিনি বা যারা আত্মীয়ের বাড়িতে এই বৈষম্যের শিকার হয়েছেন তাঁরা ভালোই জানেন এটা কতটা বেদনাদায়ক।
-
সুজন নাহলে কেউ পরিজন হয়না,
কারণ
আত্মার সাথে সম্পর্ক নাহলে আত্মীয় হওয়া যায়না...!-