কালো মেঘে ছেয়েছে আজ ,
তার ওই শূন্য হৃদয়কোণ
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
অপেক্ষাদের শহর জুড়ে,
ভিজে যায় কত প্রাণ চুপিসারে,
শুধু বেঁচে যায় এক বুক
সুপ্ত অভিমান কারো অন্তরে ! !
-
মনকেমনের মাঝেও,
চাপা দিয়েছি তোমার দেওয়া
একরাশ একাকিত্বকে
আমার হাসির আড়ালে!-
মিথ্যে হাসি হেসেছি বহুবার
কান্না আমার আসে না ।
অশ্রু গুলাে আজ জমাটবদ্ধ
তবে হাসির আড়ালেই থাকুক না ।-
হাসি মুখের আড়ালে হৃদয়ে লুকিয়ে থাকা
হাজারো কষ্টের খোঁজ আজ কেউ রাখে না ।-
সব হাসি কি মনের ঘরের
খুশির রঙে মেশা?
কিছু হাসি লোক দেখানো,
দুঃখ ভোলার নেশা।-
রাতজাগা বলিরেখা ঢাকতে আঁখি তে পড়ে কাজলের প্রলেপ, ঠোঁটের রঙের উজ্জ্বলতা ছাপিয়ে জেগে ওঠে হাসির ঝিলিক।
এভাবেই বয়ে চলে সময়, বাড়ে বয়সের ভার, কুঁচকে যাওয়া চামড়া জানে কতটুকু তার আসল কতটা নিরর্থক।-
প্রথমবার আমার অফিসের ছুটি আমার ১০০টাকা দিয়ে কেনা শিয়ালদার হেডফোনের চেয়ে বেশি দিন চলছে।।
-
অনেক কষ্টে😓 থাকা মানুষগুলোর কষ্ট লুকানোর জন্য তাদের সবসময় হাসি মুখে😊 থাকতে দেখা যায়,কারণ তারা একটি ব্যাক্তি হলেও এদের মধ্যে 'দুটি সত্তা' কাজ করে।
তারা অন্যদের সাথে সাথে নিজেকেও খুশি রাখার অবিরাম চেষ্টা চালিয়ে যায়।।
People who are in a lot of Trouble😓are always seen Smiling😊to Hide their troubles, because even though they are 'One Person','Two Entities' work between them.
They keep trying to keep themselves happy along with other people.-
শেখার কভু শেষ নেই,,জীবনটাই তো শিক্ষা,,,
নত হয়েই নিতে হয় জ্ঞানী লোকের দীক্ষা ।
-- ✍️ সুমিত পাল-