মনের অনুভূতিগুলো
সাজিয়েছি আঙ্গিনায় ,,
ভাবছো বসে তুমি
সবই আমার অভিনয় ।।
নিয়তির বেড়াজালে
জড়িয়ে গেছি আমি ,,
দেখাতে যে মন চায়
প্রেম যে আমারও দামি ।।
এক সমুদ্র পাড়ি দিয়ে
একদিন কুলে আসবো ,,
সেই দিন উন্মত্তের মতো
তোমায় ভালোবাসবো।।
✍️ সুমিত পাল-
পাবনা জেনেও যাকে
মন যে ভালোবাসে তাকে ।।
বিরহ কাতর মন ভোগে
জানিনা কোন অসুখে ,,
নিরন্তর নিয়ে যায়
তারই নাম মুখে ।।
ভালোবাসার উষ্ণতায়
ভরিয়ে দেবো ভাবি ,,
পরিণতির কথা ভেবেই
লুকিয়ে ফেলি দাবি ।।
যে পথে যেতে
চায়না কভু আমি,,,
বারে বারে সে পথেই
হাঁটতে গিয়ে ঘামি।।
ক্ষনিকের পরিচয়ে
প্রেমের তরী বায়না ,,,
মনের উত্তাল ঢেউ তবে
থিতিয়ে কেন যায় না ।।
অপেক্ষারা দাঁড়িয়ে থাকবে
কোন এক প্রান্তরে ,,,
ভালোবাসার প্রদীপ জেলো
প্রিয়া তোমারি অন্তরে, ।।
✍️ সুমিত পাল
-
রেস্ট নিন সারাদিন
নিভিয়ে ঘরের আলো,,,
সময় মত ওষুধ নেবেন
হয়ে উঠুন ভালো ।।
মন খারাপির বিকেল গুলো
লুটিয়ে পরুক ধুলাতে
নিরাশার অবসান ঘটুক
আলো ফুটুক ভাগ্যের গোলাতে।
অসহায় লাগে যদি
কোন অজানা বিকালে,,
বন্ধুকে স্মরণ করিবেন
আসা যাবেনা বিফলে ।।
✍️ সুমিত পাল
-
এইতো কদিন আগেও
ছিলেন আপনি অচেনা,,
এখন ছোট মেসেজ না পেলে
ভালো যে লাগে না ।।
দুদিনের এই পরিচয়
কিভাবে যেন আপন হয়,,,
অনুভূতিগুলো মিলেমিশে
তৃপ্ততা পায় পরিশেষে ।।
অভিমানের ঘনঘটা
জমতে দেব না কখনো,,
বীরাগ ভাজন করেই যাব
হাসিমুখে তখনো ।।
ভুলভুলাই এর দুনিয়ায়
ভুলে যাবেনা মোরে,,,
বন্ধুত্বের পরশ নিয়ে
দাঁড়িয়েছি আপনারই দোরে ।।
খুলুন কপাট মাখন পরশ
বন্ধুর এই বায়না ,,,
বিষাদের দুনিয়াতে আর
ফিরে যেতে চায় না ।।
✍️ সুমিত পাল-
আস্ত একটা দিন প্রিয়
নিমেষে ফুরিয়ে দিলে,,
গোধূলী শেষে তপ্ত প্রবাহে
তবুও খোজটা নিলে,,,
ঘর্মাক্ত ক্লান্তির অবসান ঘটে
ওই মায়াবী কণ্ঠের শ্রুতিতে,,
তপ্ত হৃদয় লোলুপাইতো হয়
হিমের পরশ মাখিতে,,,,😍
✍️ সুমিত পাল-
মেলিয়ে দিয়ে ডানা,,
আমৃত্যু বসত কোরো
কোরবো না যে মানা ।।
তোমায় নিয়ে স্বপ্ন যত
ধূসর বালুকাময়,,
রঙিন স্বপ্ন তবুও দেখি
অলীক বাসনায় ।।
✍️ সুমিত পাল-
প্রভাতের আঙিনায় যদি
প্রেয়সীর দেখা পায়,,,
তপ্ত হৃদয়ের মরমী বালুকায়
শ্রাবনের আনন্দ ধারা বাই ।।
হাঁসির জাদু দেখি যখন
উম্মুক্ত জানালায়,,,,
বিরহের ক্লান্তি কাটে
নিমেষে এক লহমায়।।-
কলকাতা ডোবে
নর্দমার জলে,,
লন্ডন আজ
আবর্জনার তলে ।
দেখরে তোরা
নায়ন খুলে,,,
খেলা হবে ঐ
উন্নয়নের জলে।
-
মন খারাপির ঘনঘটায়
ছেয়েছে হৃদয় আঙিনা,,,
জীবন জোয়ারে ভাসার তরেই
ভুল গুলো তোমার ভাঙিনা ।।
অবহেলার শৃঙ্খলাতাই
জড়িয়ে থাকতে চাইনা,,,
মুক্ত বিহঙ্গ পাখির মতো
ধরেছি আকাশ ভেদীর বায়না ।।
স্মৃতির পাতায় জীবিত রইবে
মোদের প্রণয়নি লিপিকা,,
দীর্ঘ পথ পেরিয়ে পেলাম
প্রেম নামক এক বিভীষিকা ।।
✍️ সুমিত পাল
-
তুমি পাশে থাকিলে
কুঁড়ি থেকে ফুলে ফুঁটি ,,,
তুমি পাশে থাকিলে
বিষণ্ণতাকে দিই ছুটি ।।
তুমি পাশে থাকিলে
মোর হৃদয়ে সেতার বাজে,,
তুমি পাশে থাকিলে
উরু উরু মন সকাল সাঁজে।।
তুমি পাশে থাকিলে
আমি ভরা উত্তাল নদী,,
এক সাঁতারেই পেরিয়ে যাবো
একবার তুমি ডাকো যদি ।।
তুমি ভালোবাসি বলিলে
মৃত্যু থেকেও ফিরে আসি,,
আজীবন বলো সখী
ভালোবাসি ভালোবাসি।।
✍️সুমিত পাল
-