স্রোতস্বিনী  
52 Followers · 45 Following

Joined 7 April 2018


Joined 7 April 2018

আমি তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইছি,
আপ্রাণ চেষ্টা করছি তোমাকে ধরে রাখার ;
অথচ তোমাকে হারিয়ে ফেলছি
প্রতিদিন , প্রতিনিয়ত ;
একটু একটু করে ক্ষয়ে যাচ্ছ তুমি,
আমার চোখের সামনে -
কিন্তু, আমার কিচ্ছু করার নেই,
আজ আমি অসহায়।।

-



সুখ হয়ে যাবে তা
সোনালি আলোর স্পর্শে ।

-



সবকিছুই ক্ষণস্থায়ী
চিরস্থায়ী নয় কিছু
সুখ রয় যেখানে
দুখ রয় তারই পিছু।।

-



কেউ কথা রাখেনি
তেত্রিশ বছর কাটলো
কেউ কথা রাখে না

-



সন্ধ্যা ঘনায় আকাশে
নিস্তব্ধ হয়ে যায় চারিপাশ
ওঠে ঝড় আসে বৃষ্টি
আরও একবার
সবুজ হয় সৃষ্টি ।।

-



তাই আজ রোদের সাথে আড়ি

-



কাছের মানুষটির দাম আমরা
তখন দিই
যখন তাকে আমরা আর
কাছে পাই না ।।

-



উড়ে যাক যত গ্লানি- জরা
শান্ত হোক ধরা
নির্মল হোক ধরণী।
ধুলিস্নাত ধরিত্রী পবিত্র হোক
নির্মল বৃষ্টিকণার স্পর্শে ।।

-



মেঘলা দিন
অখণ্ড অবসর।।

-



হারিয়ে যাব আমি প্রকৃতির মাঝে;
যেখানে সবুজ স্নিগ্ধ পাহাড় আছে,
উচ্ছল পাহাড়ি ঝর্না আছে,
আর আছে একরাশ অপার মুগ্ধতা ।।

-


Fetching স্রোতস্বিনী Quotes