টেবিলের উপর আবার লাল গোলাপটাকে দেখে চমকে উঠলাম! প্রতিবছর এইদিনে গোলাপটা পাই, কিন্তু চুপিসারে পাঠায় কে?
হঠাৎ দেখি আমার খোলা ডায়েরির একটা পাতা উড়ে এল।
লেখা- "তোমাকে দেখেছি- ছিলাম যখন অনেক জন্ম আগে..."
সামনে বড্ড চেনা ছায়ামূর্তিটা...চিৎকার করে উঠলাম- "তুমি!!?"-
▶লিখতে ভালোবাসি- ভালবাসায় লিখি।
ভাল-'বেসে'ও লিখি, ভাল... read more
এখন আমরা ব্যস্ত ভীষণ,
যন্ত্ররা আজ মোদের পুঁজি,
'যন্ত্র'-না তাই ব্রাত্য এখন,
ধোঁয়ার বৃত্তে কষ্ট খুঁজি।-
Sometimes, people provide so easy solutions-
"Why do you think too much?"
"What's the problem, you can share easily!"
"Just laugh and enjoy- everything will be fine!"
If dealing with problems was that easy, then we didn’t need any psychiatrist in the world!
Only advice might be enough for mental health!-
গতকাল প্রাতে উঠিয়া প্রভাতে ছাড়িয়া আপন ধাম,
চলিলাম নিতে কাঙ্ক্ষিত টীকা- কোভিশীল্ড যার নাম।
নির্বিঘ্নেই ফোটাইল প্যাঁক- হইলাম ভারী খুশি,
কোভিড আসিলে এবার ওনারে মারিব সবলে ঘুষি।
ওগো প্রিয়তম, বিধি বাম মম, দিন না হইতে পার,
জ্বর-মাথাব্যথা- গায়ে ব্যথা আসি চাপিয়া ধরিল ঘাড়।
"ফ্রীতে আজকাল কিছুই দেয়না"- কোথায় রয়েছে লিখা?
জ্বরের সঙ্গে ব্যথা বেদনাও ফ্রীতে দিয়ে দিল টীকা!-
পাতায় পাতায় আবেগ লেগে থাকা,
প্রেমের নিশান হারিয়ে বুঝি যাবে?
সব প্রেমিকের জামার ভাঁজে খোঁজো,
কলেজস্ট্রীটের গায়ের গন্ধ পাবে।-
খুব অগভীর জলের সীমা নির্ধারণ করাটা
অনেকের কাছে ক্লান্তিকর।
আর সেই একমুঠো ক্লান্তি নিয়েই কিছু মানুষ বাঁচে।
তুমি জানবেনা কোনওদিন,
সেই একমুঠো ক্লান্তিতে আমি সারারাত জেগে থাকি।
জন্মের পর জন্ম অতিক্রম করে
নস্ত্রাদামাসের মত স্মৃতি হাতড়ে ফিরতে হয় আমাকে।
কারণ আমি বলতে শিখিনি- "ভালোবাসি"।
কারণ আমি নিঃসাড়ে লুকিয়েছি সেই অনুভূতি,
যেগুলো তোমার আড়ালে আমাকে ঘুম পাড়ায়।
কারণ আমার জারকরসে মিশে যায় তোমার নিস্পৃহতা।
খুঁজে নিতে হবে না তোমাকে।
কোনো এক মুহূর্তের ভুলে তুমিও নস্ত্রাদামাস হোয়ো,
হয়তো পেতে পারো আলতামিরার অন্ধকারে। নগ্নতায়।-
স্পর্শ মেখে উষ্ণতর, জীবন দিয়ে বেঁধে,
মৃত্যু এসে পায়ের কাছে জড়িয়ে ধরে যত,
মায়ের স্নেহ, বোনের ছোঁয়া, ভাইয়ের আশ্বাসে,
সব আদরই বর্ষা নামায় আলিঙ্গনের মত।-
অজানার পথে হেঁটে গেছে স্বাধীনতা,
দেশের সীমানা দেশেতেই ভেঙে পড়ে,
রক্তের দাগে ফোঁটা ফোঁটা বিদ্বেষে
দিন মরে যায় চিরায়ত পরিসরে।
অসির আঘাতে স্মৃতিদের পাতা ওড়ে,
বিদেহী জীবন অতীতের ধুলো মাখা,
মিথ্যে আজাদি কালিমার মত মেখে,
নেতাজী এখনও হৃদয়ের তাকে রাখা।
গোল চশমায় ভেদ করে গেছে ক্ষোভ,
সৈনিকবেশে আজো আসে জানুয়ারী,
রক্ত দিয়েছি- পাইনি তো স্বাধীনতা!
হৃদয়ে জমেছে মৃতদেহ সারি সারি।
শুনেছি বিমান ভেঙেছিল নাকি পথে!
তাই হারিয়েছে আজাদ হিন্দ পদাবলী?
সুভাষ মরেনা- শুধু রহস্য আজো,
কমিশন ফুলে দিয়ে যায় অঞ্জলি।
এখনও পায়ের শব্দ শুনেছি, জানো,
এখনও সাহস মিশে যায় গৈরিকে,
ভাঙা বিমানের মৃতদেহ বুকে চেপে,
এখনও সুভাষ চেয়ে থাকে অনিমিখে।
এখনও সুভাষ চেয়ে আছে অনিমিখে।।-