যে আগুন লাগায়, সে জানে না যার বুকে
আগুন লাগল -তার কতটুকু পুড়ল!
~কাজী নজরুল ইসলাম (কুহেলিকা)-
ও ক্রাশ,
তোমার ওপর ক্রাশ খেয়ে আমি সব গিয়েছি ভুলে 😍
মাস্ক পরেছি চোখে
আর Sanitizer দিয়েছি চুলে 😐-
Dont be too excited for new year
> Same wife
> Same Mother in law
> Same Boss
> Same salary
> Same pressure
> Same unfortune
-
It's feel awesome when you get your wish-listed gift from your parents.
They are real Santa of your life!!!!
❤️❤️❤️-
মানুষ শুধু স্মৃতি জমায় না।
কিছু গন্ধ, কিছু স্পর্শ, কিছু মুহূর্তও জমিয়ে রাখে।-
ভালোবাসাও আসলে বরফের মতন। বিশ্বাসের হিমাঙ্ক পেরোলে সে বরফ গলে যায়। আর সে বরফ গলা জলেই জন্ম নেয় ঘৃনা, বিদ্বেষ আর সন্দেহের ব্যাক্টেরিয়া।
-
সব মানুষের দমবন্ধ জীবনে একটা মানুষ দমকা হাওয়া হয়ে ঢুকে পড়ে। তছনছ হয়ে যাওয়া জীবনের একাংশে খোলা বারান্দা হয়ে দাঁড়ায়।
-
একদিন এক বৃদ্ধা নিজের দুই ছেলে, দুই বৌমা, নাতি-নাতনীদের সামনে বাড়ির দলিল রেখে বললেন
"আমার কথা যে সব থেকে বেশি শুনে চলবে, আমি তার নামে এই দলিল টা লিখে দেবো"
সঙ্গে সঙ্গে নাতি নাতনি
"এই চল চল, আমরা খেলতে যাই। দলিলটা দাদুর। দাদু ছাড়া আর কেউ পাবে না ওটা"
😂😂😂😂-