একটা বৃষ্টি বিকেল আর তুমি....
বাকিটা ক্যাপশনে.....-
মেঘেরা ভেসে চলে
টাপুর টুপুর আওয়াজ
তোমায় করবে তোয়াজ
ফোটায় ফোঁটায় নাচছে ময়ূর
তাল ধরেছে তোমার নুপুর
ছন্দে ছন্দে মাতবে মন
তুমি তাও যে থেকে যাবে গোপন
যতই আমি মেলাই ছন্দ
তোমার জগতে আমি সদাই মন্দ ।-
দায়িত্ব গুলো দাড়িয়ে আছে
দরজার ওপারে
এপারে যে বৃষ্টি নেমেছে
বোঝাই কি করে...-
ভালোবাসায় নেইতো তাড়া প্রেমেতে হুটোপাটি
প্রবল অপেক্ষা শেষে বৃষ্টি যেন ছুঁয়ে যায় মাটি
-
মেঘলা আকাশ...বেহায়া বৃষ্টির ফোঁটা
ভিজে আয়না.....চেনা প্রতিচ্ছবি ,
অসহ্য প্রিয় বোকাবাক্সও
অগোছালো শব্দের তুচ্ছ কলম কবি ।
পরিচিত অচেনা ঠিকানায়
অপরিচিত সত্ত্বা ,
ভেজা কাগজের নৌকায়
পরিযায়ীর বার্তা ।
-
মনে পড়ে কি তোর ?
সেই রাত জাগা ভোর, সেই বিকেলবেলা...
মেঘাচ্ছন্ন আকাশ, বাদলে সারাদিক ঘোর।।
হয়তো তুই এখন এক নতুন প্রেমে বীভোর!! কিন্তু তুই কি জানিস ?
আমি এখনো খোঁজ রাখি তোর।।-
তামসী বর্ষা রজনীতে
গোপন সাক্ষাতের অভিলাষে
অনুভূতির পরতে পরতে উত্তেজনা মাখানো
মুহূর্তের গহীনে একরাশ 'বৃষ্টি' রূপ মুগ্ধতা মেশানো।-
বৃষ্টিস্নাত বারান্দায় ভেজা গল্পেরা ইতিউতি
মনের ঘরে বর্ষণ নামে,শ্রাবণ মাখুক সোঁদা অনুভূতি।-
বৃষ্টি শেষে ভেজা শহর সূর্য খুঁজে চলে।
জলের ফোঁটা গায়ে মেখে চাতকও বৃষ্টি ভোলে।।-
//বরষার রব//
বৃষ্টি ভেজা কাগজের নৌকা,
জল জমে নৌকার ভাঁজে;
নিরন্তর শ্রাবণ ক্লান্ত হলে,
নূপুরের ধ্বনি কানে বাজে।
আনকোরা কবির অগোছালো শব্দ,
শ্রাবণের ধারায় ছন্দ খোঁজে;
বন্য ময়ূর পেখম মেলে,
ময়ূরী প্রিয়ার প্রেমে মজে।
সিক্ত মায়াবী মধুর কণ্ঠের,
সুর ভেসে যায় দূর-বহুদূর;
মেঘের ঘোর বিলীন হলে,
উঁকি দেয় স্নিগ্ধ রোদ্দুর॥-