বুকের পাশে হাত রেখে দেখো,
হৃৎস্পন্দনের সুরে গান লিখে দেখো,
মেতে উঠবে সকলে প্রেম-ভালোবাসায়,
তুমি শুধু নিজ মধুর কণ্ঠে গানটা গেয়ে দেখো।
বুকের পাশে আলতো করে হাত রাখো,
আমার মনের অনুভূতি সব স্পন্দনে অনুভব করো।
প্রিয়তমা পারে হৃদয়ের স্পন্দন শুনে মনের কষ্ট মেটাতে,
নয়তো সেই স্টেথোস্কোপে হৃৎস্পন্দন শুনে
ক্ষত ভরা হবে শরীরের।-
অন্ধকারটা দূর থেকে আমার মতোই... একা, কিন্তু গল্প আছে একাকিত্বের,
আলোর বিমূখ হওয়ার শেকড় ও হয়তো খুঁজে পাবে কিন্তু অভাব মনুষ্যত্বের ।-
ইচ্ছে ছিল পাইলট হবো
ওই দূর আকাশে প্লেন চালাবো
সময়ের ঘেরাটোপে আজ আছি এয়ারপোর্টে
তবে অপেক্ষারত এক যাত্রী হয়ে...-
শহর জুড়ে ভারী বৃষ্টি, উড়ছে সম্পর্কের ফানুস
কথা রাখার নাম করে, হারাচ্ছে কাছের মানুষ।-
কলমে- আমি গোলাপ
~~~~~~~~~~~~~~~~
সেদিন আমার হিয়ায় ছিল তোমার স্পর্শপেক্ষা,
জীর্ণতারা সেদিন ছুঁতে অক্ষম ছিল আমায়...
আজ দিব্যি আছি অর্ধমৃত, সঙ্গে তোমার উপেক্ষা ...
বর্তমানে, অপরিণত গল্প কথা, আর একরাশ অপ্রাপ্তির ছুঁয়ে যাওয়া জীর্ণতা ...-
আবার বিষণ্ণ মানুষ হেসে উঠবে।
আবার গন্তব্য খুঁজে পাবে পথ,
আবার সচল হবে জীবনের রথ।
আবার নীড় খুঁজে পাবে ভালোবাসা,
আবার তরতাজা হবে মৃতপ্রায় আশা।-
ভূমিকা শেষ হতে না হতেই সাঙ্গ হলো প্রেম কাহিনী ......
বাড়ির কাছের অফিস ছেড়ে, চাকরি সূত্রে বিদেশ পাড়ি .....
মন ভোলানোর বৃথা চেষ্টা চলতে থাকে অনবরত...
বাঁধন ছিঁড়ে অবাধ্য মন সেই , অতীত সন্ধানেই কর্মরত ......-
প্রত্যেক সন্তানের কাছে অন্তর্যামী,
শত বিপর্যয়ের মাঝেও ছত্রছায়া,অটল ভূমি।-
বৃষ্টিতে ভিজে সম্পর্ক আজ গলে হচ্ছে মাটি,
কথা রাখার নাম করে, আপনজন দিচ্ছে ফাঁকি।-