নাই বা হল রঙীন জীবন সাদা কালো টাও বেশ হবে
-
চাঁদ নাকি আজ মেঘের প্রেমে মত্ত
তাই বুঝি রহিনিকে দূরে সরিয়েছে
চাঁদ টা তাই বুঝি আজ মেঘে ঢাকা
হয়তো তাই রহিনির মনে বৃষ্টি নেমেছে!!-
তোর জন্য অচেনাকে নতুন করে চেনা
আমার অস্পষ্ট বাস্তবে স্পষ্ট স্মৃতি ফিরিয়ে আনা।-
বাস্তব আমাদের জীবন থেকে 'জীবন' টা কেই কেড়ে নেয়,
পড়ে থাকে শুধু খোলোসটুকু।
সেই খোলোসে থাকে আমাদের মুখোশ,
আর আমরা থাকি মুখোশের আড়ালে
'মানুষ' ছদ্মনামে।
-
অসাধারণের স্বপ্ন থেকে
অতিসাধারণ বাস্তব,
যত্রতত্র ছেনি হাতুড়ি
নাদেখা নাশোনা কলরব।।-
সকাল বেলা
ঘুম ভাঙা চোখে দেখি
সূয্যি মামা রাগ করেছে
তেজ বেড়েছে একি?
পাশের পাড়ার পুকুর ঘাটের
শুকিয়ে গেছে জল
তাইতো আজ ধর্না হচ্ছে
এবার চায় কল।
ভোটের আগে রাস্তা হলো
এবার হবে জল
মন্ত্রী মশায়ের একটা কথা
ধর্না ওঠার ফল।
কাটছো গাছ, বাড়ছে গরম
ফ্ল্যাট করিবার তরে
চড়িয়ে গরু,হাপাই গেলে
বসবো কিসের তলে?
মন্ত্রীমশাই গেলেন ক্ষেপে
গ্রামবাসীর কথা শুনে,
উন্নয়নে বাধা দিবি?
এত বুকের পাটা?
দারোগা এদের জেলে পোড়ো
কঠোর আইনে দাও চাপা।-
কোনো কিছুই অসম্ভব না,
এই পৃথিবীতে...
কূড়েঁঘরেও সুখ থাকে,
যদি ভালোবাসা থেকে থাকে।
-
স্নেহময়ী মা মমতা
তার থাকে প্রচুর ক্ষমতা
সন্তানদের ভালোমন্দ চোখে পড়ে যায়
সেই সময় সাহস দিয়ে সবকে মানায়
ছেলে মেয়ে মানুষ করে সুখ-দুঃখে
ছেলে মেয়ে না খেলে সেও তুলনা মুখে
সব কিছু সহ্য করে সংসার চালায়
সেই মা হারিয়ে যায় শ্বশান মেলায়-
স্বপ্ন দেখছিলাম তোকে নিয়ে
ঘুম ভাঙালো কলরব
ঘুম চোখে উঠে দেখি.. কঠিন বাস্তব-
বারে বারে যা বুঝি,
কেউ কারোর নয়,
এক আকাশের নীচে,
দিবারাত্র চলছে অভিনয়।
-