moumita mandal   (✍মৌমিতা মন্ডল)
48 Followers · 31 Following

সৃষ্টির প্রতি অচ্ছেদ্য এক টান,
কাছে আনল কবিতা আর দুঃখ ভোলার গান।
Joined 23 April 2020


সৃষ্টির প্রতি অচ্ছেদ্য এক টান,
কাছে আনল কবিতা আর দুঃখ ভোলার গান।
Joined 23 April 2020
26 JUL AT 13:11

শান্তির খোঁজ

একদা আমার মনে হল ভাই চল শান্তির খোঁজে,
ঘরেতে আমার টেঁকে না যে মন রোজকার সব কাজে।
বনের খোঁজেতে অনেক কষ্টে একটা খবর পেলাম-
বেশি দুরে নয়, শহর ছাড়িয়ে একদিন পাড়ি দিলাম।
ঘন জঙ্গল; মাঝে মাঝে সেথা জানোয়াররা ডাকে,
দিনের বেলায় সূর্যের আলো উঁকি মারে ফাঁকে ফাঁকে।
দিন-দুয়েক তো ভালোই কাটলো নির্জন-নিরালায়
শান্ত- শিথিল জীবনযাপন কারো.কোনো তাড়া নাই।
শুরু হল ধীরে মোর ঘরের দিকে টান,মন হল উচাটন
মন যে মানে না, কেবল ই বলে চল নিজ সুন্দর ভবন।
কিছুদিন ঘরে কাটল ভালোই হেসেখেলে,মিলেমিশে,
আবার মন যে উদাস হল কোন অজানা র উদ্দেশে।
অবশেষে আমি ফিরে এনে ঘরে হাত একদম খালি,
ঘরের মানুষ ঘরেই শান্তি, থাকি বসে নিরিবিলি।
চুপচাপ থাকি ঘরের ভিতর একা জানলার কাছে,
হঠাৎ দেখিনু মনের কোনায় "শান্তি" যে বসে আছে।।

✍️ পুলক কৃষ্ণ মন্ডল

-


22 DEC 2024 AT 12:50

চলছে যেমন চলার কথা
কোথাতে নেই কোনো ব্যাথা
তবুও নেই ছোটবেলার
আহ্লাদী সেই কাঁথা।

মেঘলা দিনের আবেদনে
ভুলে গেছি চলার মানে,
নেই তো তাঁরা
কোনোখানে

তবুও ছিল সবটা জুঁড়ে
কোমলতার সে রোদ্দুরে
রাজা-রানীর সে গল্পটা
বড়ই অদ্ভুতুড়ে।

-


9 MAY 2022 AT 8:38

✍মৌমিতা মন্ডল
প্রতিভার অঙ্গনে দুঃখের ঘড়া,
সৃজনের উল্লাসে সাহিত্য ধারা।
কাব্যের মন্দিরে আত্মার বাণী,
'সোনার তরী'তে গায় সঞ্জীবণী।

রবির আলোয় উদ্ভাসিত,
সাহিত্যিকের পাড়া,
আধুনিকের স্থিতি কোথায়, রবীন্দ্রনাথ ছাড়া?

-


3 APR 2022 AT 22:52

কাঁটাতারের পরিখা তে শব্দ জব্দ খেলা
কলমের মুখে প্রহর গুনেছে কাব্যেরা সারাবেলা।

আলপনা রঙে আহত-গোলাপ লিখেছে ইতিকথা
রাতের ছোঁয়ায় জোছোনা এঁকেছে স্বপ্নের ব্যস্ততা

-


3 APR 2022 AT 19:59

ঝড়ের আগে আকাশ যেমন হারিয়ে ফেলে নীল,
স্মৃতির রেখায় তেমনি আজ হারায় অন্ত্যমিল ।

-


26 JAN 2022 AT 19:35

মিঠে রোদের আলতো আদর
জড়িয়ে নীলিমায়...
ভালোলাগার আবছা আবেগ
বন্দী ক্যামেরায়।
-[✍মৌমিতা]

-


21 JAN 2022 AT 11:24

দিগন্ত ঐ আকাশ নীলে হারিয়ে যাবার আগে,
গল্প লেখে রুদ্ধশ্বাসে সৃষ্টির আবেগে।

-


11 JAN 2022 AT 21:13

শব্দের আয়নায় কবিতা র শৃঙ্গার,
পাণ্ডুলিপির ভিড়ে নিষেধের হাহাকার।
শুকনো গোলাপ রা নীল খামে বন্ধ,
শহরের ধুম জ্বরে হারিয়েছে ছন্দ।
✍মৌমিতা

-


11 JAN 2022 AT 11:46

আলগোছে আজ
অলক্তরাগ, ডুবছে স্মৃতির জলে।
ক্ষণস্থায়ী পর্ণমোচীর গভীর অতলে।।

-


30 DEC 2021 AT 14:03

শঙ্খচিলের ওড়া-উড়ি কাব্যের শহরে,
অব্যক্ত মুখরতা পাণ্ডুলিপি র ভীড়ে।

-


Fetching moumita mandal Quotes