I value and respect each and every relationship separately 🙂
We have different places in our hearts for different ones. 🥰
✍️ Souradipa Ghosh ❤️-
যে প্রণয়ীর হাত, প্রেয়সীর রক্তে মেখে থাকে,
সে আর যেই হোক, প্রেমিক নয় বটে!
প্রেম ভাঙলে, যে প্রেমীর মন খুন করবে ভাবে,
প্রেমে পড়ার অধিকারই বা কে দিয়েছে তাকে?
কলমে: সৌরদীপা ঘোষ-
।। প্রেম, রাজনীতি ও যুদ্ধ,
কোনো কাপুরুষের নয় কম্ম ।। ❤️
✍️ সৌরদীপা ঘোষ-
আপনার শরীরের মধ্যে আপনার আত্মা বসবাস করে;
সুতরাং শরীরের যত্ন নিন
কলমে: সৌরদীপা ঘোষ-
Take care of the body in which your soul is living every day.
✍️ Souradipa Ghosh-
She cried and said, "No, Never"
He smiled and replied, "Yes, Forever"
✍️ Souradipa Ghosh-
কিছু সম্পর্ক অযত্ন আর অবহেলায় অচিরেই মরে যায়।
থেকে যায় মরিচা ধরা মলিন স্মৃতিগুলো মনের খাতার উল্টে ফেলা কোনো কোনো পাতায়।
কলমে: সৌরদীপা ঘোষ-
বুঝলে প্রিয়,
আসলে যারা লেখালেখি করে তাদের কোনো আবেগ কখনোই ফেলা যায় না বা তা বিনষ্টও হয় না কখনো। কারণ কোনো না কোনোভাবে ঠিক কোনো না কোনো উপন্যাসের চরিত্রের মধ্যে দিয়ে সেই আবেগ ডানা মেলে আত্মপ্রকাশের সুযোগ পাবেই পাবে।
সে রাগ হোক, বা দুঃখ, বা হোক কোনো জীবন সংগ্ৰামের গল্প, এক সময় তা ফুটে উঠবেই প্রিয় কোনো চরিত্রের রঙের সঙ্গে নিজের রঙ মিশিয়ে। 😍❤️
কলমে: সৌরদীপা ঘোষ-
জীবনের পথে যত অগ্ৰসর হলাম তত বুঝলাম,
কিছু মানুষের কাছে খারাপ হয়ে থাকা ভালো তাহলে অন্তত নিরাপদে থাকা যায় এবং তাদের হাত থেকে নিস্তার পাওয়া যায়। নিজেকে বাঁচানোর জন্যে কখনো কখনো কিছু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করাটাই সমীচিন।
✍️ সৌরদীপা ঘোষ-
Going through immense pain, a lot of conspiracies, negativity, back stabbing and experience, I have learnt the lessons of my life, and as a result, I have become an independent, fighting soul...🙂
✍️ Souradipa Ghosh-