Saheli Ghosh   (সহেলী ঘোষ)
16 Followers · 5 Following

চিরসাথীর জন্য স্বপ্ন তৈরি করি । আমার স্বপ্ন বিক্রয়ের জন্য নয় ।।
Joined 27 August 2020


চিরসাথীর জন্য স্বপ্ন তৈরি করি । আমার স্বপ্ন বিক্রয়ের জন্য নয় ।।
Joined 27 August 2020
14 FEB 2021 AT 22:38

শীতের চলে যাওয়া, মানে রুক্ষতার অবসান। নতুনভাবে সৃষ্টির সূচনা। আকাশে, বাতাসে একটা নতুন এর গন্ধ।
মানে হয় শিথিলতা কাটিয়ে সৃষ্টি কর্তা নতুনের সৃষ্টিতে ব্যস্ত। কোকিল এর আগমনী বার্তা। পাতাঝরার মরশুম শেষে, চিরহরিৎ এর আগমনী বার্তা। ঋতুর এই সন্ধিক্ষণ আমার বড় প্রিয়। অপেক্ষা শুধু তার আগমন এর।


সহেলী ঘোষ

-


3 OCT 2020 AT 11:12

অপ্রাপ্তির হিসাব কষতে কষতে
ভুলে যাই প্রাপ্তির সম্ভার
আমি পাই দূরত্বের কষ্ট,
তুমি রাখোনি খোঁজ আমার।।

-


29 SEP 2020 AT 19:03

এ জীবনে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ টাও মিটিয়ে নিতে হয়। তাঁর সাথে দেখা হলে,একবার চোখে চোখ রেখে বলতাম- আজও তোমার জায়গায় "তুমি"ই আছো। স্বসম্মানে।

-


29 SEP 2020 AT 11:58

তুমি চলে যাওয়ার পর
অপেক্ষাটা যত তীব্রতর হয়ে ছিল,
বুঝেছিলাম শত ব্যস্ততায়
তোমার কাছে থাকাটাই ছিল গভীরতম।।

-


29 SEP 2020 AT 11:54

কারণ তোর মত করে অবহেলা ও
কেউ কখনও করে নি আমায়।।

-


29 SEP 2020 AT 11:52

তোমার করা প্রতিটা অবহেলা
আজও ভীষন ভালো লাগায় আমায়।
এ অবহেলা ও শুধু তুমি ই দিতে পারো।।

-


29 SEP 2020 AT 11:49

আমার তোমাকেই লাগবে।
জানি তুমি আজ অনেক দূরে
এ বিশ্ব সংসার এ থেকে ও
তোমার আমার দূরত্ব
শত শত আলোকবর্ষ দূর।
তবু-
যে সময়ের জটিলতায় আক্রান্ত ছিল
আমাদের সম্পর্কের অসুখ,
আজ সে অনেক সুস্থ স্বাভাবিক।
প্রিয় নাই বা হলে-
চিরসাথী চিরন্তন হয়ে থেকো তুমি
আজীবন শুধু আমার মনের গভীর গোপনে।

-


29 SEP 2020 AT 10:52

তোর দেওয়া মুহূর্ত আর কথার ভিড়ে
মন খুঁজতে থাকে তোকে ।
তবু তোকে ছাড়া বাঁচতে হবে।
তুই তো এখন অন্য রকম
অন্য কারুর মনে।

-


27 SEP 2020 AT 13:18

তুমি বলেছিলে - অসম্ভব ।
আমি ও বলেছিলাম - অসম্ভব।
অসম্ভব ছিল "তোমার "থেকে যাওয়াটা,
আর অসম্ভব ছিল "আমার",
তোমায় ছেড়ে থাকাটা।।

-


24 SEP 2020 AT 19:01

কে বলে! শুধু মানুষে মানুষে ভালোবাসা হয়, আমি তো আকাশ দেখলে ভালো লাগায় মরে যাই।।

-


Fetching Saheli Ghosh Quotes