Rj Shimul   (Sm)
114 Followers · 159 Following

read more
Joined 30 December 2019


read more
Joined 30 December 2019
2 SEP 2022 AT 19:12

হাজার কথা বলার জন্য ডাক দিই,
সে আসে,
কিছু কথা বলে, চলে যায়।
আমার কথা অসম্পূর্ণ থেকে যায়,
কথা দেয় সে ফেরার,
কিন্তু সে ফেরেনা।
আমি ডাকি আবার,
সে আসে,
কিছু কথা বলে,
আবার চলে যায়।
সে তো জানে
আমি কি জন্য তাকে ডাকি,
সে তো জানে
আমি এই মনে কি ছবি তার আঁকি।
জানি সে ব্যস্ত তার কর্ম ও প্রণয়ী নিয়ে,
কিন্তু সখীর সখা যে খুবই একা।
সে তো জানে এই কথা,
তবুও কেন এই উপেক্ষা।

-


28 MAY 2022 AT 13:11

জানিনা আজও কেন অতীতকে আঁকড়ে ধরে আছিস,
যেখানে ছিল শুধুই অপমান, অবহেলা আর অভিনয়।
ভুলে যা, বর্তমান কে আপন কর।
রাগ হয় যখন শুধুই তার কথা,
ভুলে গেছিস বলে, ভুলে যাবো বলে,
সেই শুধুই তার কথা,
রাগ হয় আমার, উদাস হয় আমি।
জানিনা কবে বুঝবি!
কতটা আপন ভাবি তোকে,
জানিনা কবে বুঝবি।

-


15 MAR 2022 AT 9:38

ঠিক করা হল তোমার আমার
রোজডের দিনে আলাপ,
কিন্তু পরিণতি হল "রজনীগন্ধা",
নয় গোলাপ।— % &

-


18 DEC 2021 AT 18:44

কদিন সম্পূর্ণই চিন্তাহীন ছিলাম,
এখন দুনিয়ার ন্যায় ভার এসে
মাথায় বসত করেছে।
মাথা খুবই ভারী লাগছে,
পাশে রাখা মেডিসিনটা নিলাম।
কিন্তু মেডিসিনে শুধুই যে আরাম,
আমার মুক্তি নেই।

-


10 DEC 2021 AT 18:48

পুরানো বন্ধুর সাথে দেখা হওয়ার পর
বার্তালাপের মুহূর্তটা-
আমার কাছে সেরা মুহুর্ত,
যা অনেক আরামের।

-


10 DEC 2021 AT 13:27

আমার ভালোলাগা ও ভালোবাসাকে সে যখন
উপেক্ষা ও অবহেলার ডাস্টবিনে
ছুড়ে ফেলে দিল,
তখন আমি তা যত্ন করে তুলে নাম দিলাম-
"নিজস্ব ডায়েরী"।

-


5 DEC 2021 AT 9:30

তুমি ঢেকে দাও আমায় এমন করে,
যেমন করে মেঘ ঢেকে দেয় চাঁদকে।
তুমি নিজের মধ্যে ডুবিয়ে নাও আমায় এমন করে,
যেমন করে জল ডুবিয়ে নেয় কোনো বরফকে।
তুমি জড়িয়ে ধরো এমন করে,
যেন ভুলে যায় আমি
কনকনে শীতের রাতকে।
তুমি ঠোঁটে ঠোঁট মিলিয়ে দাও এমন করে,
যেন ভুলে যায় আমি
অতীতের ক্ষত পুষে রাখার কারণকে।
তুমি নিজের করে নাও আমায় এমন করে,
যেন বিচ্ছেদ শব্দটা অদৃশ্য হয়ে যায়
আমাদের জীবন ডিকশনারি থেকে।

-


17 NOV 2021 AT 9:35

প্রেম মদিরার মতোই,
সুখের জন্য চাই, শান্তির জন্য চাই।
কিন্তু ক্ষনিকের জন্য তা পাওয়ায় পর,
অশান্তি ও দুঃখ নিয়ে বয়ে বেড়াতে হয়।

-


17 NOV 2021 AT 9:33

ভাবনা আছে, অনুভূতি আছে, অনুভব আছে,
দুঃখ আছে, কষ্ট আছে, আফসোস আছে,
শুধু কাছে আসা নেই।
(একতরফা ভালোবাসা)

-


16 NOV 2021 AT 21:27

আঁচড় কেটে কলম,
ব্যথা ভরে দেয় বইয়ের পাতায়।
ভিজবে দু-নয়ন,
দাগ কাটবে যখন কলম অনুভবের খাতায়।

-


Fetching Rj Shimul Quotes