কিছু জাএগা এমন থাকে..ছেরে তহ আশি কিন্তু স্ম্রিতি থেকে জাএ.. প্রক্রিতির প্রতি এক ভালবাশা এক গল্প এখানেই শুরু হএ জাএ!
-
।। মনের ভাবনা ।।
ভাবছ ভুলে গেছি? ভুলিনি তো,
ভুলে থাকা শব্দ টা আমার ডাইরীতে নেই।
ভাবছ দূরে সরে যাবে? পারবে না,
কোনো দিন তো কাছেই আসিনি।
ভাবছ কষ্ট দেবে? লাভ নেই,
এখন আর কষ্ট আমাকে ছুঁতে পারে না।
ভাবছ ভালবাসা চাইব? অসম্ভব,
ঐ চার অক্ষরের শব্দ আমাকে আর বাঁধতে পারবে না।
ভাবছ কাছে আসতে চাইব? প্রশ্নই আসে না,
আমি তো দূরে থেকেও তোমাকে পেয়েছি।
ভাবছ অধিকার চাইব? সেটাও তোমার ভুল,
এখন আর চেয়ে নিতে ভাল লাগে না।
ভাবছ সম্পর্কের নাম চাইব? আমি পাগল নই,
নাম দেয়া সম্পর্ক গুলো খুব পোড়ায়।
ভাবছ আমাকে ছুঁয়ে দেখবে? শুধুই কষ্ট পাবে,
আমি এক ছায়া মানব।
-
আজ তুমি থাকলে আমার চোখের জল গুলো মাটিতে পরার আগে তোমার কাঁধে পরত ❤
-
ঈষারায তুমি যতোই ডাকো,নাম না ডাকলে আমি শুনবো না তো,,,,
জোনাকি থাকুক যতোই শত পাহারার, চুল তো আমি উড়িয়ে দেবো,আর সাক্ষাতের কথা না হয় স্বপ্নে ভাববো!-
।। জানিনা তোমাকে কখনো পাব কিনা দেখতে
জানিনা তোমাকে কখনো পাব কিনা আমার দু'চোখের সামনে
শুধু এতটুকু জানি যতদিন আমি আছি রাখিব তোমায় এ-ই মধুর হৃদয়ে বড় আদরে
জানি বাস্তবে তুমি আমার নও
কিন্তু তোমার কল্পনা তো আমার দ্বারাই তৈরি আর তা কেউ পারবে না মুছতে।।
-
একবার কেউ মন কে বললো..
বলতো ভালোবাসা মানে কি ?
মন বললো হুম.. ভালোবাসা !!!!
ভালোবাসা মানে খুনসুটি আর
অভিমানী কিছু মুখভার
ভালোবাসা মানে ভেজা চুলে কিছু
বৃষ্টি ভেজা গল্প....
ভালোবাসা মানে নিজের থেকেও
বেশি করে তাকে চেনা
ভালোবাসা মানে তার দুচোখে নিজেকে
নতুন করে জানা.....
ভালোবাসা মানে দুমুঠো স্বপ্ন
দুটো মন কে উজাড় করে দেওয়া
ভালোবাসা মানে শত দুঃখেও
কারো হাসির কারণ হওয়া
ভালোবাসা মানে মন খুলে সব
মনের কথা বলা
ভালোবাসা মানে তার চোখে চেয়ে
সময় কাটিয়ে দাওয়া.....
ভালোবাসা মানে প্রতিবার দেখা
প্রথম দেখার মতোই
প্রতিবার দেখার আগেই বুকটা দুরুদুরু.....
ভালোবাসা মানে কারো কাছে তুমি
বাঁচার অন্য নাম
ভালোবাসা তুই থাকিস ভালোই
যতই দূরে না থাক.......-
নাম তার থাক না মনে, এবার ডাকবো ঈশারায়....
চুল সরিয়ে দেখবো তারে, শত জোনাকি থাকবে পাহারায়....-
ডাকনামে যদি ডাকতেই হয় তবে ডেকো সর্বসমক্ষে...
চেনা স্বর শুনলেই পিছু ফিরে সাড়া দেবো সবার অলক্ষ্যে...-
দূরত্ব বাড়লে গুরুত্ব কমে; নামটাও যে আজ ঝাপসা!
কেউ কী আমার অপেক্ষায় আজও, রয়েছে রেলিং ঘেঁষা?-