তোমার মনোমুগ্ধকর সুরেলা কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ
মধুর সুর ধরে আমার হৃদয়ে বেজে বেড়ায়
তোমায় নিয়ে কল্পনার পুঁথি গাঁথতে গাঁথতে কখন নিশাকরের
কিরণ শেষ হয়ে পূর্ব অম্বরে দিবাকর জেগে ওঠে তা আমি বলতে পারবোনা।
আসলে কল্পনার জগতে সব কিছুই ভালো লাগে।
তোমাকে না পেয়েও ভালোবাসতে ভালো লাগে।
নয়ন জুড়ে তোমার স্বপ্নে বিভোর হয়ে থাকতে ভালো লাগে
ভালো লাগে তোমার সেই কাব্যিক চেহারার মুচকি হাসির রেখায় হারাতে
এই ছিলো আমার কল্পনার রাজ্য
চোখ মেললে যার অস্তিত্ব খুঁজে পাই আর
চোখ খুললেই যার অস্তিত্ব নিমিষেই বিলীন হয়ে যায়।
কিছু গল্প কখনো বাস্তবতায় জায়গা দখল করতে পারে না
শুধুমাত্র কল্পনার জগতেই তাদের সোভা বাড়ে।
-
[ R E P E A T ]
I just want to love you endlessly
Without any kind of expectations
I just want to love you with all my heart
I create a beautiful image of you in my little heart
Sometimes I chatter with you in my imagination
But I don't get any reply
It hurts me & sometimes it also makes me happy.
Isn't it beautiful?
-
Jane kitni dafa,
Humne apse mohabaat karne ke liye
Khud ko hi bhula diya
Jane kitni dafa,
Humne apko apni palkon par sajane ke liye
Khud ko hi rula diya
Jane kitni dafa,
Apko bhulane ki koshish mein
Phirse apse hi mohabaat kar liya.
-
বাস্তবতা এতো কঠিন কেন?
আমি যা ভাবি,যা কল্পনা করি, তার বিপরীত কেন হয় আমার সাথে?
যে ছোট ছোট জিনিসগুলোর মাঝে
আমার খুশি খুঁজে বেড়াই কেন তা আমার হয় না?
কেন সবসময়,সবকিছুতেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে
বুকে ভিতর সব যন্ত্রণা চাপা দিয়ে হাসিমুখে সব মেনে নিতে হয়?
কেন সবসময়, সবকিছুতে নিজেকে বুঝাতে হয়??
মাঝে মাঝে মনে হয় বাস্তবতা থেকে যদি অনেক দূরে চলে যেতে পারতাম কল্পনার মাঝেই থেকে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম
তাহলে হয়তো বেঁচে থাকার কষ্ট টা কম হতো।-
এলকা আমি, একলা আমার মন
দু'জনে মিলে গড়ি যে আমার স্বপ্নের ভুবন!!
নিস্তব্ধ রাত্রি, রিমিঝিম শুভ্রে আঁকা আকাশ
ঐ-যে জ্বানালার ফাঁক দিয়ে উঁকি মারে চাঁদ
চাঁদের আলো স্পর্শ করে আমার হৃদয়
আর সেথায় ভেসে বেড়ায় বেদনাময় স্মৃতির কাব্য
তারপর.......
অশ্রুর তরী তে বসে পাড়ি দেই সেই পুরনো দিনের পথে
একলা আমি,একলা আমার মনে স্মৃতির পথিক হয়ে গড়ি যে,,
তোমার আর আমার স্বপ্নের ভুবন!!-
Unke yaadon mein khoye rehte hai hum
Humary palkon mein samaye rehte hai woh
Dard-e-dil bhi gumshuda hai
Unke talash mein
Aise kaise koi bhala humein bhul jaye
Aye Sanam,,,,,
Tere dil ko bhi toh tujhse
Kabhi shikayaat hogi.
-
!! কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে তো যায়
কিন্তু তাদের স্মৃতি সবসময়ই আমাদের মাঝে জীবিত থাকে
স্মৃতির পাতায় তাদের বলা প্রতিটি শব্দ অক্ষত থাকে
শুধুমাত্র সেই মানুষটি দূরে কোথাও হারিয়ে যায় !!
-
You are my imagination
Not my destination
Mind knows
But heart doesn’t understand.
-
নিঝুম রাত্রি,,,তার সাথে ঝুমুরঝুমুর বৃষ্টির কোলাহল
মনোমুগ্ধকর এক ভালোলাগা!!
বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তালে তাল মিলিয়ে
ঝুমঝুম করে নেচে বেড়াচ্ছে!!
দিগন্তপানে তার সাথে তাল দিয়ে ঝড়ো হাওয়া বইছে
বৃষ্টির পানে অভ্র আকাশ আজ তার কৃষ্ণকলি রূপে অপরূপ হয়ে উঠেছে
আজ যেন এ-ই রাত্রিটি তার অপূর্বরূপে সেজেছে!!-
Safar shuru iss duniya se hai
Phir iss duniya kohi humare manzil bana lete hai
Kho jate hai iss duniya mein joh kuch
Pal ka taufa hai
Par hum ye sacch bhul jate hai ki
Manzil toh Mout hi tay hai.-