Seven Seas originated by my Spilling tears
-
Main lakh sambhal ke jaani
Tu nadiya aur main paani
Ik tujhmein hi behne ka rasta
Sau baar samajh ke maani
Mera kissa teri kahani
Jo jud jaye to mukammal vasta
Haye....-
-"You shouldn't fall in love with me."
-"Why not?"
-"Because honestly, I don't care."
....-
Long distance relationships are hard, but they're also incredible. If you can love, trust, respect, and support each other from a distance then you'll be unstoppable once you're physically together...
-
তোমার ওই কপালের কালো তিলে;
কোথায় যেন হারিয়ে ফেলি নিজেকে মনের ভুলে।।
ওই কাজল কালো দুই চোখ;
সমস্ত কিছু ভুলিয়ে দেয়,ভুলে যাই সমস্ত শোক।।
ঠোঁটের কোণে আলতো করে মৃদু হাসি;
দেখলে মনে হয় মুক্তো ঝরে রাশি রাশি।।
তোমার ওই খোলা ঘন কালো চুলে;
মনের মধ্যে সমুদ্রের ঢেউ তোলে।।
ইচ্ছে করে সমস্ত কিছু ছেড়ে,চেয়ে থাকি একদৃষ্টে অপলকে;
যতই দেখি হয়নি দেখা,তবুও মনের কোণে জমে না দেখার আক্ষেপ।।
আমি চিরদিন হয়ে রোবো তোমার ভালোবাসার কাঙাল;
যদি তুমি চাও, অভিমান ফেলে আসিব ফিরে বারবার।।
-
পরের জন্মেও যেন থাকে এমন মাতাল চাওয়া...
মনে থাকবে...??
পরের জন্মে কিন্তু এজন্মের দূরত্বটা ঘুচিয়ে নেব..
মনে থাকবে??
পরের জন্মে যাই হই না হই তিতাস হব.....
পরের জন্মে আমি তোর প্রথম নারী হব...
মনে থাকবে??
আর কিছু না হই যেন মানুষ হই
তোর ভালোবাসা পেলে মানুষ হবই....
মনে থাকবে??
-
Success always depends on the
second letter of "Success" - U-
বিয়ে হবে না জেনেও যদি প্রেম করতে পারাে; তাহলে নির্ধারিত তারিখে পরীক্ষা হবে না জেনেও, পড়াশুনা করতে সমস্যা কোথায় ?
😂😂😂-
কিন্তু , মানুষের থেকে লক্ষাধিক মনুষত্ব তাদের আছে । সেই জন্যই মানুষের দেয়া বাজিভরা আনারস খেয়েও মানুষের একফোঁটা ক্ষতি করেনি ।
-
কখনো তুমি মায়ের মতন
কখনো আবার ভিজেছে চোখ,
নারী মানেই দশভুজা
প্রতিটা দিনই তোমার হোক।
— % &-