.
-
তোমার রূপে মুগ্ধ আমি যেদিন হয়েছিলাম
মৃত্যুবানে বিদ্ধ আমি সেদিনই মরেছিলাম
বাকি ছিল শুধু তোমার কানে
আমার এইটুকু বলে যাওয়া
থাকবেনা আর তোমার কাছে
আমার কিচ্ছুটি চাওয়া পাওয়া...-
ভাঙছে ও মন ভাঙুক তবু
চিৎকার করে কেঁদো
কাঁদছে ও মন কাঁদুক তবু
দুহাত খুলে বেঁচো
আর জুড়বে যেদিন সে মন
সেদিন তাকে একটু সময় দিও ।
-
You say that you love rain, but you open your umbrella when it rains. You say that you love the sun shines, but you find a shadow spot when the sun shines. You say that you love the wind , but you close your windows when wind blows. This is why I am afraid , you say that you love me too.
William shakespeare-
অন্তরতম সুপ্ত কাননে শৈল তুষার স্তূপ
হে তমা তব কামনা করিয়া
অগ্নি স্ফুলন উঠুক জ্বলিয়া
বিগলিত হোক , ধুয়ে মুছে যাক
বিগত দশক শতক যুগে
স্তূপীত বাক্য মোর।
অন্তরও বড় পীড়িত আজি
স্পর্শ কামনা হীন এ কানন,
হে দেবী তব করিব পূজন
অন্তর হতি তুলিয়া পুষ্প
করিব সমর্পন।
এ কৃপানের ধন করিও চয়ন
প্রার্থনা তবো চরণে তোমার,
যুগে যুগ ধরি ক্ষণকাল মতি
তুমিই মোর উমা লীলাবতী
যুগে যুগে তুমি হিমকান্ডারি
কখনো মোহ নতুবা শ্লোকে
করছি তোমারে চয়ন ।
- আকাশ
-
তোমায়
একলা পথের দুএক মোড়ে
তোমায় আমি দেখবো কত--
মুহূর্তকাল যাচ্ছে ছুটে, যাচ্ছে সময় অবিরত
কেশবিনুনির নকশিকাঁথায় কত হরেক রকম সুর
বিষাদবেলার হলদে কোকিল,এ যেন আমারই রোদ্দুর।
হয়না দেখা যখনতখন ,অথচ রোজ সঙ্গে থেকো
দেখা মোদের অনেক আগেই, এটা সাতনম্বর জন্ম জেনো..
বারবার তোমায় দেখবো বলেই,বারবার আমি আসবো ফিরে
একবার নয় আরো শতবার জন্ম নেবোই তোমার ভিড়ে ...
বিচ্ছিন্নতা ছিলতো আগেই,
তোমার প্রতি জন্মে পাইনি দেখা
যেদিন আমি বাউল হলাম,
সেদিন তুমি দূর এক তারা
শেষের সেদিন দেখবে কত মৌমাছিরা উঠবে ছুটে
আকাশ পাতাল দূরে ফেলে সব কান্না আসবে দুচোখ ফেটে
সেদিনও তুমি আমারই ছিলে ,আমি ছিলাম আমারই মতো
প্রতি জন্মের শেষে এভাবেই মিলন হবে অবিরত...
-আকাশ
-
জীবনে প্রথম বা শেষ বলে কোনো কথা হয় নাহ,
প্রত্যেকটা প্রথম তার নিজের মতো করে শুরু হয় আর
প্রত্যেকটা শেষও শেষ হয় তার নিজের মতো করেই..-
আগন্তুকের আবার শেষ চিঠিও হয় নাকি, সে হারিয়ে যাবে বলেই না আগন্তুক। তাকে কখনো দেখা যেতে পারে নির্জন দুপুরে , কখনো বা ওই ময়ূরাক্ষী নদীর পাশে পাকুড় গাছের তলায় বসে, কখনো বা প্রতিপদের রাতে জোৎস্নার আকাশে। তবে সে হারিয়ে যায়নি কোনোদিন, তুমি যখন খুশি তার স্পর্শ পেতে পারো, ওই যে যেদিন ঝড়ের হওয়া বইবে তোমার কানের পাশে, তাতে তুমি ওর স্পর্শ পাবে। যেদিন সন্ধ্যা আকাশে ঘরে ফেরা পাখির কান্নার সুর তোমার মনকে উথাল করবে , তাতে তুমি ওর সুর পাবে। বা ধরো যেদিন তুমি সব হারিয়েও তাকে পাগলের মত খুঁজবে, সেই খোঁজার মাঝেও তুমি তাকে ঠিক পাশে পাবে.. মিলিয়ে নিয়ো। কারণ হারবার হলে সে শেষে তোমাকে ঠিক বলে যেত ,
" ভালো থেকো" ।
-