জ্বলছি আগুন হয়ে শেষ তবু হলোনা,
কাছে আসার বাহানা করে সেতো তবু এলোনা।-
লক্ষ্যহীন একজন মানুষ আমি...... আবেগের টানে ছুটে বেড়ায়....
জানিনা জীবনে ক... read more
জীবনের পথে চলতে গিয়ে বন্ধুর অভাব হয় না,
কিন্তু পথ চলতে চলতে পড়ে গেলে হাত ধরে তোলার জন্য পাশে কোনো বন্ধুর হাত খুঁজে পাওয়া যায়না।
-
প্রেম নয়, তবে প্রেমের মতোই
বাঁধন তাতে ছিল না
খাঁচার ভেতর বাঁধতে গিয়ে
প্রেমটাই আর হলো না...!!-
খুশির ঈদ উল ফিতরে
মাহে রমজান শেষে খুশির জোয়ার আসে ঈদে,
সন্ধ্যায় বাঁকা চাঁদ দেখে ঈদের প্রভাতের অপেক্ষাতে রাত কাটে।
মাহে রমজানে রোজা পালনে পাপের পাহাড়ের ভস্মীভূতের মার্জনা চেয়ে প্রার্থনা আল্লাহর কাছে ;
প্রার্থনা সত্য পথের, বিশ্ব -সৌভ্রাতৃত্বের,সুখ - শান্তির বাতাবরণের ;
ঈদে নব সাজে আনন্দের বৃষ্টি ধারাতে সিক্ত হৃদয়ে
ঈদগাহ ময়দানে প্রার্থনা বিশ্ব শান্তির,বিশ্ব সম্প্রীতির আল্লাহর কাছে;
অনেকদিন না দেখা মুখগুলোর সাথে সাক্ষাৎ ঘটে;
সালাম,হাত মেলামেলি, কোলাকুলি হয় একে অপরের সাথে;
একে অপরকে ঈদের শুভেচ্ছা আর নিমন্ত্রণে প্রহর কাটে;
খুশির,শান্তির,দানের আবহাওয়া সর্বত্র বিরাজিত থাকে;
আকাশে বাতাসে অনুরণন হয় সৌভ্রাতৃত্বের ক্ষণে ক্ষণে;
হিংসা,শত্রুতা ভুলে বাতাসে সবুজ-সাদা পাতার খামে
মিত্রতার সুগন্ধ বারতা যায় ভেসে একে অপরের কাছে;
কিন্তু বড়ো দুঃখের এই বছর ঈদগাহে পাবো না যেতে;
হ্যান্ডশেক আর কোলাকুলি করে
ঈদ মোবারক জানাতে পাবো না অনেক দিনের না দেখা মুখগুলোকে
করোনা ভাইরাসের কারণে লক ডাউনে,
তবু নিজ বাড়িতে নিজ পরিবারের সাথে
ঈদ পালন করতে হবে প্রফুল্ল চিত্তে।-
দিনের শেষে মুখোমুখি মধ্যিখানে আয়না,
দ্বন্দ্ব যখন নিজের সাথে পক্ষ নেওয়া যায় না।-
মন দিয়েছি প্রেম দিয়েছি ফিরে পেয়েছি শুধুই ব্যাথা,
আমার মনে জমানো আছে কেবল ব্যার্থ নিরবতা।
কষ্ট আর যন্ত্রনা তে জড়িয়ে আমায় ধরে,
অনেক কথা জমানো আছে আমার মনের ঘরে।
যার জন্য দিয়েছি জীবন হারিয়ে গেছে সেও,
আমিতো শুধুই খেলনা এখন তাই খোঁজ রাখে না কেউ!!-
বেশ তো ছিলাম নিজের মতোই, কাটছিল তো দিন,
হঠাৎ আবার শিউরে দিতে মৃত্যু ভাইরাস বের করল চিন।
কোরনা ভাইরাস তার নাম মৃত্যুতেই এর শেষ পরিনাম,
জানিনা কে বাঁচাবে এর থেকে,ডাক্তার আল্লাহ না ভগবান!
মানুষ যে নিরুপায় রয়েছে ঘরে বন্দী আজ,
সাথে রয়েছে মন্দির মসজিদ গুরুদ্বারও চুপচাপ।
কোথায় গেলো ধর্ম, কোথায় গেলো জাত,
ধর্ম বিভেদ ভুলে মানুষ মৃত্যু জ্বালায় কাটাচ্ছে দিনরাত।
কেন এমন হলো?কেন মানুষ আজ করছে হাহাকার!!
কে দেবে এর উত্তর!কার কাছে আছে এর প্রতিকার।
প্রকৃতি আজ হাসছে আর বলছে মনে মনে,
‘দেখ কেমন লাগে ধ্বংসলীলার মাঝখানে’।।-
২রা এপ্রিল ২০১১ মনে পড়ে কি সেই রাত!!
ভারত যখন জিতেছিল ২য় বার বিশ্বকাপ।
ধোনি যুবরাজ গম্ভীর জাহির আরও কত তরুণ ক্রিকেটার,
লড়াই করে সম্মান রেখেছিলেন ক্রিকেট ঈশ্বরের সচিন টেন্ডুলকার।
আবেগে হরভজনের কান্না, মাঠের মাঝে যুবরাজের রক্তবমি...
আরও কত স্মৃতি আছে আমরা কি তা ভুলিতে পারি!!
যুবরাজের ব্যাটিংয়ে তান্ডব, ধোনির ফিনিশিং,
আর বল হাতে আগুন ছিল জাহিরের ইয়র্কার বোলিং।
আরও হয়তো ভারত বিশ্বসভায় জিতবে বিশ্বকাপ!
কিন্তু ভুলবো না কোনোদিন ২রা এপ্রিল ২০১১ এর ওই রাত।
Date:02/04/2011-
মন দিয়েছি প্রেম দিয়েছি ফিরে পেয়েছি শুধুই ব্যাথা,
আমার মনে জমানো আছে কেবল ব্যার্থ নিরবতা।
কষ্ট আর যন্ত্রনা তে জড়িয়ে আমায় ধরে,
অনেক কথা জমানো আছে আমার মনের ঘরে।
যার জন্য দিয়েছি জীবন হারিয়ে গেছে সেও,
আমিতো শুধুই খেলনা এখন তাই খোঁজ রাখে না কেউ!!-
যার জন্য দিয়েছি জীবন হাসি মুখে ঢেলে,
কাঁদিয়ে চলে গেছে আমাকে সে ফেলে!
সবার মুখের হাসিটা তো হয়না যে খাঁটি,
আপনজনের কথা ভেবে হাসির মুখোশ আঁটি!!-