QUOTES ON #DOL

#dol quotes

Trending | Latest
19 MAR 2019 AT 12:44

Colour is enlighten,
When it is played.
Playing with colour,
Comes through festival.
Festival comes through culture,
Culture are explored as Dol or holi.
Dol or holi bouyancy on the season of spring.
Season made heart to spring up with colour.
Colour makes another mind to come close to soul,
Soul plays with this mind for getting heart.
Mind bouyancy on the season of spring,
Soul and heart fulfills their wishes.
Heart explore dreams for the soulmate.
Soulmate shows the track of path for the soul.
Soul dance with soulmate,
In music of spring season.
With the Twitter of birds,
Makes the music of festival,
In this occasion of colour.

Hey " soulmate"
I would like enlighten you by the splashed of this colour
So, your face enlighten me with smile of heart.
I would like to soul kiss you.
Until the music of festival ends.
Dance with you on every steps.
On this season of spring.
I would like to bouyancy.
Till the track of path of dreams and wishes fulfills.










-


1 MAR 2018 AT 12:02

সেদিন ছিল দোলপূর্ণিমা।শান্তিনিকেনে গেছিলাম দোল খেলবো বলে।বন্ধুরা মিলে হৈহৈ করে দোল খেলার কথা।ওখানে পৌঁছে হাতে আবির নিয়ে বন্ধুরা মিলে দোল খেলছি এমন সময়ই মাঠের মধ্যে 'সে'এলো তার বন্ধুদের সাথে।
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তার দিকে,সে আমার দিকে এগিয়ে এলো আর তার দুহাতের লাল আবিরের ছোঁয়াতে আমার দুগাল ভরিয়ে দিলো।আমার শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল!এ যে প্রথম প্রেমের ছোঁয়া,শিহরণ তো খেলবেই!সেই আমার প্রথম দোল তাও আবার তার সাথেই❤
আমিও এবার সম্বিৎ ফিরে পেয়ে আমার দুহাতের গোলাপি আবিরের ছোঁয়ায় তার দু গাল ভরিয়ে দিলাম আর সে হাসলো এক মিষ্টি হাসি,সে হাসিতে প্রেমের জাদু আছে,যে হাসিতে বশীকরণের ক্ষমতা আছে!চুরি করে নিলো সে আমার সমস্ত হৃদয়,মনপ্রাণ❤
সে বুনে দিয়েছিলো আমার মনে প্রথম রঙের ছোঁয়া,যাতে বুঝেছিলাম এই দোলযাত্রায় কেন এত ভালোবাসা ছড়িয়ে থাকে!সেই আমার প্রথম রঙের দাগ,আমার প্রথম রঙের প্রেম।বুঝেছিলাম পৃথিবী কত রঙিন,কত মায়াময়❤

-


2 MAR 2018 AT 14:51

•আমার দোল•

কেটেছে উনিশটা বসন্ত আমার,
আবির আজও স্পর্শায় না।
পেতাম ভয় রঙ মেখে ভূত হওয়ার,
দাবি ছিল,আবির ছাড়াই বসন্ত হোক সবার।

ঐ যে দূরে পথের ধারে কৃষ্ণচূড়া তলে,
অবোধ শিশু রঙের ভাবে ধুলো মেখে খেলে;
মনের কোণে অন্য আমি উঁকি দিল তখন,
বলল হেসে,পারো যদি রাঙাও ওদের স্বপন।

মনের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে এলাম যখন,
মিষ্টি নিয়ে রঙের ডালি অপেক্ষমান তখন।
কচি মুখে খুশির ঝিলিক এনে দিল রঙ,
ধূসর থেকে প্রাণ পেল রঙিন আবরণ।

বিশের বসন্ত ছড়িয়ে দিল খুশির রেণুদল,
রঙ ছাড়াই তৃপ্তি দিল রঙিন খুশির পল।
বিনা আবিরেও রঙ পেল খুশির মধুমাস,
কবিতায় স্মৃতিচারণ মোর দোলের সুবাস।।

-


31 JAN 2018 AT 14:27

Some day WORDS become less to
Depict
Our
LOVE
.
.
👇
EYES will be sufficient for it
👀 😍

-


2 MAR 2018 AT 12:33

স্মৃতিতে গাঁথা দোলপূর্ণিমার দুপুর

মনে পড়ে এগারোটা বছর আগে সেই দোলের দিনের কথাগুলো। যেদিন আমি তোকে প্রথম ভালোবাসার কথাটা মুখ ফুটে মনে দৃঢ় বিশ্বাস আর সাহসের সঙ্গে বলেছিলাম। আর বলার পর তুই আমার মুখে ভয়ের ছাপ দেখে খুব হেসেছিলি। দোলের দিন সবাই যখন রঙ খেলায় ব্যস্ত, পাড়ার গলির কলতলার এক ধারে আমরা দুজন তখন কিছু মুহূর্তের জন্যে একে অপরের প্রেমে মগ্ন হয়েছিলাম। প্রথমবার দেখেছিলাম তোর মুখে একরাশ হাসির ছটা। ভালোবাসার কথা বলতে গিয়ে তুইও একটু লজ্জা পেয়েই বলেছিলিস, 'আমিও তোকে ভালোবাসি আবির, কিন্তু আজকের দিনে, তুই এই অবস্থায়, আমাকে বলবি এইসব কথা, আমি ভাবতেও পারিনি।' জীবনের বাকি দোলগুলোও তোর সঙ্গেই কাটাব বলেই আমি ওই দিনটায় প্রতিশ্রুতিবদ্ধ হই। ভালোবাসার লাল আবিরে আমি তোর সিঁথিকে রাঙিয়ে দিয়েছিলাম ওইদিন। মজা তো হয়েছিলো সবথেকে বেশি তখন, যখন আমার দিদি আর তোর দাদা এই কান্ডটা দেখে ফেলেছিল। আমরা একে অপরের হাত ধরে বসে যেইসব কথাগুলো বলছিলাম সব ওরা শুনে নিয়েছিল। তারপর যদিও জীবনের বাকিটা পথচলতে আজ অবধি ওরা অনেক সাহায্য করেছে নাহলে হয়তো আজ তোর সিঁথি সিঁদুরে রাঙানোর দিনটা আসত না, অদিতি।
(বাকিটা নাহয় ক্যাপশনে রাখলাম...)

-


1 MAR 2018 AT 11:09

ভেবেছিলাম কারুর সবুজ চোখের মনিতে ভিজব। ভেবেছিলাম কারুর পায়ের ধুলোধূসর রঙে অথবা কোনো বনানী মেয়ের মাসিক রাতুল রঙ হাতে ভরাব! আশা ছিল প্রকৃতি
অন্তত আমাকে শ্যামলে ভরাবে!
কিন্তু কোনো আশা পূর্ন হয় নি, কেউ কথা রাখে নি শুধু সে ছাড়া! যার হাতের বাসন্তী রং আমার বছর চতুর্দ্দশীর বর্নহীন মনে প্রথম রং পরত ফেলেদিয়েছিল! তখনই বুঝেছিলাম যে জীবনটা বর্নহীন নয় আবার গাঢ়ও নয়! জীবন সহজ সরল আর রঙিন!

-


1 MAR 2018 AT 16:01

হাতের তালুতে পিষ্ট করিস আদর রঙা আবির ;
পরের বসন্তে চুপটি করে আমায় করিস নিবিড় !

-


1 MAR 2018 AT 11:07

আজ অস্তিত্ব সংকটে মন
জানিনা কি কারন
রাঙা আভায় যখন সারা আকাশ রামধনুর রঙ নিতে ব্যস্ত
আমি তখন একলা ঘরে
ভালো না লাগা জিনিস গুলোকে ভালো লাগানোর খেলায় মত্ত
আমার আমিকে চিনতে ব্যর্থ
কখনো তোমার মত কখনোই আমার মত না
ব্যর্থ চেষ্টা রঙিন হাওয়ায়
কখনো লাল , নীল, সবুজ কখনো হলুদ কার্ড
হয়ে এসেছে ওরা ।
একা নয় অনেকে ছিল
ভ্রান্ত আলাপ শুনিয়ে গেছে
একবর্ণী দৃশ্যমান আলোকে করে দিয়ে গেছে বহুবর্ণী।
না আমি লাগাইনি, সেই রঙ আমার লাগেনা, শুধু দেখেছি
যে ঘৃণা জন্মেছে ওই রঙের আবেশে
তা ঘোচার নয় ।
যে পথ আমার নয় সে পথে হাটা দুষ্কর ।
ভালোবেসেছি তোদের সে পথে অনায়াসে হাটার ধরন।
আজ আর রঙিন হয়না পদতল, রঙ আজ সবার উর্ধ্বে
আমি তো আর সবার নই । মেলেনি কারোর শর্তে ।।


-


1 MAR 2018 AT 23:49

তোমায় ভেবেই বসন্ত দিন,
স্মৃতির জোয়ার অন্তহীন,
একলা ছিলাম বরাবরি,
তবু মনের কোণে বাড়াবাড়ি,
তুমিই আছো আষ্টেপৃষ্ঠে,
শুধু তোমায় মেখেই হই রঙিন।

-


2 MAR 2018 AT 12:20

রঙিন ফানুস স্বপ্ন দেখায় ,
ধুসর মেঘের বান সরিয়ে
আলতো ছোয়া, আবির মাখে
স্পর্শটুকু, মন পেরিয়ে ।

-