জমাট বাঁধা না-বলা কথারা,
হৃদ অনুরণনে ভীড় জমায়....-
স্মৃতির সুরে ফিরতি পথে হিয়ায় ব্যর্থতার আলংকারিক শিঞ্জন,
ঝরা শিউলি বিষন্ন হয়ে রাতের শিশির সিক্ততাকে করে অনুধাবন!!
-
আমার অনুভূতিরা হারিয়ে যাচ্ছে যোজন খানেক দূরে,
আমাদের সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে মিথ্যে অজুহাতে।-
রাতের কলিজা চিরে উপবাসী উষ্ণতার শিথিল অনুরণন ,
ফিরতি পথে আজও স্মৃতিসুরে বাজে হিয়ার ব্যর্থ নিক্কণ....
-
স্মৃতির ইশারায়, দগ্ধ হিয়ায় জাগে স্বপ্ন পূরণের আশা-
লাজ ভুলে, বানভাসি উষ্ণতায় তোমাকে পাওয়ার অভিলাষা..-
তোমার মনের অনুভূতি বুঝেও
ঠিক একই কারনে মনের কথা বলা বারন
মন মন্দিরে প্রবেশ করিতে চেয়েও
হাজার সংশয়ে জড়া এ মন।।-
আদর গলে চিবুক ছুঁয়ে, অনুভূতিরা কেন্দ্রে মিশেছে যেই;
স্পর্শ তোমার চিনে নিয়েছে শরীর, অনেক কাছের তুমিই আমার সেই!-
অনুভূতি দের পিষছি জাঁতাকলে, বুকের লালে ঠুকছি এখন পেরেক।
সম্পর্কে চিড় ধরেছে আগেই, ভুলতে আমায় না হয় বছর দেড়েক!!-