রৌদ্র বৃষ্টির লুকোচুরি খেলায়,
শুষ্ক ভুবন সবুজে সাজায়।
রঙিন শস্য, ফুলে-ফলে চোখ ধাঁধায়,
দীপ্ত রবির কিরণ বর্ষায়।
ক্ষণিকের ছুটি তোমারও তো চায়,
মেঘলা আঁচল ডাকলে তোমায়।-
সময়ের সাথে অভিযোগ গুলো যদিও হয়েছে মূল্যহীন,
তবুও জীবনে চলার পথে শত প্রশ্নের ভেলা এখনও হয়নি গতিহীন।।-
আমি মুহূর্তে বুনে চলি,
সন্দেহের সুতোয়
অবিশ্বাসের কাঁথা।
ক্রোধের আগুনে অনেকটাই বলি,
আনি ভালোবাসায়
তিক্ত বিষের ব্যাথা।
-
নিরুদ্দেশের
পথে হেঁটে হেঁটে,
তখন যখন...
যাবোই আমি
হারিয়ে,
স্মৃতিতে বোনা
সব দামি
খড়কুটো জ্বালিয়ে।
সেই ক্ষনের পর হতে,
একবারও কী আমায়
পড়বে মনে?
গভীর কোনো রাতে...
-
মনের এ অবাধ্য অনুভূতি
কোনোদিনও চায়নি তোমায় পেতে।
শুধু দিন গড়িয়ে প্রতি রাতি
চেয়েছে তোমাতে বিলীন হতে।।
-
ভিজে মাটির সাথে
শিউলি ফুলের গন্ধ।
আজ মহালয়ার ভোর মানেই,
দূর কাশ বনের থেকে,
ভেসে আসা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ।
আজ মহালয়ার ভোর মানেই,
আকাশে বাতাসে মায়ের আগমনী সুর বাজে।
আজ মহালয়ার ভোর মানেই,
শুভ শক্তির জাগরনে অশুভ শক্তি যাবে ঘুচে।
আজ মহালয়ার ভোর মানেই,
শত কষ্টের মাঝেও ঢাকের কাঠিতে,
সবার মনই সব দুঃখ ভুলে ধুনোচি হাতে,
ঢাকের তালে তালে উঠবে নেচে।
-
বর্তমানে আমার ছোটো সংসার,
কালিকলম, খাতা, চিন্তার পাহাড়।
এদের নিয়েই ব্যস্ত সারাক্ষণ,
আর অন্যপানে চাই না মন।
-
মার কাছে একটা কথা শিখেছিলাম...
"জীবনে চলার পথে হাজারও যুদ্ধ আসবে,
আর সেই যুদ্ধে তোমার একমাত্র অস্ত্র হবে
তোমার কালিকলম।"
-
আজ থাক না
গচ্ছিত এপে বন্দী।
পথ ভুলে কোনোদিন
না হয় যাবো বেড়াতে,
লুকিয়ে রাখা কঠিন
স্মৃতি হাতড়াতে।
-