সৌরভ ভট্টাচার্য্য   (কলমের কলম্বাস)
19 Followers · 12 Following

read more
Joined 29 June 2018


read more
Joined 29 June 2018

হয়তো কখনো আকাশের বুকে খুঁজেছি তোমার মুখ
বৃষ্টি এলে দাঁড়িয়ে থেকেছি একা, পেয়েছি অঢেল সুখ
হয়তো কখনো একা চলতে চলতে থমকে গেছি
ছায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকেছি,
সে আমায় বুঝিয়ে দিয়েছে সত্যি বাঁচার কারণ
নিজেকে ফেলে অন্য কারোর প্রেমে পড়া বারণ..

© মনবালিশ || Monbalish

-



বাঙালির বাংলা ভাষা

এই স্তম্ভ মোদের নিশ্চুপ শ্রোতা
দিনরাত্রি বাংলা উচ্চারণের,
ওই রক্তমাখা অর্ধোত্থিত সূর্য সাক্ষী
ভাষার স্বাধীনতায় উৎসর্গ জীবনের,
এই ভাষাতেই অশান্তি করি,
আবার শান্তি আসে পিছু পিছু
কত কথা বলা হয়ে যায়
তবু রয়ে যায় কত কিছু ।
যুদ্ধ শেষে ক্লান্তিতে
এই ভাষা-ই থাকে পাশে
অন‍্যায়ের তরে প্রতিবাদ
এই ভাষা-ই নিয়ে আসে,
দাম দিয়ে যারে যায়না মাপা
এমনই অমূল্য মোদের মাতৃভাষা
যার কারণে ডাকতে পারি 'মা'
সেই আমাদের বাংলা ভাষা 🥀

✍️ সৌরভ ভট্টাচার্য্য (কলমের কলম্বাস)

-



ছন্দে ছন্দে ভাসে জীবন
কখনো শব্দে, কখনো সুরের তালে,
পৃথিবীতে সবাই একা
জড়িয়ে আছে মায়ার জালে;
সেই জাল পেতে আমি কাটব ফাঁদ
মৃত্যু শিকারে অপেক্ষারত,
বাঁচবো আমি যেভাবেই হোক
মনের মানুষ না পাওয়া পর্যন্ত ।

-



চোখের কোলে সন্ধ‍্যে নেমেছে
মনের মাঝে রাত
শরীর চাইছে শরীর
ভালোবাসাটা বাদ,
সেই ভালোবাসাকেই আগলে রেখেছি
কামনা থেকে দূরে, তিমিরের চাদরে
খুঁজছি এমনই একলা মন
উত্তরাধিকারীর দায়িত্ব দেওয়া যায় যারে ।।

✍️ কলমের কলম্বাস

-



জানিনা কবে হারিয়ে যাব, আলোয় কিংবা অন্ধকারে
আবার যদি দেখা হয়, শালবনের ধারে
হয়তো খানিক কথা হবে, হয়তো খানিক হাঁসাহাঁসি
তবু দুঃখ-টাতো বুকের ভেতর আজও বেঁচে, হয়নি ফাঁসি ।

✍️ কলমের কলম্বাস

-



একদিন অনেক দূর থেকে এক ফুলের সৌরভে মোহিত হলাম, ভালোবেসে ফেললাম । কিন্তু যেদিন কাছে গেলাম, ভয়ে পিছিয়ে এলাম সাত পা । সে যে সৌরভের জালে ফাঁসিয়ে আমাকে শেষ করতে চেয়েছিল ।

ঠিক ৬ মাস পর ...

প্রতিদিন লক্ষ্য করি, একটা উজ্জ্বল নীল রঙের একটা মিষ্টি ফুল আমার দিকে ভালোবাসা ভরা দৃষ্টি নিক্ষেপ করে বসে থাকে একা একা । কিন্তু সেখানে এক কণা সৌরভের আভাসমাত্র নেই । তাই একদিন সাহস করে এগিয়ে গেলাম, ওর দীপ্তিময় নীল পাপড়ির আলোয় সমস্ত অন্ধকার মৃত‍্যুবরণ করেছে । আমি ভালোবেসে জড়িয়ে ধরলাম । সে আরও উজ্জ্বল হয়ে উঠল । দুটিতে মিলে এক হয়ে গেছি, ওর নীলের প্রত‍্যেকটা অণুতে আজ আমি বিরাজমান ।

-



পারদের কাঁটা যখন ছোঁয় একশো চার
আশাপাশে শুধু তুই বারবার প্রতিবার ।

-



জন্মদিনের wish -এর চোটে
বন‍্যা এসে যদি ভাসিয়ে নিয়ে যায়
তুমি কিন্তু wish কোরো না,
চুপচাপ দাঁড়িয়ে থেকো দূরে;
তবেই তো তোমার হাত ধরে বেঁচে উঠব আবার
নতুন করে, নতুন জন্ম হবে ।

-



Definition of HOST :-
Which GHOSTS are not genious, they are called as HOST.

N.B. ― 'G' for Genious.

-



তোদের সাথেই দূর্গাপূজো, আনন্দ হুল্লোড়
ষষ্ঠী থেকে শুরু করে দ্বাদশীর ভোর
বছর বছর দেখা হবে এই আশাতেই একটি বছর
দিন গুনে যাই আপনমনে অপেক্ষাতে তোর ।

-


Fetching সৌরভ ভট্টাচার্য্য Quotes