দুগ্গাপুজোর হলো ইতি, লক্ষীপুজোও হল,
অমাবস্যা ঘনিয়ে এল, শ্যামাপূজা এল।
যিনিই দুর্গা, তিনিই কালী, সকল নারীর প্রতিনিধি। শক্তিরূপেণ দেবী তিনি পাপের বিনাশিনী।
মুন্ডমালিনী, চন্ডালিনী, অসুরনাশিনী দেবী, স্বামীর বুকে পা রেখে তিনি হলেন লজ্জাবতী।
নিশিও কালো, কালীও কালো, তবুও তিনি দেবী, পুজো করে মর্তবাসী, মায়ের চরণ ধরি।
কালীরূপী অবাধ্য মেয়ে চায়না কেউ ঘরে, রূপে গুণে চায়না বধূ শ্যামার মতোন করে।
তবুও নারী বাধ্য হয় প্রতিবাদী হতে,
শয়তানদের মুখোশ খুলতে অস্ত্র তোলে হাতে।
Souradipa-
13 NOV 2020 AT 23:49
19 NOV 2020 AT 19:27
ढंगा गांव के काली माँ के महिमा अद्भुत
बिना आशीर्वाद के कोई घर न लौटे
सबहक आश पुरइबैत छथिन मैंया
हमर आश पूराबु हे🙏🙏🙏-
24 OCT 2017 AT 12:58
আমি বরং খিল তুলে দি তোমার দেবালয়ে
জেগে থাকার ভান কোরোনা, মিছেই মোদের ভয়ে!-
20 OCT 2017 AT 13:48
If God has the power to change our fates, you are just a mere puppet🙏
-