QUOTES ON #হেমন্ত_মুখোপাধ্যায়

#হেমন্ত_মুখোপাধ্যায় quotes

Trending | Latest
16 JUN 2020 AT 13:00

শতবর্ষের ওপার হতে কোন হেমন্তের সুর এলো ভেসে
আজ আষাঢ়স্য প্রথম দিবসে!

-


26 SEP 2021 AT 16:53

“শ্রীহেমন্ত মুখোপাধ্যায়”

//caption//

লেখায়
ও রেখায়...

-


16 JUN 2021 AT 17:42

আষাঢ়স্য প্রথম দিনই হেমন্ত-দিন জানি ;
মনের মাঝে তাঁরই সুরে প্রাণ পেয়েছে বাণী!
এই দিনেতে খুব উচাটন হবেই জানি এ মন তো—
যুগ কেটে যায় যুগান্তরে, থাকেন শুধু হেমন্ত!

হেমন্ত মুখোপাধ্যায়ের
শুভ জন্মদিন উপলক্ষ্যে
এক ভক্তের শ্রদ্ধাঞ্জলি!
🙏🎂🌷💐💝
(বাকিটা ক্যাপশনে 👇)

-



রানার-এর ঘন্টা পালকির গান
কোথায় যে গেল হারিয়ে?
শুনি না কেন পাতিলে কান
রইব অপেক্ষা করে।
মুছে যাওয়া দিনগুলি
পিছু যে ডাকে আজও
তোমারি এই সৃষ্টি সমূহে
সবই সম্ভব ' হেমন্ত '।
তোমার গানে পথ খুঁজে পায়
নিঝুম সন্ধ্যার পাখিরা
তোমারি এই সুর মূর্ছনায়
হারিয়েই যাব আমরা।
তোমার গানের স্বরলিপি তে
মন্ত্রমুগ্ধ হই আরো
গানে গানে থাকবে হৃদয়ে
শত ' হেমন্ত ' পরও।।

Celebrating 100 yrs of
Hemanta Mukherjee
( 1920 - 2020 )
( শেষ )

-


16 JUN 2018 AT 23:54

কথোপকথন (গল্প বলা যায় কি? কে জানে..) -

"সুরের আকাশে তুমি যে গো শুকতারা"

(ক্যাপশনে....)

-


16 JUN 2021 AT 0:41

আপনার কন্ঠ তো কন্ঠ নয়, পিওর মধু যেন! জন্মদিনে প্রণাম নেবেন!

-


16 JUN 2020 AT 17:05

আষাঢ়স্য প্রথম দিন যে ,
করবেই মন কেমন তো—
সঙ্গে নিয়ে সুরের আলাপ
সঙ্গী থাকেন হেমন্ত!
সুরের লহর কন্ঠে যাঁহার
সকাল কিংবা সাঁঝে—
একশো বছর ধরেই তিনি
রয়েছেন হৃদ-মাঝে!

-


16 JUN 2020 AT 11:57

স্বর্ণযুগীয় গীতলোকে স্বরশ্রেষ্ঠ কালজয়ী হেমন্ত—
দুস্তর পারাবার পেরিয়ে মেঘলা দিনে অলি'র কথা শুনতো,
সপ্তপদীর গানে নীলকাশের নীচে খোকাবাবুর প্রত‍্যাবর্তনে,
কণ্ঠে-সুরে-স্বরে-বাদ‍্যযন্ত্রে কাটুক দিন হেমন্তের স্মরণে।।

-



ঈশ্বরের কণ্ঠ কই হে
কোথা পড়িল তাহা খসে
ঈশ্বর বন্ধু সাথী অনুচর
ভাবছে যে তাহা বসে।
সবাই যখন চিন্তানিত
ঈশ্বর তখন হাসে
আমার কণ্ঠ হারায়নি ওহে
যায়নি সর্বনাশে।
আমার কণ্ঠ পেয়েছেন তিনি
শুনবে কি তার গান
গায়কের আগমন শরতের পরে
হেমন্ত আবেগ, প্রাণ।।

-