QUOTES ON #SUNILGANGOPADHYAY

#sunilgangopadhyay quotes

Trending | Latest
11 SEP 2021 AT 16:03

তোমাকে যখন দেখি, তার
চেয়ে বেশি দেখি
যখন দেখি না।
চড়ুই পাখিরা জানে
আমি কার প্রতিক্ষায় বসে আছি-
তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো!
সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি-
দেখা দাও, দেখা দাও,
পরমুহূর্তেই ফের চোখ মুছি।
হেসে বলি,
তুমি যেখানেই যাও, আমি সঙ্গে আছি!

- Sunil Gangopadhyay

-


7 SEP 2020 AT 16:54

শুভ জন্মদিন নীললোহিত।সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এর সঙ্গে পরিচয় ঘটে একটু বড় বয়সেই।যে বয়সে আমার মন
পরিণত।অনান্য কবি সাহিত্যিকদের মত,তুমি বাংলা সাহিত্যকে উপহার দিয়েছ-
অগনিত ছোট গল্প, উপন্যাস, কবিতা।আজও প্রেমের ঘোর লেগে থাকে"হঠাৎ নীরার জন্য"। প্রশ্ন হল: তুমি কেন আলাদা করে আমার ভালোলাগা? কারণ তুমি” নীললোহিত",তুমি "নীলু", কিংবা"ব্লু"।সাতাশের এক বাউন্ডুলে মন, তুমি উপহার দিয়েছ।তুমিই ভাবতে শিখিয়েছে আজও পাওয়া যাবে "দিকশূন্যপুরের" হদিস।এই অন্য পৃথিবীতে মানুষ বেঁচে থাকার ইঁদুর দৌড়ে নয়, সে বাঁচবে তার নিজের জন্য । বাংলা সাহিত্যে এমন অন্যরকম ভাবনা আর তার সৃষ্টির জন্য তুমি অনন্য।।

-



কেউ কথা রাখেনি
তেত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখে না

-


9 DEC 2021 AT 0:09

“আমি তোমাদের জন্য কি রেখে গেলাম ?
শুধু একটি মাত্র জিনিস,
আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন,
এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম ।”

-


17 JUN 2020 AT 17:20

"তোমাকে যখন দেখি,
তার চেয়ে বেশি দেখি-
যখন দেখি না!"
—সুনীল গঙ্গোপাধ্যায়।

-



শ্রদ্ধেয় সুনীলবাবু,

তুমি আজও জীবিত সহস্র বাঙালির রক্তে, সবাই তোমার নামে মাথা নত করে আবার তোমার নামকেই সাহস করে মাথা তুলে দাঁড়ায় । তুমিই আমাদের "মনের মানুষ" সুনীল বাবু, শুভ জন্মদিনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন । আর এই অবাংলার অধম বাঙালির শত কোটি প্রণাম তোমার চরণে আজীবনকাল ।

ইতি

-