জীৱন
...................
জীৱন মানে জন্ম
জীৱন মানে মৃত্যু
জীৱন মানে সুখ
জীৱন মানে বেদনা ।
জীৱন মানে কল্পনা
জীৱন মানে আৱেগ
জীৱন মানে অনুভূতি
জীৱন মানে অভিজ্ঞতা ।
জীৱন মানে সমৃদ্ধি
জীৱন মানে বিকাশ
জীৱন মানে শান্তি - প্ৰশান্তি
জীৱন মানে প্ৰাপ্তি।-
রবীন্দ্রনাথ তুমি রবে নীরবে নিভৃতে বাঙালির হৃদয়ে ,
আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ।।-
হে কবিগুরু ,তোমারে পূজিব আজি ;
তোমারই অমর সৃষ্ট লেখনী দিয়ে।
তুমি আছো আপামর বাঙালির হৃদয়ে,
তোমায় ছাড়া বাঙালি যে অচলায়তন।
আনন্দ-বিষাদ,প্রেম-বিরহ,উৎসব-পার্বণ ;
দিনশেষে ক্লান্তি-গ্লানি মেটাই তোমারই গানে।
তরুণ থেকে প্রবীণ তোমার লেখনী সবার হৃদয় ছুঁয়ে যায় ,
নব যুগে যতই কবির আগমন হোক না কেন !
কবি উদ্যানে তোমার অভাব ঘোচেনি এখনো।
বাঙালি জাতির গর্ব তুমি, প্রথম নোবেল বিজয়ী।
কবিতা, ছোটগল্প, নাটক ,উপন্যাস ,গান সকল স্তরে তুমি শ্রেষ্ঠ ।
বেলাশেষে রবি অস্ত গেলেও ,সাহিত্যের রবি চির বিদ্যমান ।-
" ফাগুন "
ফাগুন মানেই হাওয়া ,
ফাগুন মানেই ঝড়ঝঞ্ঝা,
ফাগুন মানেই কৃষ্ণচূড়া,
ফাগুন মানেই বসন্ত ঋতু,
ফাগুন মানেই রবীন্দ্রনাথ গান
ফাগুন মানেই দোল উৎসব,
ফাগুন মানেই শান্তিনিকেতনের
বসন্ত উৎসব ।-
নিজের ইচ্ছেগুলোকে মনের ভিতর দাবিয়ে
বেঁচে থাকার তাগিদে এই তো বেশ ভালোই আছি-
to trust someone and believe that
that person will never betray you
-
My family
without them my life is incomplete where I am today just their efforts and sacrifices
-
দীপাবলি
......................
দীপাবলি মানেই আলোর উৎসব ,
চারদিক শুধু আলোয় আলোময় ;
আলোর মেলায় অলি গলি রাজপথ হয়ে উঠে
দেখে মনে হয় যে এক আলোর শহর ।
আলোকের এই ধারায় মুছে যাক সব অন্ধকার ,
ঘুচে যাক মানু্ষে মানুষে ভেদাভেদ ।
তুবড়ি, ঝাড়বাতি, রকেট জ্বলবে আবার
মানবে না আজ কোনো নিষেধাজ্ঞা ।
অট্টালিকায় তো সর্বদা আলো দেখা যায় ,
আজ না হয় হোক কুঁড়ে ঘরটাও আলোকিত ;
খুশির আনন্দে মেতে উঠুক সকলের প্রাণ।-