মনের খুশি গুলো যদি, দুঃখীজনে দিতে পারতাম...
তবে মনের মিষ্টিভাষা গুলো সমন্ধে, গভীর ভাবে জানতাম!!!-
একটা দুটো মন ভাঙলে কি
সত্যিই খুব ক্ষতি হয়ে যায় ?
রোজ রোজ হলদে সুখ খুঁজতে
তোমার ক্লান্ত লাগে না ?-
আজ অফিস-বাঙ্ক্ করবি চল..
জোর ঝাড় দিক ম্যানেজার -
তোর সঙ্গে ফাঁকা বাসে উঠে
ঘটিগরম খাবো দশ টাকার..-
শুকপাখির ঠোঁটে মিশেছিস
আমার দুই নিলয়ে রক্তক্ষরণ
জ্বলন্ত আগুনে আকাশে আষাঢ়ে
জ্বলন্ত হৃদয়ে স্তব্ধ মন!-
Korenu ejaak botah bisari habathuri khaisu aji....?
Kihor unmaad loboloi mon jai aji...?
Mon jai...bohut xopun dekhiboloi..
Mon jai..bohut kiba koriboloi..
Kintu.. jodi ujuti khau??
Hoitu xeibabe kunubai koisil....
Junoloi haat melibo napai...
Dhuki puar aagote xori poribo paru...-
भुला तो सकता नहीं तुझे मैं
वाचाल हो जाऊँ या मौन हो जाऊँ
तुही बता तेरे इश्क़ में कौन हो जाऊँ
फ़ैज़ हा जाऊँ या जौन हो जाऊँ-
Roses are red,
Violets are blue,
I have both, blue and the red,
I just call them mom and dad ❤❤❤-
ধরো এমন বাদল দিনে দেখা হলো আবার,
ধরো এমন মুক্তমনা বর্ষণে দেখা হলো আবার...
ফিরিয়ে থাকবে মুখ নাকি উন্মুক্ত হবে চিবুক,
ফিরিয়ে দেখবে অতীত নাকি উন্মুক্ত হবে দুটি ঠোঁট...
মনে পড়বে অনেক কথা,বহু কথকতা
মনে পড়বে অনেক ভুল,বহু ভুলের মাশুল!
থাকবে বহু বিরক্তি,বহু না বলা কথা
থাকবে নিস্তব্ধতা,বহু না ভাঙা অভিমান...
সেদিন কি আবার এক হবার কথা ভাববে?
সেদিন কি সব ঠিক করার কথা ভাববে?-
If you're poor but you have a beautiful heart believe me, you're the richest person in my eye.
-
আজকে আবার নরম খেয়ালে
আলতো আদর খুশির কোলে
মিশছি তোমার শরীর সুখে
মরন কামর বাঁকা চোখে
সময় হ্রদে স্রোত থেমে নেই
কিন্তু তরী বাঁধা সেই পাটাতনে
বিরক্তিতে ঘামছি আমি
মধ্যরাতের জ্বালাতনে
কথা বেশী নেই,হারাচ্ছে খেই
অল্প আলাপ বড্ড বেশী
শুকোচ্ছে ঘা ঢালছো তুমি
উপুর করে বিষের শিশি-