চোখের জলে ভিজছে বুক, বুকের ভিতর তোমায় না পাবার শোক।
-
তোমরা খোঁজো কাজল কালো
তার দৃষ্টিতে অমার ছায়া,
কিছু কালোতে কাজল ম্লান
কেন জানি না বাড়ায় মায়া !!-
জানো কি আমার দেহ জুড়ে শুধু তুমিই আছো?
আমার মনের কাছে যায় সেও তোমারেই খেয়াল এ ডুবে গেছে,
চোখ :- সে আর এক পাগল,খোলা চোখেও তোমারেই স্বপ্ন দেখে,
ঠোঁট:- সে তো শুধু তোমার ভালোবাসার গল্প করে,
আর আমার হাত সে তোমার লাগি দুষ্টু মিষ্টি কবিতার ছন্দ লেখে।
-
কত চোখ রোজ কাঁদে, তার খবর তো কেউ রাখে না
জানি শুধু এটাই সত্যি, সবার ভাগ্যে প্রেম থাকে না।।
-
নিয়ন রাতের মায়াবী পলকে
স্বপ্নপুরীতে ভাটা,
অচেনা চোখের রঙিন আড়ালে
সাদা-কালো ডোরাকাটা।-
চোখে চোখে রাখো তুমি দেখিতে না পাই,
আমার মাঝে আমি হয়ে রয়েছো লুকাই।।
-
-আমরা বন্ধু হয়ে থাকতে পারি না?
-তুই পারবি হয়তো, কিন্তু আমি পারবো না
-কী অসুবিধা?
-ভয়, খুব ভয় হয় রে
-কিসের এত ভয় তোর?
-ওই চোখ দু'টো-
স্বপ্ন ভরা চোখ নিয়ে,
তাকানোর চেষ্টা করছে সে অকাবাকা
ডালের ভেতর দিয়ে,
লক্ষ্য করছে এক উজ্জ্বল
গাড় নীল রত্ন
মাখানো ফুলকে
আর ভাবছে সে কী পারবে
ওই চূরার ফুলটি হতে,
যার দিকে তাকিয়ে নতুন ভরসা
পাবে সকলে
ঔই ডালপালার মত পথ অতিক্রম করতে।-
কেউ শুধু যায় চলে
ফেলে রেখে অতীতের সব অনুরাগ
কেউ রাখে চোখে চোখ -
'সাথে আছি';
"হোক না সে অ্যাসিডের দাগ! "-