ভালোবাসা চাই
ফসলের ঘন সবুজ নিবিড় বুনোটের ভিতর
আলুলায়িত স্বপ্নের মত ভালোবাসা চাই।
বিষণ্ণ ধূসর রঙের সূর্য যখন ডুবে যায়,
অন্ধকার জঠরে বন্দি থাকা শিশির বিন্দু
নির্মেদ চাবুকের মত রাত্রির শরীরে
চুম্বন এঁকে দেয় ঘাট মাঠ প্রান্তরে।
শতাব্দী প্রাচীন বটের শরীরে,মিশে
যায় নক্তচর.....
সুবর্ণরেখার জলে রুপোর পাতের সরণ
সমস্ত কিছু আকন্ঠ শুষে নেওয়া
দিনের আলোর মত প্রেম চাই।
-
জীবন আজ অন্য পথের বাঁকে
দ্রুততায় থমকে গেছে স্মৃতি
শতেক যোজন দূরের পথিক ওগো
শেষ লগ্নে অনুভবে থেকো তুমি।-
রাত তুমি থেকে যেও প্রেমিকার নীরে
টুপ টাপ কুয়াশার কথাহীন ভোরে।
যে শিশু মায়ের কোল ঘেঁষে দেখে স্বপ্ন
দেয়ালা থাকুক তার আজীবন লগ্ন।
-
যুদ্ধ হোক যুদ্ধ চাই এটাই কেবল সমাধান
রক্ত ঝরলে এক ফোঁটা, করাবো তোমায় রক্তস্নান।
ভাই পুত্র স্বামী সন্তান বোন কন্যা সবাই ঘরে
আমি বাপু দারুন আছি যুদ্ধ যুদ্ধ জিগির তুলে।
দেশ নেতারা ঠান্ডা ঘরে,গরম চায়ে চুমুক দেন
পুলওয়ামা, বালাকোট মানচিত্রে চিনে নেন।-
অমর একুশে
মর্মে মিশে,
রক্ত লিপি
ধর্ম ভেদী
যোগায় প্রাণে
রসদ মনের
ভাই কে টানে
বুকের মাঝে
মাতৃভাষার
কপাল চুমি
শহীদ ভাই এর
শপথ স্মরি।
-
গৈবী অনলে পুড়ে যাক যত গতজন্মের পাপ
কান পেতে শোনো,শুনতে পাচ্ছ? ইহজন্মের ডাক?
পরজন্মের দোহাই দিওনা, দোহাই সবার কাছে
যা কিছু আছে এইখানে, এই মুহূর্ত, সবার কাছে।-
শনিবার এখন বার্তাবহ...
থেমে থেমে কু ঝিক্ঝিক্ সলতে নেভা মহাকাল..
দাড়ি কমা কোলন ড্যাস এর জমতে থাকা তাল বেতাল।
সব ই এখন গাত্রদাহ।
একটু আধটু সহ্য কর।
সকাল থেকে বালিশ কাঁথা যত্রতত্র এটো কাঁটা।
হাঁটতে গিয়ে মনে পরে ঘড়ির কাঁটার বড্ড তাড়া।
বাস্তু সাপের মন্ত্র পড়।-
স্থির থাক লক্ষ্যে--
চোখ নিচু, মন দৃঢ়
বিশ্বাস চিত্তে
তীর গিয়ে গেঁথে গেল
মৎসের চক্ষে।
স্থির থাক সত্যে--
অবিচল মন থাক
প্রলোভন দূরে যাক
ভীতিহীন , শৌর্য
রাজা হরিশ এর বক্ষে।
স্থির থাক কর্মে--
টাকাকড়ি,সোনাদানা
অবহেলে সরিয়ে
উন্নত মস্তক,বিদ্যার আলয়ে
স্বামীজীর ছায়াতে।
স্থির থাক বাক্যে--
হিংসা ও মারামারি
দূর কর হানাহানি
হাতে হাত মিলিয়ে
বুদ্ধের স্মরণে।
-
সবুজ তোমার চোখের ফাঁকে
সবুজ তোমার মনে
সবুজ তোমার চিন্তাধারা
এইকালে এই স্থানে।
খোলা আকাশ,মুক্ত বাতাস
সবুজ এর মখমলে
সবুজ এর সাথে লাল নীল ফুলে
আহা! কি বাহার তাতে।
সবুজ এর মাঝে প্রাণ পায় জড়
ছুটে চলে সেই গতি
সবুজ নাড়ির টঙ্কার যেন
নাভিমূলে টান রশি।
-